রাজনৈতিক দলের সাথে যোগাযোগ প্রতিষ্ঠার জন্যই সম্পাদকীয় নেতৃত্বে পরিবর্তন: কামাল আহমেদ
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকারের পর যে সরকার ক্ষমতায় আসতে পারে, তাদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থেই গণমাধ্যম মালিকরা সম্পাদকীয় নেতৃত্বে পরিবর্তন এনেছেন বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে তিনি বলেছেন, “যখনই সরকার পরিবর্তন হয়, তখনই বার্তাকক্ষগুলোতে নেতৃত্বের পরিবর্তন আমরা দেখেছি। কারণ, এই পরিবর্তনগুলো হয় রাজনৈতিক কর্তৃপক্ষের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রাখার চেষ্টা থেকে।
“এবং সেই চেষ্টাটা কে করেন? কার নির্দেশে হয়? কার উদ্যোগে হয়? প্রতিষ্ঠানগুলোর মালিকদের উদ্যোগে। গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রত্যেকটির মালিকদের একেকটি স্বার্থ আছে। এবং তারা সেই স্বার্থ থেকে রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে এক ধরনের সম্পর্ক গড়ে তুলতে চান, লিয়াজোঁ প্রতিষ্ঠা করতে চান। এবং সেই লিয়াজোঁ প্রতিষ্ঠা করার জন্য ওই দলের নেতাদের সাথে কার সম্পর্ক ভালো, তাকে আমাদের বার্তাকক্ষের দায়িত্ব দেওয়া হয়।”