Published : 16 Jun 2025, 11:00 PM
ইসরায়েল-ইরান সংঘাতের কারণে তেহরানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবে আটকা পড়েছিলেন ইরানি হাজিরা। এবার তারা আকাশ ও সড়কপথের এক যৌথ ভ্রমণ ব্যবস্থায় দলে দলে দেশে ফিরতে শুরু করেছেন।
সৌদি প্রেস এজেন্সি রোববার জানিয়েছে, ইরানি হাজিদের প্রথম দলটি এদিন সৌদি আরবের আরার বিমানবন্দরে পৌঁছেছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ইরানি হাজিদের নিরাপদে এবং সসম্মানে দেশে ফিরিয়ে দিতে কাজ করছে।
ইরানি হাজিদের দেশে ফিরতে সহায়তা করার পরিকল্পনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সামনে উপস্থাপন করেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
এরপর বাদশাহ সালমানের নির্দেশ দেন হাজিদের সবরকম সহায়তা নিশ্চিত করার। এই দায়িত্ব দেওয়া হয় হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে।
সেই নির্দেশনা মেনেই হাজিদের সার্বক্ষণিক সেবা ও সহায়তা নিশ্চিত করা হচ্ছে, যতক্ষণ না তারা নিরাপদে সৌদি আরব ছেড়ে নিজেদের পরিবারের কাছে ফিরে যান।
হাজিদের প্রথম দলটি আরার বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে তাদেরকে নিতে যান হজ ও ওমরাহ মন্ত্রণালয় ও অংশীদার বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
তাদের সমন্বিত উদ্যোগেই হাজিদেরকে সৌদি আরব ও ইরাকের মধ্যকার জাদিদাত আরার স্থলসীমান্ত ক্রসিং দিয়ে ইরানে পাঠানো হচ্ছে।
মন্ত্রণালয়ের যারা মাঠ পর্যায়ে আছেন তারা ইরানি পক্ষের সঙ্গে যৌথ পরিকল্পনার মাধ্যমে হাজিদেরকে হস্তান্তর করা এবং নির্বিঘ্নে তাদেরকে দেশে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন।
ইরানের সরকার পক্ষ থেকে আসা অনুরোধ মেনে ধাপে ধাপে হাজিদের ফেরত পাঠানোর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় রোববারই দেশের পথে রওনা হয়েছে ইরানি হাজিদের প্রথম দল।
ইরানি হাজিদের সৌদি আরব ছেড়ে যাওয়ার প্রক্রিয়া একটি পরিচালনা কক্ষ থেকে নিবিড়ভাবে নজরে রাখা হয়েছে, যাতে হাজিরা রওনা দেওয়ার সময় সব প্রয়োজনীয় সেবা ও সহায়তা নিশ্চিত করা যায়।