Published : 05 Jun 2025, 12:45 PM
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ‘অবিলম্বে, শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতি’ এবং বাধাহীনভাবে ত্রাণের প্রবেশাধিকার দাবি করে তোলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক খসড়া প্রস্তাবে ভিটো দিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রায় ২৩ লাখ বাসিন্দার ভূখণ্ড গাজায় অত্যাধুনিক মারণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের চালানো নির্বিচার হামলায় ও অবরোধে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। চারদিক থেকে অবরুদ্ধ ছিটমহলটিতে ১১ সপ্তাহ ধরে সব ধরনের ত্রাণ প্রবেশ আটকে রেখেছিল ইসরায়েল। এতে গাজাজুড়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
প্রবল আন্তর্জাতিক চাপে ইসরায়েল ত্রাণ প্রবেশ আটকে রাখা বন্ধ করলেও প্রতিদিন যে সংখ্যাক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে তা প্রয়োজনের তুলনায় ‘সমুদ্রে এক ফোঁটা পানির’ সমান বলে মন্তব্য করেছেন জাতিসংঘের কর্মকর্তারা।
এই পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি ও অবাধ ত্রাণ প্রবেশের ওই দাবিটি তুলে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৪টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও একমাত্র যুক্তরাষ্ট্রর বিপক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের অন্যতম যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেওয়ায় বা ভিটো দেওয়ায় নিয়ম অনুযায়ী প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
নিরাপত্তা পরিষদের অপর চার স্থায়ী সদস্য রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। এদের মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র এবং প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ।
পরিষদে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শে বলেন, “যুক্তরাষ্ট্র পরিষ্কার করছে: আমরা এমন কোনো পদক্ষেপকে সমর্থন করবো না যা হামাসকে নিন্দা করতে ব্যর্থ হয় এবং হামাসকে নিরস্ত্র ও গাজা ছেড়ে যাওয়ার আহ্বান না জানায়।”
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির যে উদ্যোগ যুক্তরাষ্ট্র নিয়েছে নিরাপত্তা পরিষদের এ প্রস্তাব সেটিকেও অবমূল্যায়ন করেছে বলে অভিযোগ করেন তিনি; জানিয়েছে রয়টার্স।
গাজায় দুই মাস ধরে চলা এক যুদ্ধবিরতি মার্চে শেষ হওয়ার পর ভূখণ্ডটিতে ফের ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েল। গাজায় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারও ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে লড়াইয়ে তাদের এক সেনা নিহত হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে।
গাজায় সামরিক অভিযান আরও বিস্তৃত করার ইসরায়েলি সরকারের সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড। আর গাজায় কঠোরভাবে ত্রাণ প্রবেশ সীমাবদ্ধ করে রাখার ইসরায়েলি সিদ্ধান্তকে ‘অযৌক্তিক, সামঞ্জস্যহীন এবং বিপরীত প্রভাব সৃষ্টিকারী’ বলে মন্তব্য করেছেন তিনি।
নিরপত্তা পরিষদের এই খসড়া প্রস্তাবে হামাস ও অন্যদের হাতে বন্দি সব জিম্মিকে অবিলম্বে শর্তহীনভাবে মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছিল।