অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা, তিন বাংলাদেশি গ্রেপ্তার
অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করে হজ নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন তিন বাংলাদেশি। সংবাদ মাধ্যম সৌদি গেজেট জানায়, হজের নিয়ম লঙ্ঘনের দায়ে দেশটির প্রযোজ্য বিধিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে অভিযুক্ত তিনজনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।