Published : 21 May 2025, 09:21 PM
বিনিয়োগকারীরা যদি স্পষ্টভাবে ভবিষ্যত দেখতে না পারেন, তাহলে তারা বিনিয়োগ না করে টাকা পকেটে রেখে দিতেই পছন্দ করেন বলে মনে করেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে অংশ নিয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ বলেছেন, “আমরা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্যে আছি। যেটা সবাই জানে যে এটা থাকবে না। কিন্তু এটা না থেকে কোথায় যাবে এবং নতুন ব্যবস্থাটা কোন ধরনের হবে এইটা বলা…(দরকার)।
“বিনিয়োগকারী বাদ দেন, যারা রাজনীতিতে মাঠে খেলছেন তাদের পক্ষেও এটা বলা কঠিন। কাজেই এখানে একটা বড় ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা আছে।”
অন্তর্বর্তী সরকার এখন যে ধরনের নীতি নিচ্ছে, রাজনৈতিক সরকারের সময় তা থাকবে কি না, সে বিষয়ে সংশয় থাকায় ব্যাবসায়ীরা অপেক্ষা করবেন, আর সেটাই স্বাভাবিক বলে মনে করেন অর্থনীতির এই বিশ্লেষক।