একসময় বড় বড় নৌকা চলাচল করত, জীবিকা নির্বাহ হত ৪০ গ্রামের মানুষের। অথচ সময়ের ব্যবধানে সেই নদী এখন পরিণত গোচারণভূমিতে। বাঁধ নির্মাণ আর ভরাটের কারণে সুনামগঞ্জের কানাইখালি নদী এখন মৃতপ্রায়।