Published : 21 Oct 2024, 04:58 PM
ইন্দোনেশিয়ার নতুন নেতা প্রাবোও সুবিয়ান্তো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মন্ত্রিসভা ঘোষণা করেছেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ৭৩ বছর বয়সী এই নেতা রোববার দেশটির অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
ওই শপথ গ্রহণ অনুষ্ঠানেই প্রাবোও ৪৮ জন মন্ত্রী এবং ৫৮ জন উপমন্ত্রীর নাম ঘোষণা করেন। দেশটির সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট জোকো উইদোদোর মন্ত্রিসভায় ৩৪ জন মন্ত্রী এবং ৩০ জন উপমন্ত্রী ছিলেন। জোকোর মন্ত্রিসভার ১৭ জন মন্ত্রীকে প্রাবোওর মন্ত্রিসভায় ফের নিয়োগ দেওয়া হয়েছে।
এদের মধ্যে অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাবতী এবং বাণিজ্যমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তার্তো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। নতুন মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ গ্রহণ করেছেন।
কিছু পর্যবেক্ষকের বিশ্বাস, প্রাবোওর মন্ত্রিসভার গঠন তার পূর্বসূরি উইদোদোর প্রতি এক ‘রাজনৈতিক উপহার’। বলা হচ্ছে, উইদোদোর মৌন সমর্থন প্রাবোওর নির্বাচনী জয়ে বড় ধরনের প্রভাব রেখেছে।
প্রাবোওর শপথ গ্রহণের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট উইদোদোর প্রায় এক যুগের ক্ষমতার অবসান হলো।
প্রাবোওর ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন উইদোদোর বড় ছেলে জিবরান রাকাবুমিং রাকা।
এর আগে দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েও সফল হতে পারেননি প্রাবোও। তৃতীয়বার চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ৫৮ শতাংশের বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
রোববার উদ্বোধনী ভাষণে প্রাবোও দুর্নীতি ও দারিদ্র্য দূরীকরণের অঙ্গীকার করে তিনি ইন্দোনেশিয়ার ‘জনসাধারণের নেতা’ হতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রবিজ্ঞানী বুরহানউদ্দিন মুহতাদি রয়টার্সকে বলেন, “পুনঃনিয়োগ প্রমাণ করে প্রাবোও আর ঝুঁকি নিতে চান না। এ কারণেই তিনি জোকো উইদোদোর অধীনে কাজ করা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আবারও মন্ত্রীসভায় বসিয়েছেন।”
কিছু পর্যবেক্ষক এই মন্ত্রীসভা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই বিশাল মন্ত্রিসভা আদতে কার্যকর হবে কিনা সেটা নিয়ে সন্দিহান তারা।
পাবলিক পলিসি স্কলার লিনা মিফতাহুল জান্নাহ বিবিসি ইন্দোনেশিয়াকে বলেন, “একটি বর্ধিত মন্ত্রিসভা আমলাতন্ত্রকে দীর্ঘায়িত ও জটিল করে তুলতে পারে।”
বিবিসি জানিয়েছে, মধ্য জাভার একটি সামরিক একাডেমিতে তিন দিনের অবকাশ যাপনের পর নতুন সরকারের কার্যক্রম শুরু হবে।