Published : 05 Jun 2025, 02:12 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক কিংবা শিক্ষা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে চাওয়া বিদেশি শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি ছয় মাসের জন্য স্থগিত করেছেন।
বুধবার এক নির্বাহী আদেশে তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তার’ স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের পড়ার অনুমতি দেওয়া যুক্তরাষ্ট্রের ‘স্বার্থের জন্য ক্ষতিকর’।
রয়টার্স জানায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপকে ‘প্রতিশোধমূলক’ বলে অভিহিত করেছে এবং তারা তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশে থাকারও প্রতিশ্রুতি জানিয়েছে।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাসম্পন্ন এই শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক বিষয়ে বিরোধ চলছে। এপ্রিল মাসে হোয়াইট হাউজের বেশ কয়েকটি দাবিতে হার্ভার্ড সাড়া না দেওযার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
এর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের নিষিদ্ধ করেছিল। কিন্তু গত সপ্তাহে দেশটির এক বিচারক ডিএইচএসের সে সিদ্ধান্ত আটকে দেন। এর ঠিক পরই এল প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন ঘোষণাটি।
প্রেসিডেন্টের ঘোষণায় বলা হয়, হার্ভার্ড বাইরের দেশগুলোর সঙ্গে ‘বিস্তৃত জটিল সম্পর্ক গড়ে তুলেছে’ এবং ‘শিক্ষার্থী ও অনুষদগুলোর অধিকার উপেক্ষা করছে’। এ কারণে শুধুমাত্র হার্ভার্ডে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে আসতে চাওয়া বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা প্রয়োজন বলেই মনে করেন ট্রাম্প।
শুধু ভর্তিচ্ছু নয়, এই আদেশের আওতায় শিক্ষা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে আসা শিক্ষার্থীদের ভিসাও স্থগিত করা হয়েছে এবং পাশাপাশি, যারা বর্তমানে হার্ভার্ডে পড়ছেন, তাদের বিদ্যমান ভিসা বাতিলের বিষয়টিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিবেচনায় নিতে বলা হয়েছে।
রয়টার্স লিখেছে, এই স্থগিতাদেশ ছয় মাসের পর বাড়ানোও হতে পারে।
হোয়াইট হাউজ জানিয়েছে, হার্ভার্ড ‘বিদেশি শিক্ষার্থীদের বেআইনি বা বিপজ্জনক কর্মকাণ্ডের’ পর্যাপ্ত তথ্য ডিএইচএসের কাছে সরবরাহ করতে ব্যর্থ হয়েছে এবং মাত্র তিনজনের তথ্য দিয়েছে, যা ‘অসম্পূর্ণ’।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে ফেডারেল তহবিল স্থগিত করে ট্রাম্প প্রশাসন আর অভিযোগ তোলে যে তারা ইহুদি বিদ্বেষ ঠেকাতে ব্যর্থ হচ্ছে।
গত মাসে ডিএইচএসের সচিব ক্রিস্টি নোম হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভর্তি অনুমোদন বাতিল করেন, যদিও আদালত পরে তা আটকে দেয়। আরেকজন বিচারক সেই সিদ্ধান্তে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন বলেও জানিয়েছেন।
তবে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ ফের হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত করে তুলল।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে হার্ভার্ডে প্রায় সাত হাজার বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থীর ২৭ শতাংশ বলে জানিয়েছে রয়টার্স।
গাজা যুদ্ধ নিয়ে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে সম্প্রতি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ধরপাকড় আরও তীব্র হয়েছে।
এর মধ্যে ইহুদি শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘনের অভিযোগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি বাতিলেরও হুমকি দিয়েছে হোয়াইট হাউজ।
আরও পড়ুন: