০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশনকেও ‘দায়বদ্ধ’ হতে হবে। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’এ তিনি বলেন, “একটা গণতান্ত্রিক দেশে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। …এখন নির্বাচন কমিশন একটা পোস্ট অফিসের মত ভূমিকা পালন করছে। চিঠি আসলো, সিল মেরে পাঠিয়ে দিল।” বদিউল আলম মনে করেন, দায়বদ্ধতার বিষয় থাকলে গত তিনটি নির্বাচন কমিশন ‘কাজ করার আগে দশবার চিন্তা করত’।
“অবশ্যই নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে হবে,” বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।
তার আগে গুরুতর অসদাচরণের অভিযোগে হাই কোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে।
সাতজন বিচারপতির বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল এবং একজন পদত্যাগ করেছেন।
বিচারপতি শাহেদ নূরউদ্দিন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক থাকাকালে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছিলেন।
রাষ্ট্রপতির নির্দেশনা পেয়ে আগামী সপ্তাহে তদন্তে নামবে কমিশন।
গত ১৬ অক্টোবর ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
গণঅভ্যুত্থানের মুখে সরকার পতন পরবর্তী পরিস্থিতিতে এ ঘটনা বিশেষ তাৎপর্য বহন করছে।