বাইরে থেকে নিয়ে আসা খাবার খাওয়ার সুযোগটা বেশ মজার। বাসায় রান্না করতে হয় না, থাকে না থালা-বাসন ধোয়ার ঝক্কিও। তবে এই খাবার খেতে গিয়ে অনেকেই কিছু সহজ ‘ফুড সেফটি’ বা খাদ্য নিরাপত্তার নিয়ম অমান্য করে ফেলেন; যা বাড়িয়ে দেয় স্বাস্থ্যঝুঁকি।