Published : 21 May 2025, 01:26 PM
যুক্তরাষ্ট্রের সেনেটর গ্যারি পিটার্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিবাসীদের আটকে রাখার জন্য গুয়ানতানামো নৌ ঘাঁটি ব্যবহার করছেন আর সেখানে প্রতি বন্দির পেছনে দৈনিক এক লাখ ডলার খরচ হচ্ছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার মার্কিন সেনেটের হোমল্যান্ড সিকিউরিটি এন্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে পিটার্স একথা জানিয়ে এটিকে সরকারি অর্থ অপচয়ের একটি ‘প্রধান উদাহরণ’ বলে বর্ণনা করেন।
যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডের অভিবাসী আটক কেন্দ্রগুলোতে বন্দিপ্রতি দৈনিক খরচ ১৬৫ ডলার।
রয়টার্স জানায়, এই কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য পিটার্স যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোমকে এই উচ্চ খরচের বিষয়ে জিজ্ঞেস করেন। তিনি আরও জিজ্ঞেস করেন, কেন আটক অভিবাসীদের কিউবার মার্কিন নৌঘাঁটিতে পাঠানো হয় তারপর আবার তাদের করদাতাদের খরচে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়।
হোয়াইট হাউজ অভিবাসীদের ব্যাপকভাবে বিতাড়িত করার ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে ইমিগ্রেইশন এনফোর্সমেন্টের তহবিল ব্যাপকভাবে বৃদ্ধির জন্য অনুরোধ জানিয়েছে। চলতি মাসে ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসকে ২০২৬ অর্থবছরে (১ অক্টোবর থেকে শুরু হবে) হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের জন্য অতিরিক্ত ৪৪০০ কোটি ডলার বরাদ্দের অনুরোধ জানিয়েছে।
এই অতিরিক্ত বরাদ্দের অনুরোধের পক্ষে কথা বলতেই নোম সেনেটের ওই কমিটির সামনে উপস্থিত হন। পিটার্সের প্রশ্নের উত্তরে তিনি জানান, গুয়ানতানামো বে-তে একজন অভিবাসীকে রাখতে দৈনিক কতো খরচ হয় তা তিনি জানেন না।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাগলিন এক বিবৃতিতে বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকানদের নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বর্তমানে গুয়ানতানামো বে-র মার্কিন নৌঘাঁটিতে প্রায় ৭০ জন অভিবাসী বন্দি আছেন।
মার্কিন মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ১০ জন অভিবাসীকে ওই নৌঘাঁটিতে পাঠানো আটকাতে মার্চে একটি মামলা করেছিল। মামলার বিবরণীতে তারা অভিযোগ করে বলেছে, গুয়ানতানামোতে অভিবাসীদের জানালাবিহীন ঘরে প্রতিদিন অন্তত ২৩ ঘণ্টা আটকে রাখা হয়, বন্দিদের ইচ্ছার বিরুদ্ধে অপ্রয়োজনীয়ভাবে নগ্ন করে শারীরিক তল্লাশি চালানো হয় আর বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। এসব পরিস্থিতিতে অনেক বন্দি আত্মহত্যার চেষ্টা করেন।