Published : 18 May 2025, 04:11 PM
ফিনল্যান্ডের দক্ষিণপশ্চিমাঞ্চলে এউরা বিমানবন্দরের কাছে একটি বন এলাকায় দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুরের একটু পর কাউত্তুয়া শহরের কাছে মাঝ আকাশে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ধ্বংসাবশেষ ওহিকুলকুতিয়ে সড়ক থেকে প্রায় ৭০০ মিটার দূরে পড়ে।
দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন গোয়েন্দা প্রধান ইয়োহান্নেস সিরিলা বলেছেন, “শনিবার এউরা বিমানবন্দরের কাছে এক হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন।”
ফ্লাইট পরিকল্পনার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, একটি হেলিকপ্টারে দুইজন ও অপরটিতে তিনজন আরোহী ছিলেন। উভয় হেলিকপ্টার ফিনল্যান্ডের বাইরে নিবন্ধিত।
ফিনল্যান্ডের হেলসিনগিন সানোমাত সংবাদপত্র জানিয়েছে, একটি হেলিকপ্টার এস্তোনিয়ায় ও অপরটি অস্ট্রিয়ায় নিবন্ধিত ছিল। দু’টি হেলিকপ্টারই ছিল এস্তোনিয়ার দু’টি কোম্পানির মালিকানাধীন। হেলিকপ্টার দু’টি একটি শখের বিমান চালানা ইভেন্টে দিকে যাচ্ছিল।
ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে একটি যৌথ তদন্ত শুরু করেছে। ফিনল্যান্ড ও এস্তোনিয়ার কর্তৃপক্ষ তাদের সহযোগিতা করছে।