Published : 14 Jun 2025, 06:51 PM
ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে গুলিতে এক অস্ট্রেলীয় নাগরিক নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার মধ্যরাতের পর পর্যটন দ্বীপটির দক্ষিণাংশের বাদুং রিজেন্সির একটি ভিলায় গুলির এই ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র আরিয়াস্যান্দি জানিয়েছেন, এই ঘটনায় জড়িত ছিলেন এমন সন্দেহে পুলিশ দুই ব্যক্তির খোঁজে অভিযান শুরু করেছে।
তিনি জানান, নিহত ব্যক্তির নাম জিভান রাদমানোভিচ (৩২) । তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের বাসিন্দা ছিলেন।
আর আহত ব্যক্তির নাম সানার জি (৩৫) । গুরুতর আহত সানারকে স্থানীয় একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সানারের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে পারেনি রয়টার্স।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে,ঘটনার পরপরই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যান। তাদের ইংরেজি কথা বলতে শোনা গেছে। তাদের উচ্চারণে অস্ট্রেলীয় টান ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তারা মুখোশ পরে ওই ভিলাটিতে ঢুকেছিলেন। এরপর গুলিবর্ষণ করে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, কী উদ্দেশ্যে এ দু’জনকে লক্ষ্য করে গুলি করা হয়েছে তা এখনও নির্ধারণ করতে পারেননি তারা।
ঘটনার পর পুলিশ ওই ভিলাটি সিল করে দিয়েছে এবং আলামত সংগ্রহ করছে। তারা প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছেন।