Published : 20 May 2025, 08:39 PM
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে বাহাস ঘিরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতির যে ঘটনা ঘটেছে, তার ফলে সৃষ্ট সংশয়ের নিরসন হওয়া দরকার বলে মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
আর সেজন্য নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের ওপর জোর দিয়ে তিনি বলেছেন, সরকার এ তদন্ত করলে তা ‘বিশ্বাসযোগ্য হবে না’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে কামাল আহমেদ বলেছেন, এ ধরনের ঘটনা নিরসনে স্থায়ী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে।