গাজার মানবিক পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে ইসরায়েলে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেবে জার্মানি। শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইওহান ভাদেফুল দেশটির এই সিদ্ধান্ত তুলে ধরে বলেন, হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েল যা করছে, সেটি কতটুকু আইনসম্মত তা নিয়েও প্রশ্ন রয়েছে।