Published : 29 May 2025, 01:53 PM
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী তাদের একটি টহল বিমান বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।
বিমানটিতে ৪ আরোহী ছিলেন, তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় পোহাং শহরে একটি সামরিক ঘাঁটির কাছে স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে ওই সামুদ্রিক টহল বিমানটি বিধ্বস্ত হয়, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী তাদের বিবৃতিতে এমনটা বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দুর্ঘটনার কারণ ও হতাহতের সংখ্যা জানার চেষ্টা চলছে, বিবৃতিতে বলেছে তারা।
এর আগে বার্তা সংস্থা ইয়োনহাপ কর্তৃপক্ষকে উদ্ধৃত করে পূর্ব উপকূলের পাহাড়ে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানায়।
বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে, সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে, বেসামরিক এক প্রত্যক্ষদর্শী ইয়োনহাপকে এমনটাই বলেছেন।