Published : 17 May 2025, 05:15 PM
ভারতের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানকারী তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান সেলেবি তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ভারতের কেন্দ্রীয় সরকার ‘জাতীয় নিরাপত্তার অস্পষ্ট’ উদ্বেগের কথা উল্লেখ করে কোনও নির্দিষ্ট কারণ না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানায়, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের কোম্পানিটির নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে। এই আদেশ তাৎক্ষিণকভাবে কার্যকর হবে বলেও জানায় মন্ত্রণালয়।
শুক্রবার (১৬ মে) দায়ের করা মামলার নথিতে সেলেবি বলেছে, ভারত সরকারের এই সিদ্ধান্তে কোম্পানির ৩,৭৯১ কর্মীর চাকরি ঝুঁকিতে পড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা কমবে।
নথিতে আরও বলা হয়, “জাতীয় নিরাপত্তার মতো বিষয় নিয়ে কেবলমাত্র সাধারণ বক্তৃতা দিয়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ আইনগতভাবে টিকিয়ে রাখা যায় না।”
সেলেবির দাবি, নিরাপত্তা ছাড়পত্র বাতিলের আদেশে শুধুমাত্র ‘জাতীয় নিরাপত্তার অস্পষ্ট’ উল্লেখ করা হয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট বা স্পষ্ট কারণ জানানো হয়নি।
তবে, ভারত সরকার তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। সোমবার মামলাটির শুনানির হতে পারে।
ভারতের নয়টি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সিংহভাগ কাজই করে সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
দিল্লি বিমানবন্দরেও তুরস্কভিত্তিক এই প্রতিষ্ঠানের যোগ রয়েছে। সেলেবি এভিয়েশনের সেলেবি দিল্লি কারগো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া নামের কোম্পানি দিল্লি বিমানবন্দরে কর্গো সেবা দিয়ে আসছে।
ভারতের বেসামরিক বিমান পরিবহন বিষয়ক প্রতিমন্ত্রী মুরলিধর মহল বলেন, “তুরস্কভিত্তিক সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দেশের কয়েকটি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছে। তুরস্ক খোলাখুলিভাবেই পাকিস্তানকে সমর্থন দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে এটি জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সেলেবিকে নিষিদ্ধ (ছাড়পত্র প্রত্যাহার) করা হয়েছে।”