Published : 24 Feb 2025, 04:40 PM
ইথিওপিয়া ও কেনিয়ার মৎসজীবীদের মধ্যে সীমান্ত নিয়ে সংঘর্ষের পর প্রায় ২২ জন নিখোঁজ রয়েছেন বলে কেনিয়ার পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার এক বিবৃতিতে কেনিয়ার তুরকানা কাউন্টির গভর্নর জেরেমিয়া লোমোরুকাই জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় কেনিয়া ও ইথিওপিয়ার সীমান্ত বরাবর বয়ে যাওয়া ওমো নদীর কাছে লোপেইমুকাত ও নাতিরাতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।
রোববার তুরকানা কাউন্টি পুলিশ জানায়, ২২ কেনীয় মৎসজীবীর কোনো খোঁজ নেই, ১৫টি নৌকা চুরি হয়েছে।
ইথিওপিয়ার দাসেনেচ জাতির ছয় মৎসজীবীকে উদ্ধার করে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে তুরকানা পুলিশ জানিয়েছে।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন রোববার সামাজিক মাধ্যম এক্স এ লিখেছেন, কেনীয় সরকার ওই সীমান্তে অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়েন করেছে এবং তিনি ‘ওই দুই সম্প্রদায়ের মধ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে’ আদ্দিস আবাবার সঙ্গে আলোচনা করছেন।