ওখানে অনেক সমস্যা: পুঁজিবাজার নিয়ে অর্থ উপদেষ্টা
পুঁজিবাজারের জন্য কী থাকছে বাজেটে? অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলছেন, “ওখানে অনেক সমস্যা।”
বাজেটের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “চেয়ারম্যান বা প্রেসিডেন্ট পাল্টালেও ১৫ বছর ধরে একই অবস্থা। ফ্লোর প্রাইস দিয়ে জেড ক্যাটাগরির শেয়ারকে রক্ষা করা হয়। সুকুক বন্ডে আইসিবি থেকে ৩ হাজার কোটি টাকা নিয়ে নিলেন, এগুলো ঠিক না। অনেকে ইনসাইডার ট্রেডিং করে দাম বাড়ায়, তারপর বিক্রি করে চলে যায়। অনেক কোম্পানির অস্তিত্ব নেই, অথচ শেয়ারের দাম বাড়ছে।”
ক্রিকেটার সাকিব আল হাসানের দিকে ইংগিত করে তিনি বলেন, “পুঁজিবাজারের নিয়ে জরিমানা হচ্ছে, বিখ্যাত, বিখ্যাত, বিখ্যাত লোকের জরিমানা হচ্ছে, দিচ্ছে না কিন্তু সেগুলো তো পাওনা ছিল। একজন ক্রিকেট খেলোয়াড়ের জরিমানা হয়েছে, তার বিরুদ্ধে আরও মামলা হবে।”