আশুরা ঘিরে প্রস্তুত হোসেনী দালান
কারবালার ইতিহাস স্মরণে আশুরার দিনে শোকের মিছিল করেন শিয়া মুসলমানরা। রাজধানীর সবথেকে বড় মিছিলটি শুরু হয় পুরান ঢাকার হোসেনী দালান থেকে। সেজন্য প্রতিবছরের মত এবারও সাজানো হয়েছে হোসেনী দালান। কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে। আশুরার দিন রোববার ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলে অংশ নেবে সব বয়েসী মানুষ।