১৯ মে থেকে আবারও মাঠে নামার ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের
এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপনসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে রাজধানীর ইডেন কলেজে এক সম্মেলনে শিক্ষার্থীরা দাবি আদায় না হলে ১৯ মে থেকে মাঠে নামার হুঁশিয়ারিও দেন।