Published : 15 Jun 2025, 11:23 PM
ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার মাভল এলাকার কুন্দমালায় ইনদ্রায়ণী নদীর ওপর একটি সেতু ধসে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন এবং আরও অনেকের নদীতে পড়ে ডুবে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস।
পুনের কাছাকাছি অবস্থিত জনপ্রিয় পর্যটন স্থান কুন্দমালায় বর্ষাকালে পর্যটকদের ভিড় থাকে। সেতু ধসের সময় সেখানে বহু মানুষ ছিলেন।
সেতুর ধসে অনেকে নদীতে পড়ে যান এবং কয়েকজন স্রোতে ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঘটনার পরপরই পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ শুরু করেছে।
এখন পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের খোঁজ চলছে।
ঘটনার সময় পুনে ও পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি ছিল। গত দুই দিন ধরেই ওই এলাকায় টানা বৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা সেতুটির কাঠামোগত নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছিলেন।
যদিও চার থেকে পাঁচ বছর আগে সেতুটি সংস্কার করা হয়েছিল, তবে অনেক পর্যটকই এর ঝুঁকি সম্পর্কে জানতেন না।