Published : 03 Jun 2025, 02:21 PM
মিয়ানমারের জান্তা জানিয়েছে, তারা ভূমিকম্প পরবর্তী ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তায় সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ জুনের শেষ দিন পর্যন্ত বাড়িয়েছে।
মার্চের শেষদিকে দেশটিতে হওয়া ভয়াবহ এক ভূমিকম্পে প্রায় চার হাজার লোক নিহত এবং বেশকিছু এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
২৮ মার্চের ওই ভূমিকম্পের পর ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তায় জান্তা এপ্রিলের শুরুর দিকে প্রথম যুদ্ধবিরতি ঘোষণা করে, তার আগে জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও যুদ্ধবিরতিতে যাওয়ার কথা জানায়।
বিরোধী ওই গোষ্ঠীগুলো তাদের যুদ্ধবিরতির মেয়াদও জুনের শেষ পর্যন্ত বাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুদ্ধবিরতি সত্ত্বেও মিয়ানমারের অনেক এলাকায় জান্তা বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে বলে বিরোধীরা এর আগে অভিযোগ করেছিল।
সেনাবাহিনীও বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে।
যুদ্ধবিরতির 'মেয়াদ বাড়াতে প্রস্তুত' মিয়ানমারের জান্তা, বিরোধীরা
মিয়ানমারে ভূমিকম্প-পরবর্তী যুদ্ধবিরতির মধ্যেও চলছে লড়াই
মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু ৩০০০ ছাড়াল, যুদ্ধবিরতি ঘোষণা করল জান্তাও