০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

গোয়েন্দা প্রতিবেদন বলছে ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক স্থাপনা, মানছেন না ট্রাম্প

  • পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে—জোরালোভাবে দাবি ট্রাম্পের, গোয়েন্দা প্রতিবেদন উল্টো ইঙ্গিত
  • পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ফাঁস হয়েছে মার্কিন সংবাদমাধ্যমে।
  • মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই তথ্য ফাঁসকে ‘রাষ্ট্রদ্রোহের শামিল’ আখ্যায়িত করেছেন।
  • ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনও পর্যন্ত কার্যকর রয়েছে, নিশ্চিত করেছে উভয় দেশ।

25 Jun 2025, 02:17 PM

আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করছে ইরান

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার একটি পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইরানের পার্লামেন্ট।

দেশটির সরকারপন্থি সংবাদমাধ্যম নূরনিউজের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনা অনুযায়ী এখন থেকে ইরানে ঢুকতে চাইলে আইএইএ পরিদর্শকদের দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিতে হবে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে তাদের।

একজন এমপিকে উদ্ধৃত করে নূর নিউজ বলেছে, এই নতুন নিয়মে কেবল নির্দিষ্ট শর্ত পূরণ হলেই আইএইএ পরিদর্শকদের প্রবেশ অনুমতি দেওয়া হবে।

25 Jun 2025, 11:31 AM

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার সকালে ইরানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী শহর উরুমিয়ের একটি কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই তিনজন ‘অ্যালকোহলিক পানীয়’ পরিবহনের আড়ালে ‘হত্যায় ব্যবহৃত সরঞ্জাম’ ইরানে পাচার করেছিলেন।

তবে তারা কখন গ্রেপ্তার হয়েছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, ‘ইসরায়েলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এবং পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর’ অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

গত ১৩ জুন ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর গুপ্তচরবৃত্তির অভিযোগে আরো অন্তত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

সূত্র: আল জাজিরা

25 Jun 2025, 11:08 AM

‘বম ইরান’ গানসহ ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ৬০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন, যেখানে আকাশে মার্কিন বি-২ বোমারু বিমানকে উড়তে এবং অসংখ্য বোমা ফেলতে দেখা যাচ্ছে। পেছনে একটি গান বাজছে, যেখানে বারবার বলা হচ্ছে: ‘বম ইরান’।

‘বম ইরান’ গানটি ব্যান্ড দল বিচ বয়েজের বিখ্যাত গান ‘বারবারা অ্যান’ এর প্যারোডি সংস্করণ। ট্রাম্পের ভিডিওতে ওই ‘বারবারা অ্যান’ শব্দটি সরিয়ে ‘বম ইরান’ বসিয়ে দেওয়া হয়েছে। ১৯৮০ সালে ভিন্স ভ্যান্স অ্যান্ড ভ্যালিয়েন্টস ‘বম ইরান’ নামে ওই প্যারডি গানটি রেকর্ড করে। 

ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে শোনা যায় সেই গান– 

ওল্ড আঙ্কল স্যাম ইজ গেটিং প্রিটি হট
টাইম টু টার্ন ইরান ইনটু আ পার্কিং লট
বম ইরান, বম বম, বম ইরান

বিবিসি লিখেছে, ইসরায়েল ও ইরানের মধ্যে দুর্বল যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ট্রাম্পের এই ভিডিওটি দ্ব্যর্থক ও বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

25 Jun 2025, 10:43 AM

গোয়েন্দা তথ্য ফাঁস ‘রাষ্ট্রদ্রোহিতার শামিল’, বললেন ট্রাম্পের বিশেষ দূত

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হওয়ার বিষয়টি ‘রাষ্ট্রদ্রোহিতার শামিল’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

ফক্স নিউজকে তিনি বলেছেন, “এটা লজ্জাজনক, এটা রাষ্ট্রদ্রোহিতা এবং এর তদন্ত হওয়া উচিত। যেই এর জন্য দায়ী, তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।”

উইটকফ বলেছেন, তিনি হামলার ক্ষয়ক্ষতি নিয়ে সব প্রতিবেদন পড়েছেন এবং তার ভাষায়, যুক্তরাষ্ট্র যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলো যে ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে, তা নিয়ে ‘কোনো সন্দেহ নেই’। 

প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও উইটকফের মন্তব্যকে সমর্থন করেছেন। তিনি ট্রুথ সোশালে ফক্স নিউজের ওই সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন, যেখানে উইটকফ বলছেন, “আমরা ফোরদো পারমাণবিক স্থাপনায় ১২টি বাঙ্কার বাস্টার বোমা ফেলেছি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সেগুলো ছাদের স্তর ভেদ করেছে এবং কোনো সন্দেহ নেই যে সেটা ধ্বংস হয়েছে। ফলে যারা বলছে যে আমরা লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছি, তাদের এমন বক্তব্য একেবারেই হাস্যকর।”

25 Jun 2025, 10:25 AM

কী পাওয়া গেছে গোয়েন্দা প্রতিবেদনে?

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে পেন্টাগনের গোয়েন্দা বিভাগ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ট্রাম্প প্রশাসনের দাবি নিয়ে সন্দেহ তৈরি করেছে। 

ট্রাম্প প্রশাসন বলে আসছে, গত শনিবারের ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে। তবে ডিআইএ-এর প্রতিবেদন বলছে অন্য কথা। 

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা চালায়, যা ১৮ মিটার পুরু কংক্রিটের স্তর বা ৬১ মিটার মাটির স্তরের নিচেও বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

কিন্তু মার্কিন গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরানের সেন্ট্রিফিউজগুলো বেশিরভাগই ‘অক্ষত’ রয়ে গেছে। আঘাত মূলত ভূপৃষ্ঠের উপরে সীমাবদ্ধ ছিল।

বোমার বিস্ফোরণে ইরানের দুটি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূগর্ভের স্থাপনা অক্ষত রয়েছে বলে উঠে এসেছে ডিআইএ-এর প্রতিবেদনে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা মনে করছেন, ওই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘বড় জোর কয়েক মাসের জন্য’ পিছিয়ে দিতে পেরেছে। দেশটি তাদের কর্মসূচি আবার শুরু করবে কিনা, তা নির্ভর করবে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত করতে কত সময় লাগে তার ওপর।

হামলার আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু মজুদ সরিয়ে ফেলেছিল—এমন তথ্যও রয়েছে ওই গোয়েন্দা প্রতিবেদনে।

 

 

25 Jun 2025, 09:57 AM

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস নিয়ে সংবাদমাধ্যমকে আক্রমণ ট্রাম্পের

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনের খবরের প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন তিনি।

তিনি লিখেছেন, “ভুয়া সংবাদ প্রচারকারী সিএনএন এবং ধুঁকতে থাকা নিউ ইয়র্ক টাইমস মিলে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের গুরুত্ব খাটো করার অপচেষ্টা চালাচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে! টাইমস ও সিএনএন– দুই প্রতিষ্ঠানকেই জনগণ ধিক্কার জানাচ্ছে!”

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ওই প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়নি।

হোয়াইট হাউস ওই গোয়েন্দা মূল্যায়নকে ‘সম্পূর্ণ ভুল’ আখ্যায়িত করেছে। 

সূত্র: বিবিসি

25 Jun 2025, 09:51 AM

যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক স্থাপনা, বলছে গোয়েন্দা প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ‘ধ্বংস করতে পারেনি’, ওই কর্মসূচিকে কেবল কয়েক মাসের জন্য ‘পিছিয়ে দিতে পেরেছে’ বলে পর্যবেক্ষণ এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক এক মূল্যায়ন প্রতিবেদনে। 

এমন এক সময়ে এই প্রতিবেদনের তথ্য সামনে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ইরান ও ইসরায়েল—দুই পক্ষই মঙ্গলবার ইঙ্গিত দেয়, তাদের মধ্যে চলমান আকাশ যুদ্ধ অন্তত আপাতত থেমেছে। তার কিছুক্ষণ আগে ট্রাম্প তার ঘোষিত যুদ্ধবিরতির লঙ্ঘনের জন্য দুই দেশকে প্রকাশ্যে ভর্ৎসনা করেন।

এই সংঘাতে যুক্তরাষ্ট্রও সরাসরি যুক্ত হয়েছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। 

ট্রাম্প গত শনিবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র ৩০ হাজার পাউন্ড ওজনের বোমা ব্যবহার করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে। 

কিন্তু এখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন সামনে আসছে, যা তার ওই দাবির সঙ্গে সাংঘর্ষিক। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তির বরাতে রয়টার্স এ খবর দিয়েছে। 

তাদের একজন বলেছেন, ইরানের ইউরেনিয়ামের মজুত সম্পূর্ণ ধ্বংস হয়নি। দেশটির পারমাণবিক কর্মসূচি বড়জোর এক বা দুই মাসের জন্য পিছিয়ে গেছে। 

ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক গবেষণা সম্পূর্ণ শান্তিপূর্ণ, কেবলই বিদ্যুৎ উৎপাদনের জন্য। তাদের সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদের একটি বড় অংশ পাহাড়ের নিচে ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত ছিল।   

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় দুটি স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু ভূগর্ভস্থ স্থাপণা ধসিয়ে দেওয়া যায়নি। 

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হামলার পরও কিছু সেন্ট্রিফিউজ অক্ষত ছিল বলে ওই প্রতিবেদনে উঠে এসেছে। 

ট্রাম্প প্রশাসন মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জানায়, তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘দুর্বল হয়েছে’, যা ট্রাম্পের ‘সম্পূর্ণ ধ্বংস’ হওয়ার বক্তব্য থেকে অনেকটাই দূরে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেন, ইরানে ওই হামলার ফলে ‘পারমাণবিক’ হুমকি দূর হয়েছে এবং তেহরান যাতে আবারও সেই কর্মসূচি শুরু করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

সূত্র: রয়টার্স

25 Jun 2025, 01:32 AM

চীন ইরানের তেল কেনা চালিয়ে যেতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কাছ থেকে চীন তাদের তেল কেনা চালিয়ে যেতে পারে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ‘আশা’ করেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও ‘অনেক’ কিছু কিনবে।

ওপেক সদস্য ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার তিন দিন পর চীনকে এ বার্তা দিলেন ট্রাম্প। 

মঙ্গলবার ট্রুথ সোশালে তিনি লেখেন, “চীন এখন ইরান থেকে তেল কেনা চালিয়ে যেতে পারে। আশা করি, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকেও অনেক কিছু কিনবে।”

ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের এ পোস্ট এল।  

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই ট্রাম্প বলেছিলেন, তিনি পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে ইরানকে সর্বোচ্চ চাপে ফেলবেন। 

তিনি ইরানকে কেন্দ্র করে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেন। এর মধ্যে চীনের বেশ কয়েকটি তথাকথিত স্বাধীন ‘টিপট’ তেল শোধনাগার ও বন্দরের টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানও ছিল। ইরানের তেল কেনায় তারা এ নিষেধাজ্ঞার মুখে পড়ে।

ইরান থেকে তেল কেনার নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার হবে মূলত মার্কিন ট্রেজারি বিভাগ, পররাষ্ট্র দপ্তর ও কংগ্রেস পদক্ষেপ নেওয়ার পর।

তবে ট্রাম্প প্রশাসন চাইলে এসব নিষেধাজ্ঞা কার্যকর নাও রাখতে পারে। ফলে বৈশ্বিক বাজারে ইরানি তেলের প্রবাহ উল্লেখযোগ্য  পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চীন বা অন্যান্য দেশ ইরানের কাছ থেকে তেল কেনা বাড়িয়ে দিলে তা যুক্তরাষ্ট্রের মিত্র সর্বোচ্চ তেল রপ্তানিকারক সৌদি আরবকে ক্ষুব্ধ করে তুলতে পারে।

সূত্র: রয়টার্স

25 Jun 2025, 12:05 AM

ইরান থেকে নজর এখন গাজায়: আইডিএফ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কথা স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী— আইডিএফ এক বিবৃতিতে বলেছে, “এখন মনোযোগ গাজায় ফিরিয়ে নেওয়া হয়েছে।”

দেশটির চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির বলেন, “ইসরায়েলের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সমাপ্ত করেছে। তবে ইরানবিরোধী অভিযান শেষ হয়ে যায়নি।

“আমরা বর্তমান অধ্যায়ের অর্জনের ওপর ভিত্তি করে নতুন অধ্যায়ে প্রবেশ করছি। আমরা ইরানের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছিয়ে দিয়েছি। তাদের ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেও তাই ঘটেছে।” 

তিনি ইসরায়েলি সেনাবাহিনীর পদক্ষেপগুলোকে ‘অসাধারণ সাফল্য’ হিসেবে বর্ণনা করে বলেন, "এখন দৃষ্টি আবার গাজার দিকে। লক্ষ্য হলো জিম্মিদের ঘরে ফেরানো এবং হামাসের শাসনব্যবস্থা ধ্বংস করা।"

সূত্র: বিবিসি

24 Jun 2025, 11:51 PM

ইরানে শাসন পরিবর্তন দেখতে চান না ট্রাম্প

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চায় না যুক্তরাষ্ট্র। কেন চায় না, সে কারণও বলেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, সেটি করলে বিশৃঙ্খলা দেখা দেওয়ার ঝুঁকি আছে।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা জানিয়েছে, নেদারল্যান্ডসের হেগে নেটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ কথা বলেন।

ইরানের নেতৃত্বে বদল আসা দরকার বলে মনে করেন কিনা, এ প্রশ্নে তিনি বলেন, “না। মনে করে থাকলে করেছি। কিন্তু না, আমি এটা চাই না। যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু শান্ত দেখতে চাই।

“শাসন বদলের সময় বিশৃঙ্খলা হয়। আমরা আদর্শগতভাবে এত বেশি বিশৃঙ্খলা দেখতে চাই না। সুতরাং, আমরা দেখব এটা (শাসনব্যবস্থা) কেমন যায়।”

24 Jun 2025, 11:39 PM

দিনভর যা যা হল

  • মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল ও ইরান উভয়কেই যুদ্ধবিরতি মেনে চলতে বলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প; বিশেষ করে ইসরায়েলকে হামলা না চালাতে সতর্ক করেন তিনি।
  • যদিও যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েল উভয় দেশই সেটি লঙ্ঘন করে বলে জানান ট্রাম্প। ইরান ও ইসরায়েলকে শান্ত থাকতে বলেন তিনি।
  • ট্রাম্পের আহ্বানে যুদ্ধবিরতি সম্মত হয় ইরান ও ইসরায়েল। যদিও পরক্ষণেই ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করে ইসরায়েল। তবে ইরান হামলার অভিযোগ অস্বীকার করেছে।
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত পালন করলে তারাও শর্ত মেনে চলবেন।
  • যুদ্ধবিরতিতে যাওয়ার আগে সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যদিও পেন্টাগন বলছে, হামলা দুর্বল। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
  • ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরগানি বলছেন, গত ১৩ জুন থেকে ইসরায়েলের হামলায় এ যাবৎ ৬০৬ ইরানির প্রাণ গেছে। হামলায় আহত পাঁচ হাজারের বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন।

24 Jun 2025, 11:00 PM

যুদ্ধবিরতি অবশ্যই মেনে চলতে হবে: স্টারমার

ইরান-ইসরায়েলের সংঘাতে ঘোষিত যুদ্ধবিরতি দেশ দুটিকে অবশ্যই মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যের জন্য অতি জরুরি এই স্থিতিশীলতা ধরে রাখার এটাই সুযোগ। ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত নয়। অবশ্যই তাদের এখন আলোচনার টেবিলে আসা উচিত এবং স্থায়ী সমাধানের জন্য কাজ করা উচিত।”

নেদারল্যান্ডসে নেটো সম্মেলনে অংশ নেওয়া স্টারমার বলেন, “এই বার্তাটি নিয়েই আজকে নেটো নেতাদের সঙ্গে আমি আলোচনা করেছি।”

24 Jun 2025, 10:31 PM

ইরান ও ইসরায়েল সমানভাবে যুদ্ধ বন্ধ চেয়েছিল: ট্রাম্প

ইরান ও ইসরায়েল দুই দেশই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিজের ট্রুথ স্যোশালে তিনি লিখেছেন, “ইসরায়েল ও ইরান উভয়েই যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল, সমানভাবে। সব পরমাণু অবকাঠামো ও সক্ষমতা ধ্বংস করা এবং তারপর যুদ্ধ বন্ধ করা আমার জন্য বড় সম্মানের বিষয় ছিল।”

এর আগে দুই দেশেরই সমালোচনা করে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি উভয় দেশই লঙ্ঘন করছে।

24 Jun 2025, 10:16 PM

ইরানের মানুষ দেখিয়েছে তারা ঐক্যবদ্ধ: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, সেটির সম্মান দেখানোর কথা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত পালন করলে তারাও শর্ত মেনে চলবেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্সইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। আনোয়ার ইব্রাহিমকে তিনি বলেছেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করে তবে ইরানও শর্ত ভঙ্গ করবে না।

“কিছু সমস্যা ও দুঃখজনক পরিস্থিতি সত্ত্বেও ইরানের মানুষ দেখিয়েছে তারা ঐক্যবদ্ধ থাকবে। শত্রুর আক্রমণের শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধ থাকবে।”

24 Jun 2025, 10:03 PM

ইরানের কারাগারে হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন: জাতিসংঘ

ইরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে বর্ণনা করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

সংস্থাটির মুখপাত্র থামিন আল খিতান জেনেভায় ইসরায়েলের নাম নিয়ে সাংবাদিকদের বলেন, “এভিন কারাগারে সামরিক কোনো স্থাপনা নয়। সেখানে হামলার লক্ষ্য করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।”

ইরানের এভিন কারাগার। ছবি: রয়টার্স

বিবিসি লিখেছে, এভিনে হাজারো বন্দি রয়েছে। রাজনৈতিক, মানবাধিকারকর্মী ও সাংবাদিকরাও রয়েছেন। রাষ্ট্রীয় টিভিতে ইরানের বিচারবিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরের ভাষ্য অনুযায়ী হামলায় সেখানে একজনের প্রাণ গেছে।

24 Jun 2025, 05:49 PM

ইরান-ইসরায়েলকে শান্ত হতে হবে: ট্রাম্প

নেটো সম্মেলনে যাওয়ার আগে ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েল উভয় দেশই তার ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

“আমি নিশ্চিত না, তারা এটা ইচ্ছাকৃতভাবে করেছে কি না। ইসরায়েলের আজ সকালের হামলা আমার মোটেও পছন্দ নয়। আমি এটা বন্ধ করার চেষ্টা করব।”

ইরানকে নিয়েও খুশি নন জানিয়ে তিনি বলেন, ইরান আর কখনও তার পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে না।

“যুদ্ধবিরতির সময়সীমা শুরু হওয়ার পর একটিমাত্র রকেট ছোঁড়া হয়েছিল এবং এখন ইসরায়েল পাল্টা হামলা চালাচ্ছে। এদের শান্ত হতে হবে।”

তিনি বলেন, “গতকাল আমি যা দেখেছি, তাতে অনেক কিছুই আমার ভালো লাগেনি।

“চুক্তি হওয়ার পরপরই ইসরায়েল হামলা চালিয়েছে, সেটা আমার একদমই ভালো লাগেনি। তাদের এমনটা করার কোনো দরকারই ছিল না।”

ট্রাম্প বলেন, “আসলে, এই দুই দেশ এতদিন ধরে, এত তীব্রভাবে যুদ্ধ করেছে যে এখন নিজেরাই জানে না ‘ওরা আসলে কী করছে’।"

সূত্র: বিবিসি

24 Jun 2025, 05:27 PM

ইসরায়েলকে হামলা না চালাতে সতর্কতা ট্রাম্পের

ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে যাতে হামলা না চালায়, সেজন্য দেশটিকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তিনি ট্রুথ সোশালে লিখেছেন, “ইসরায়েল, ওই বোমা ফেলো না। যদি ফেলো, সেটি হবে একটি গুরুতর লঙ্ঘন। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!”

এই সতর্কবার্তা এসেছে ইরান ও ইসরায়েলের মধ্যে ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই। ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানিয়েছিল। আর ইরান বলেছিল, ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও থামবে।

তবে এরপর ইসরায়েল জানায়, তারা ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে। যদিও ইরান নতুন করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: বিবিসি

আরও পড়ুন

'বোমা ফেলবেন না': ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

24 Jun 2025, 05:15 PM

ইসরায়েলি হামলায় ৬০৬ ইরানি নিহত: স্বাস্থ্যমন্ত্রী

ইরানের স্বাস্থ্যমন্ত্রীর বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৩ জুন থেকে ইসরায়েলি হামলায় তার দেশে ৬০৬ জন নিহত হয়েছে।

মন্ত্রী মোহাম্মদ রেজা জাফরগানি বলেছেন, হামলায় আহত পাঁচ হাজারের বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন।

তিনি এও বলেছেন, গত একদিনে ইরান সবচেয়ে ভয়াবহ হামলা দেখেছে, যাতে ১০৭ জন প্রাণ হারিয়েছেন।

সূত্র: বিবিসি

24 Jun 2025, 03:23 PM

ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার ইরানের

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর ইরান চিফ অব স্টাফ আবদুলরহিম মৌসভি স্পষ্টভাবে জানিয়েছেন, তারা গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছিল, যুদ্ধবিরতির পর ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানোর খবর সঠিক নয়।

সূত্র: বিবিসি

24 Jun 2025, 03:23 PM

ইরানকে শক্ত জবাব দেব: ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ এয়াল জামির সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের যুদ্ধবিরতি ‘লঙ্ঘনের’ জবাব তারা ‘শক্ত হাতে’ দেবেন।

“ইরানি শাসকগোষ্ঠী যুদ্ধবিরতি চরমভাবে লঙ্ঘন করেছে, আমরা শক্ত হাতে জবাব দেব।”

ইসরায়েল দাবি করছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। যদিও ইরানি মিডিয়ায় যুদ্ধবিরতির পর ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা অস্বীকার করা হয়েছে।

সূত্র: বিবিসি

24 Jun 2025, 02:56 PM

ফের আগ্রাসন চালালে জবাব দেওয়া হবে: ইরান

ইসরায়েল ও তার ‘সন্ত্রাসী সমর্থকদের’ বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার’ অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

সতর্ক করে দিয়ে এ কাউন্সিল বলেছে, “যেকোনো নতুন আগ্রাসনের দৃঢ়, কঠোর ও সময়োচিত জবাব দেবে ইরান।"

ইরানি জনগণের ‘সচেতনতা, সহনশীলতা ও ঐক্যের’ প্রশংসা করে কাউন্সিল বলেছে,  ইরানিদের ‘অটল সংকল্প, কৌশলগত ধৈর্য এবং অপমান বা একপাক্ষিক আপস গ্রহণ না করার’ ফল হচ্ছে     ‘শত্রুর পরাজয়’।

বিবৃতিতে ইরান ও তার বাহিনীকে আক্রমণের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রশংসা করা হয়েছে।

সূত্র: বিবিসি

24 Jun 2025, 02:17 PM

তেহরানে তীব্র হামলার নির্দেশ ইসরায়েলের

যুদ্ধবিরতি ‘লঙ্ঘনের’ অভিযোগ তুলে তেহরানের কেন্দ্রে ইরানি শাসন ব্যবস্থার লক্ষ্যবস্তুতে তীব্র ও জোরালো হামলা চালাতে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নির্দেশ দিয়েছেন বলে খবর বেরিয়েছে।

এই ঘোষণা এমন সময় দেওয়া হয়েছে, যখন ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে- এখন আশ্রয় থেকে বের হওয়া নিরাপদ।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যেগুলো সফলভাবে ঠেকিয়েছে ইসরায়েল।

ইরানের ক্ষেপণাস্ত্র ‘হামলার’ প্রতিক্রিয়ায় ইসরায়েলের ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিক হুঁশিয়ার উচ্চারণ করেছেন।

তিনি হিব্রু ভাষায় এক্স পোস্টে বলেছেন, “তেহরান কেঁপে উঠবে।”

যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেখান থেকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি।

সূত্র: আল জাজিরা, বিবিসি
 

24 Jun 2025, 02:06 PM

ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র ‘সম্ভবত’ ঠেকিয়েছে ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে যখন সম্মত হওয়ার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার পরপরই ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ায় সাইরেন বাজানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

পরে দ্য টাইমস অব ইসরায়েল এবং ওয়াইনেট নিউজ জানিয়েছে, ইরান সবশেষ হামলায় একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা সম্ভবত ঠেকিয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

24 Jun 2025, 01:46 PM

রাতভর হামলার পর ইরান এখন শান্ত

তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলের সবচেয়ে তীব্র হামলার একটি ধাপ ছিল গেল রাত।

রাজধানী তেহরান ও উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশসহ দেশজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে স্থানীয় সময় ভোর ৪টা থেকে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এরপর আর নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।

ওই সময়কে ঠিক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স পোস্টে বলেছিলেন, যদি ইসরায়েল এই সময়ের মধ্যে হামলা বন্ধ করে, তাহলে ইরানও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করবে।

ইরানি কর্তৃপক্ষ এখনও হতাহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশে অনিচ্ছুক, তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মোট হতাহতের সংখ্যা প্রায় পাঁচশ।

হতাহতদের একটি বড় অংশ সাধারণ বেসামরিক নাগরিক, তবে কতজন তা এখনও স্পষ্ট নয়। কারণ ইরান নিহত সবাইকে ‘শহীদ’ হিসেবে ঘোষণা করে, তারা সামরিক কর্মী হোক বা না হোক।

সূত্র: বিবিসি

24 Jun 2025, 01:34 PM

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ৬

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে ছয়জনকে আটক করা হয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের স্থানীয় কর্মকর্তা আলী আকবর কারিমপুর বলেন, হামেদান, রাজান ও নাহাভান্দ শহরে এই ‘বিশ্বাসঘাতকগুলোকে’ আটক করা হয়েছে।

তিনি বলেন, অনলাইনে ‘লক্ষ্যভিত্তিক কর্মকাণ্ডের’ মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, সরকারের ভাবমূর্তি নষ্ট করা এবং শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবিশ্বাস ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

যুদ্ধ শুরু হওয়ার পর ইরান ডজনখানেক ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছে এবং কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

সূত্র: আল জাজিরা

24 Jun 2025, 01:19 PM

ইরানে ৯ জন নিহত, আহত ৩৩

উত্তর ইরানে এক হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং ৪টি বাড়ি ধ্বংস হয়েছে।

গিলান প্রদেশের গভর্নর অফিস জানিয়েছে, আস্তানেহ-ই আশরাফিয়েহ শহরে এ ‘সন্ত্রাসী’ হামলায় ৩৩ জন আহত হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলার পেছনে ইসরায়েল জড়িত।

গিলানের ডেপুটি গভর্নর বলেছেন, নিহত ও আহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশু।

কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকি নিহতদের মধ্যে রয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীও গেল রাতের একটি হামলায় একজন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার কথা জানিয়েছে।

সূত্র: বিবিসি
 

24 Jun 2025, 12:52 PM

ইরানের বিরুদ্ধে অভিযানের ‘সব লক্ষ্য’ অর্জন হয়েছে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ও মোসাদ প্রধানকে নিয়ে সোমবার রাতে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, “ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের সব লক্ষ্য এবং তার চেয়ে বেশি অর্জন করেছে।”

বিবৃতিতে দাবি করা হয়েছে, পরমাণু ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র- উভয় ক্ষেত্রের তাৎক্ষণিক হুমকি দূর করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে, ইরানের সামরিক নেতৃত্বের গুরুতর ক্ষতি করেছে এবং ইরান সরকারের অসংখ্য কেন্দ্রীয় লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানের লক্ষ্যগুলো অর্জনের পরিপ্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে ইসরায়েল জোরালো প্রতিক্রিয়া দেখাবে বলে বিবৃতিতে বলা হয়।

সূত্র: আল জাজিরা
 

24 Jun 2025, 12:27 PM

যুদ্ধবিরতির প্রস্তাবে সায় নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এদিনই আনুষ্ঠানিক বক্তব্য দেবেন।

সূত্র: আল জাজিরা

24 Jun 2025, 12:08 PM

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ধ্বংসের দাবি ইসরায়েলের

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের জঙ্গিবিমান পশ্চিম ইরানে অবস্থিত একাধিক ক্ষেপণাস্ত্র লঞ্চারে হামলা চালিয়েছে, যেগুলো ইসরায়েলের দিকে নিক্ষেপের জন্য প্রস্তুত অবস্থায় ছিল।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি ইরানি লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

সূত্র: আল জাজিরা

24 Jun 2025, 11:54 AM

যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা কাটেনি

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে ১২ দিনের তীব্র সংঘাত থেকে পিছু হটার সুযোগ তৈরি হয়েছে উভয়পক্ষের। তবে মাঠপর্যায়ের পরিস্থিতি এখনও অস্থির।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সবশেষ সোশাল মিডিয়া পোস্ট অনুযায়ী, তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতিতে সম্মতি দেয়নি। তার মানে ইরানের তরফে এখনও কোনো স্পষ্ট চুক্তির ঘোষণা আসেনি। ফলে এখনও নিশ্চিত ঘোষণা বা নিশ্চয়তার অপেক্ষায় রয়েছে সংবাদমাধ্যম।

গত কয়েক ঘণ্টায় তেহরানে নতুন কোনো ইসরায়েলি হামলার খবর পাওয়া যায়নি, যা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির বাস্তবায়নের ইঙ্গিত হতে পারে।

তবে ইরান সতর্ক করে দিয়েছে, যদি দেশের ওপর আবার কোনো ধরনের হামলা চালানো হয়, তাহলে তারা তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেবে।

সূত্র: আল জাজিরা
 

24 Jun 2025, 11:42 AM

তিন ঘণ্টা পর আকাশসীমা খুলল ইসরায়েল

ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার কারণে বন্ধ করে দেওয়া দেশের আকাশসীমা জরুরি ফ্লাইটের জন্য এখন খুলে দেওয়া হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তে ইরানি হামলায় ইসরায়েলের বিরসেবায় ৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা
 

24 Jun 2025, 11:22 AM

যুদ্ধবিরতি এখন কার্যকর: ট্রাম্প

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশাল পোস্টে তিনি লিখেছেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর”।

তিনি এও বলেছেন, “দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না!”

তবে ইরান বা ইসরায়েল কেউই এখনো আনুষ্ঠানিকভাবে ট্রাম্প ঘোষিত এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেনি। চলমান সংঘাত ইরানে কয়েকশ মানুষ এবং ইসরায়েলে দুই ডজনের বেশি মানুষের প্রাণ নিয়েছে।

ট্রাম্প এর আগে বলেছিলেন, যুদ্ধবিরতি হবে ২৪ ঘণ্টার একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়ায়, যা মঙ্গলবার জিএমটি ০৪:০০ টায় শুরু হবে। প্রথমে একতরফাভাবে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করবে ইরান, আর ইসরায়েল ১২ ঘণ্টা পরে সেই পথ অনুসরণ করবে।

সূত্র: আল জাজিরা

24 Jun 2025, 11:14 AM

ইরানের সবশেষ হামলায় ইসরায়েলে মৃত বেড়ে ৪

ইসরায়েলের চ্যানেল ফোরটিন জানিয়েছে, দেশটির বিরসেবায় ইরানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। 

ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মকর্তার বরাতে সংবামদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির দক্ষিণাঞ্চলীয় জেলার মুখপাত্র লিনয় রেশেফ বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনে এখনো কয়েকজন আটকে রয়েছেন।

এ হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি

আরও পড়ুন

ট্রাম্পের ‘অস্ত্রবিরতি’ ঘোষণার পর ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

24 Jun 2025, 11:05 AM

যুদ্ধবিরতি ‘শুরু’, সময় ও শর্ত নিয়ে রয়েছে ধোঁয়াশা, বলছে সংবাদমাধ্যম

ইরান ও ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দুইদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময় ও শর্ত নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সময় বলেছিলেন, তার ওই বার্তার ছয় ঘণ্টা পর থেকে যুদ্ধবিরতি শুরু হবে। 

সে হিসাবে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টার কাছাকাছি সময়ে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা পেরোনোর পরপরই ইরান ও ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো ‘যুদ্ধবিরতি শুরু’—এই শিরোনামে খবর প্রচার করতে শুরু করে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়, “ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।”

আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, যুদ্ধবিরতি ‘বাস্তবায়নের পর্যায়’ শুরু হয়েছে। 

ইসরায়েলের চ্যানেল ১২ এবং ওয়াইনেট সংবাদমাধ্যমও ‘যুদ্ধবিরতি কার্যকর’ হওয়ার খবর দেয়। 

এর আগেই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, যুদ্ধবিরতি ‘শত্রুর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’ তবে সেখানেও নির্দিষ্ট করে কোনো সময়ের কথা বলা হয়নি।  

অন্যদিকে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

সূত্র: সিএনএন

24 Jun 2025, 10:50 AM

যুক্তরাষ্ট্রের জন্য ‘আসল চ্যালেঞ্জ’ অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ইরান অবশ্য রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে, তারা এই চুক্তি মেনে নিয়েছে।

কিন্তু ট্রাম্পের জন্য সবচেয়ে কঠিন অংশ শুরু হবে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যাতে না পৌঁছায়, তা নিশ্চিত করার চেষ্টা করবে তারা। 

হোয়াইট হাউজ দাবি করেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে সেটি আদৌ সত্য কি না, তা বুঝতে পর্যবেক্ষকদের মাঠপর্যায়ে ঢুকতে দিতে হবে। 

আরও কিছু প্রশ্ন থেকে যাবে। যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরান কি পারমাণবিক কেন্দ্রগুলো থেকে যন্ত্রপাতি ও ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল? এমন গোপন কোনো কেন্দ্র কি রয়েছে, যেগুলো এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি?

এখন ইরানের সঙ্গে এমন একটি কূটনৈতিক চুক্তিতে আসতে হবে যুক্তরাষ্ট্রকে, যার মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচির স্থায়ী অবসান নিশ্চিত করা যাবে। 

যুক্তরাষ্ট্র এর আগেও এমন একটি চুক্তি ইরানের সঙ্গে করেছিল, যা চূড়ান্ত করতে দুই বছরের বেশি সময় লেগেছিল। পরে প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তি থেকে সরে যান।

২০১৮ সালে ট্রাম্প ‘জেসিপিওএ’ নামের ওই চুক্তিটি ছিঁড়ে ফেলে বলেছিলেন, এটি ত্রুটিপূর্ণ এবং এটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতে পারবে না।

সূত্র: বিবিসি

24 Jun 2025, 10:20 AM

ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে একটি পূর্ণ যুদ্ধবিরতি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।

তার সোমবারের এ ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দুই শত্রু দেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধ সম্ভবত শেষ হতে যাচ্ছে। এমনটি হলে ওই অঞ্চলজুড়ে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা আপাতত দূর হবে।

কিন্তু ট্রাম্প ওই ঘোষণা দিলেও ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেনি বলে জানিয়েছে রয়টার্স।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “যেমনটি হওয়া উচিত সবকিছু তেমনটিই হচ্ছে বলে ধরে নিচ্ছি, যা হবে, যা বলা যায়, ’১২ দিনের যুদ্ধ’ বন্ধ করার জন্য মনোবল, সাহস ও বুদ্ধিমত্তা থাকার জন্য, ইসরায়েল ও ইরান, উভয় দেশকে আমি অভিনন্দন জানাতে চাই।”

আরও পড়ুন

যুদ্ধ শেষ করতে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েলট্রাম্প

24 Jun 2025, 10:09 AM

দক্ষিণ ইসরায়েলে তিনজন নিহত

ইরানের হামলায় দক্ষিণ ইসরায়েলে তিনজন নিহত হয়েছে।

ঘটনার বর্ণনায় ইসরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম বলেছে, “আমরা দেখেছি ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠছে এবং যখন আমরা কাছাকাছি পৌঁছাই, তখন দেখি- কয়েকটি ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

“একটি ভবনের বাইরে ফটকের সামনে একজন অচেতন ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। ভেতরে তল্লাশি করতে গিয়ে এক পুরুষ ও এক নারীকে অচেতন অবস্থায় পাই।”

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক্স পোস্টে বলেছে, বর্তমানে ইসরায়েলিরা আবারও আশ্রয়কেন্দ্রে দৌড়াচ্ছেন, কারণ ইরান থেকে আরকেটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এই নিয়ে এক ঘণ্টায় ইসরায়েলিরা তিনবার আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

সূত্র: বিবিসি

24 Jun 2025, 09:41 AM

সোমবার যা যা ঘটেছে

  • যুক্তরাষ্ট্রের হামলার বদলা নিতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কাতারে আল উদেইদ ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, যেটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি। 

  • এ  ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার পরপরই এর তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এক্স পোস্টে লিখেছেন, “এ হামলাকে আমরা কাতার রাষ্ট্রের সার্বভৌমত্ব, আকাশসীমা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি স্পষ্ট লঙ্ঘন বলে ধরে নিচ্ছি।” তার দাবি, কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এ হামলা ঠেকিয়েছি, ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে। হামলার আগেই ওই ঘাটি থেকে সবাইকে সরিয়ে নিয়েছে।
  • কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান বলেছে, এই হামলা কোনওভাবেই কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়। হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ঘাঁটি।

ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ সোমবার এক বিবৃতিতে বলেছে, ইরান হামলা চালিয়ে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি চুরমার করে দিয়েছে। এই হামলা কাতার কিংবা দেশটির জনগণের জন্য কোনওভাবেই বিপজ্জনক নয়।

আক্রমণের পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, হোয়াইট হাউস ও তাদের মিত্রদের প্রতি ইরানের বার্তা ‘সুস্পষ্ট’।

“ইরানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার উপর কোনো আক্রমণকে ‘খামোখা ছেড়ে দেওয়া হবে না’।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক এক্স পোস্টে বলেছেন, ইরান কারো কোনো ক্ষতি করেনি এবং কোনো পরিস্থিতিতেই তারা কারও আগ্রাসন মেনে নেবে না।

তিনি বলেন, "ইরান কারও আগ্রাসনের কাছে মাথা নত করবে না, এটাই ইরানি জাতির যুক্তি।"

  • ইরানের হামলায় আল উদেইদ বিমান ঘাঁটির কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা এক কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, ওই হামলা যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হননি। প্রতিরক্ষা কর্মকর্তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন।
  • কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের চালানো হামলার কঠোর সমালোচনা করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সম্পর্কের নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
  • কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বেড়ে যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইরাক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘাতের এই বৃদ্ধির ব্যাপারেই ইরাক দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে। এটি সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
  • ইরানের এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ চার্টারের সুষ্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছে সংযুক্ত আরব আমিরাত। এক বিবৃতিতে আরব আমিরাত বলেছে, কাতারের নিরাপত্তার জন্য হুমকি ও এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে এমন যেকোনো আক্রমণকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে আর আমিরাত।
  • চলমান উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ  এক্স পোস্টে বলেছেন, “নৈরাজ্যের চক্র’ বন্ধ করে আবারও কূটনীতির পথে ফিরে যাওয়া জরুরি।” তার এই মন্তব্যের আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো ফ্রান্স টু টেলিভিশনকে বলেন, ক্ষেপণাস্ত্র হামলাগুলোতে যদিও কোনো প্রাণহানি হয়নি, তবুও এটি একটি ‘বিপজ্জনক উত্তেজনাকর পরিস্থিতি’ সৃষ্টি করেছে। তিনি সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান।
  • ইসরায়েল তার ইরানবিরোধী সামরিক অভিযান শিগগিরই শেষ করতে চায় এবং সে বার্তা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির তিনজন শীর্ষ কর্মকর্তা। তবে সবকিছু নির্ভর করছে তাদের প্রতিপক্ষ ইরানের পরবর্তী পদক্ষেপের ওপর। আরও দুই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি নেতারা এখন এমন একটি নির্ভরযোগ্য ‘এগজিট স্ট্র্যাটেজি’ নিয়ে কাজ করছেন, যার মাধ্যমে অভিযান শেষ করা যাবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও থেমে যাবে—ফলে পাল্টা-পাল্টি হামলার চক্রে পঙ্গু হয়ে পড়ার ঝুঁকি কমবে।

24 Jun 2025, 09:24 AM

দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনের সঙ্গে ঢাকার সব ফ্লাইট বন্ধ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার রাতে এক বার্তায় বলেছে, চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। 

“সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে আগমন ও বহির্গমনকারী সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে।

“এই পরিস্থিতিতে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময়সূচি পুনঃনির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।”

24 Jun 2025, 09:01 AM

‘ইসরায়েল থামলে ইরানও থামবে’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স পোস্টে বলেছেন, যদি ইসরায়েল এখনই তাদের ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করে, তাহলে ইরানের ‘এরপর আর প্রতিক্রিয়া দেখিয়ে যাওয়ার ইচ্ছে নেই।”

আরাগচি বলেছেন, ইসরায়েলকে স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ করতে হবে, যা ইতোমধ্যে পার হয়ে গেছে।

“ইরান বারবার স্পষ্টত জানিয়ে এসেছে- যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, ইরান নয়।”

কোনো যুদ্ধবিরতি বা সামরিক কার্যক্রম বন্ধের বিষয়ে এখনো কোনো ‘চুক্তি’ হয়নি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসরায়েল যদি ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আমাদের প্রতিক্রিয়া চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছে রাখি না।

“আমাদের সামরিক কার্যক্রম বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।”

সূত্র: বিবিসি

24 Jun 2025, 08:59 AM

লাইভ শুরু!

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে আমাদের লাইভ ব্লগে স্বাগত! সঙ্গে আছি জাহিদুল কবির রোকন রাকিব

আগের লাইভ:

ইরান-ইসরায়েল 'পুরোপুরিযুদ্ধবিরতিতে সম্মতট্রাম্প