Published : 15 Jun 2025, 12:47 AM
ফিলিস্তিনি ছিটমহল গাজাজুড়ে ইসরায়েলি বাহিনী গুলি ও বিমান হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রতিষ্ঠিত গাজা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশন (জিএইএফ) এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে, জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
হতাহতদের অধিকাংশকেই গাজার মধ্যাঞ্চলের আল-আওদা ও আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। এই হাসপাতাল দু’টির চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, নেটজেরিম করিডরের নিকটবর্তী জিএইচএফের ত্রাণ বিতরণ কেন্দ্রের দিকে এগোনোর চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হন।
তারা জানান, আর বাকিরা গাজা ভূখণ্ডের বিভিন্ন অংশে পৃথক হামলার ঘটনায় নিহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, শনিবারের এসব ঘটনার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী বা জিএইচএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
মে মাসের শেষ দিকে গাজার ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জিএইচএফ খাবারের প্যাকেজ বিতরণ শুরু করে। তারা ত্রাণ বিতরণে একটি নতুন মডেল অনুসরণ করতে শুরু করে যার সমালোচনা করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলছে, মার্কিন উদ্যোগের জিএইচএফ পক্ষপতশূন্য বা নিরপেক্ষ নয়।
শনিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় জিএইচএফ কার্যক্রম শুরু করার পর থেকে তাদের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে এ পর্যন্ত অন্তত ২৭৪ জন ফিলিস্তিনি নিহত ও দুই হাজারের বেশি আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ত্রাণ চুরি করছে বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল ‘অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে এবং ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোকে নিরপরাধ বেসামরিকদের নির্বিচার হত্যার ফাঁদ হিসেবে ব্যবহার করছে’ বলে পাল্টা অভিযোগ করেছে গাজার শাসক গোষ্ঠী হামাস।
শনিবার পরের দিকে গাজার আল শিফা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভূখণ্ডের উত্তরাঞ্চলের উপকূলীয় সড়ক ধরে আসা ত্রাণ ট্রাকের অপেক্ষায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর চালানো গুলিতে অন্তত ১২ জন নিহত হন।
এদের নিয়ে শনিবার গাজায় ইসরায়েলি বাহিনীর গুলি ও বিমান হামলায় নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা ৩৫ জনে দাঁড়ায়।
দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস ও নিকটবর্তী শহর আবাসান ও বানি সুহাইলার বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে পশ্চিম দিকে তথাকথিত ‘মানবিক জোনের’ দিকে চলে যেতে বলেছে। এর কারণ হিসেবে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা এই এলাকাগুলোতে ‘সন্ত্রাসী সংগঠনগুলোর’ বিরুদ্ধে জোরালো অভিযান চালাবে।
২০ মাস ধরে চলা গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে প্রায় ৫৫ হাজার নিহত হয়েছেন, প্রায় সব বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।