Published : 11 Mar 2025, 08:23 PM
রাশিয়া বলেছে, তাদের সেনারা মঙ্গলবার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনীয় বাহিনীকে পিছু হটানোর অভিযানে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। এতে গতবছর অগাস্ট থেকে রাশিয়ার এই অঞ্চলটির নিয়ন্ত্র আঁকড়ে থাকা ইউক্রেইনীয় সেনাদের তাড়ানোর রুশ বাহিনীর চেষ্টা গতি পেয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা কুরস্ক অঞ্চলের ১০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা এবং ১২টি বসতি পুনর্দখল করেছে। এতে গত কয়েকদিনে অঞ্চলটিতে ইউক্রেইনের সেনাদের অবস্থানের অবনতি হয়েছে।
মস্কোপন্থি এক সামরিক ব্লগার ইউরি পোদোলিয়াকা জানিয়েছেন, রুশ বাহিনী ইউক্রেইন সীমান্তের কাছে সুঝা শহরের উপকণ্ঠের নিয়ন্ত্রণ নিয়েছে এবং ইউক্রেইনের সেনারা নিজেদের অঞ্চলে পিছু হটে যাচ্ছে।
কুর্স্কে ইউক্রেইনের সেনারা দীর্ঘদিন ধরে লড়াই করে যে অবস্থান ধরে রেখেছিল, সেটি খোয়ালে তা হবে ইউক্রেইনের জন্য এক বড় ধাক্কা; তাও আবার বর্তমানের এই সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করার জন্য ইউক্রেইনকে চাপ দিচ্ছেন।
গত অগাস্টে ইউক্রেইনের সেনারা হঠাৎ করে কুরস্কে ঢুকে পড়ে বেশ কিছু এলাকা দখল করে নিয়েছিল। সেটি ছিল ১৯৪১ সালে নাৎসি জার্মানির পর রাশিয়ার মাটিতে প্রথম আগ্রাসন। এতে বিব্রতকর অবস্থায় পড়েন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সেনা কমান্ডাররা।
কিইভ কুরস্ক অঞ্চলকে ভবিষ্যতে তাদের দখল হয়ে যাওয়া কিছু অঞ্চল ফিরে পেতে দরকষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য এর দখল ধরে রাখতে মরিয়া ছিল।
সেখান থেকে ইউক্রেইনীয় সেনাদেরকে পিছু হটাতে শুরু করার রাশিয়ার দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। যুদ্ধক্ষেত্রের সর্বশেষ কোনও তথ্যও নিশ্চিত করে জানাতে পারেনি তারা।
ইউক্রেইনের শীর্ষ জেনারেল সোমবার কুরস্কে ইউক্রেইনীয় সেনাদের রুশ বাহিনীর হাতে ঘেরাও হওয়ার কোনও ঝুঁকি থাকার কথা অস্বীকার করেছেন।
জেনারেল ওলেকজান্দর সিরস্কি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে ইউক্রেইনের সেনারা সরে আসছে বলেও আভাস দেন তিনি।
সিরস্কি বলেন, ইউক্রেইনীয় ইউনিটগুলো প্রতিরক্ষার জন্য সুবিধাজনক অবস্থানে যাওয়ার জন্য সময়োচিত পদক্ষেপ নিচ্ছে।