০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
“ওটা ঠিকঠাক করাই এখন প্রধান কাজ। হয়ে গেলে পরে ওটার ফোয়ারাটা নষ্ট, ওটা ঠিক করতে হবে, লিফট নষ্ট হয়ে গেছে, গ্লাসের রেলিং নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করতে হবে।”
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঢুকে মনে হল–না ঢুকলেই বোধ হয় ভালো হত।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পরপর একদল মানুষ তাণ্ডব চালিয়ে লন্ডভন্ড করে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর। বাংলাদেশের প্রথম ও একমাত্র ভূগর্ভস্থ এ জাদুঘরের স্বাধীনতার বিভিন্ন স্মারক এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।