মুগদা-মান্ডা সড়কে এক বছর ধরে দুর্ভোগ
ঢাকার মুগদা বিশ্বরোড এলাকার অতীশ দীপঙ্কর সড়ক থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত রাস্তা সংস্কার, সম্প্রসারণ ও ড্রেন নির্মাণের কাজ গত বছর শুরু হলেও এখনও শেষ হয়নি। সড়কে ইট, বালু, খোয়া আর কংক্রিটের পাইপ পড়ে আছে দিনের পর দিন। ফলে সে পথে চলতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। বৃষ্টি হলে সেখানে দুর্ভোগ বেড়ে যায় আরও।