দৈনিক পত্রিকা প্রকাশে যেসব শর্ত পূরণ করতে হয়, অনলাইন পোর্টালকেও তাই করতে হবে: কামাল আহমেদ
অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রে ‘নৈরাজ্যকর পরিস্থিতি’ চলছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে তিনি বলেন, “এদের মধ্যে কয় ডজন অনলাইন পোর্টালের সংবাদমাধ্যম হিসাবে কাজ করার যোগ্যতা, সামর্থ্য, দক্ষতা আছে? আমরা বলেছি, অনলাইন পোর্টালকে আপনি যদি গণমাধ্যম হিসাবে নিবন্ধন দিতে চান, তাহলে এখানে একটা পূর্বশর্ত নির্ধারণ করা দরকার।
“প্রকাশকের পূর্ব যোগ্যতা নির্ধারণ করা দরকার। সেটা হচ্ছে, একটি দৈনিক পত্রিকা প্রকাশের জন্য যেই বার্তাকক্ষের দরকার হয়, যে ধরনের শর্তগুলো পূরণ করতে হয়, ঠিক একই ধরনের শর্তপূরণ সাপেক্ষেই আপনি একটি অনলাইন পোর্টালকে গণমাধ্যমের স্বীকৃতি দিতে পারেন।”
ইতোমধ্যে যাদের নিবন্ধন দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে এই শর্তগুলো পর্যালোচনার সুপারিশ করেন কামাল আহমেদ।