Published : 10 Jun 2025, 04:13 PM
অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি হাই স্কুলে বেপরোয়া গুলির ঘটনায় বন্দুকধারীসহ ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে হাসপাতালে একজনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ড্রায়ার্স্যুটজেনগাসে হাই স্কুলে এ গুলির ঘটনা ঘটে। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রাণহানি হয় ৯ জনের। শেষে হামলাকারী নিজেকেও গুলি করে আত্মহত্যা করেন বলেই ধারণা পুলিশের।
হামলার ঘটনায় আহত হয়েছিল আরও ১২ জন। তাদের একজন পরে হাপাতালে মারা যান। নিহতদের মধ্যে স্কুল শিক্ষার্থীও আছে। বন্দুকধারী ছাড়া নিহত বাকি ১০ জনের মধ্যে ৭ জন নারী ও তিনজন পুরুষ বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
হামলাকারী ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী। তবে তিনি স্কুলের লেখাপড়া শেষ করেননি। তার কাছে বৈধ আগ্নেয়াস্ত্র ছিল বলে পুলিশ জানিয়েছে।
অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাজ রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। বিওআরজি ড্রায়ার্স্যুটজেনগাসে স্কুলটি গ্রাজ রেলওয়ে স্টেশনের খুব কাছেই অবস্থিত।
ঘটনার পর থেকে স্কুলটিতে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। তবে এখন পর্যন্ত পুলিশ হতাহতদের পরিচয় প্রকাশ করেনি।
পুলিশ বলেছে, তারা হামলা ও জিম্মি পরিস্থিতিতে বিশেষজ্ঞ কোবরা ট্যাকটিকাল ইউনিটকে ঘটনাস্থলে মোতায়েন করেছে।
ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালগুলোর জন্য দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।
স্কুলে হামলার খবর পেয়ে চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার তার দিনের বাকি সব অ্যাপয়ন্টমেন্ট বাতিল করেছেন বলে জানিয়ছে অস্ট্রিয়ার সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে গেছেন।