Published : 04 Jun 2025, 09:46 PM
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল দেশের স্বার্থের শতভাগ বিরোধী।
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দশকের বিরোধ নিরসনের আলোচনায় যুক্তরাষ্ট্রের দেওয়া মূল শর্ত প্রত্যাখ্যান করে বুধবার তিনি এ কথা বলেন।
শনিবার ওমান নতুন পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানকে দেয়। মাস্কট ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুই পক্ষের মধ্যে ৫ রাউন্ডের আলোচনার পরও বেশকিছু ইস্যুতে মতানৈক্য রয়ে গেছে।
তেহরান বলছে, তারা তাদের দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। তাদের কাছে থাকা উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তাবও মানছে না তারা।
তেহরান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে, তাতে তারা দ্রুতই পারমাণবিক অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম পেয়ে যেতে পারে বলে আশঙ্কা পশ্চিমাদের।
তবে ইরান বলছে, পরমাণু অস্ত্র বানানোর লক্ষ্য নেই তাদের। তাদের এই কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।
ইরানের সব বিষয়ে খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত।
বুধবার তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতির আত্মনির্ভরশীল চেতনা ও ‘আমরাও পারি’ নীতির সঙ্গে সাংঘর্ষিক।”
ইরানের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শত্রুরা এখন এদিকেই নজর দিচ্ছে, বলেছেন তিনি।
“আমেরিকানরা যে প্রস্তাব দিয়েছে তা আমাদের স্বার্থের ১০০% বিরুদ্ধে। উদ্ধত ও অহঙ্কারী মার্কিন নেতারা বারবার আমাদের পারমাণবিক কর্মসূচি থাকতে পারবে না- এমনটা চেয়ে যাচ্ছে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কি করবে না, তা নির্ধারণ করার তোমরা কে?” বলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।