কবরের পাশে কান্না, যুদ্ধের ভয়াবহতা, এ কোন ঈদ গাজায়?
ঈদের আনন্দ নেই গাজাবাসীর। প্রাণ হারানো স্বজনদের কবরের পাশে আহাজারি আর যুদ্ধ থামার প্রার্থনায় কাটছে তাদের কোরবানির ঈদ। ইসরায়েলি বাহিনীর এই বর্বরতা থামবে, শান্তি নামবে ফিলিস্তিনে। সেই অপেক্ষায় প্রহর গুণছেন গাজাবাসী।