Published : 20 May 2025, 09:23 PM
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সাংবাদিকরা এর বিরুদ্ধে কোনো উসকানি দিয়ে থাকলে তার বিচারের পক্ষে বললেও হত্যার মত ‘বানোয়াট অপরাধ’ চাপিয়ে কাউকে আটক রাখা অন্যায় হবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
সরকার পরিবর্তনের পর অন্তত ২৬৬ জন সাংবাদিকের নামে মামলা হওয়ার প্রসঙ্গ ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে তিনি বলেছেন, “যাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অপরাধের অভিযোগ আছে, যে অপরাধের অভিযোগ আছে, সেই অপরাধে মামলা হোক, সেই অপরাধের তদন্ত হোক, সেই অপরাধের বিচার হোক।
“কিন্তু বানোয়াট অপরাধ চাপিয়ে দিয়ে কাউকে যদি আটক রাখা হয়, সেটা অন্যায় হবে এবং সেই অন্যায়ের প্রতিকার হওয়া উচিত।”
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সবাই সাংবাদিকতার জন্য মামলার শিকার হয়েছেন কি-না, সে প্রশ্নও রেখেছেন কামাল আহমেদ।