Published : 13 Jun 2025, 12:17 AM
ভারতে গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন টাটা চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ। তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে টাটা গ্রুপ।
একইসঙ্গে উড়োজাহাজ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত মেডিকেল হোস্টেলটি পুনর্নির্মাণেও আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন চন্দ্রশেখরণ।
চন্দ্রশেখরণ বলেন, “যা ঘটেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা আপনজন হারিয়েছেন কিংবা আহত হয়েছেন, তাদের সবার জন্য আমরা প্রার্থনা করি।”
লন্ডনগামী উড়োজাহাজটি বৃহস্পতিবার সকালে গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পাঁচ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়।
এই দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, “আহমেদাবাদের দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি।”
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিহতদের প্রতি শোক প্রকাশ করে জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে গ্রিন করিডর তৈরি করা হয়েছে। উদ্ধারকাজ চলছে এবং যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।