সাকরাইনের আগ মুহূ্র্তে উৎসবের প্রস্তুতিতে পুরান ঢাকা
‘সাকরাইন’ বা ঘুড়ি উৎসবের আগে আবার সাজ সাজ রব শুরু হয়েছে পুরান ঢাকায়। পৌষ সংক্রান্তিতে নানা রঙের ঘুড়ি ওড়ানোর উৎসবের প্রস্তুতি চলছে সেখানে। সোমবার শাঁখারীবাজারে দেখা গেল ঘুড়ি, সুতা আর নাটাই বিক্রির ধুম। পৌষ মাসের শেষ দিন শুরু সাকরাইন চলে পরের দিনও।