সংবিধান সংশোধন নাগরিকদের ম্যান্ডেট নিয়ে করতে হবে: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, সংবিধান সংশোধন করতে হলে দরকার নাগরিকদের ম্যান্ডেট। সেই ম্যান্ডেট কীভাবে নেওয়া হবে, তার বিভিন্ন পদ্ধতি আছে।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’এ তিনি বলেন, “অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধনের ঘটনা এই দেশে ঘটেছে, তাই না? পরে এটা আবার সংসদ দিয়ে কিন্তু অনুমোদন হইতেছে। তো পথের দিক থেকে অনেক রকম পথ আছে।
“ধরুন গণভোট একটা পদ্ধতি হতে পারে। আবার ধরুন, এটা হইতে পারে যে গণভোট এবং সংসদ নির্বাচন একসঙ্গে হল। গণভোটেই এই সনদ গৃহীত হল অথবা গৃহীত হল না। গৃহীত হলে এটা দায়িত্ব হয়ে পড়লো, যারা সংসদে যাচ্ছেন তাদের।”