Published : 12 Aug 2023, 07:05 PM
ফ্রান্স থেকে আসা শরণার্থীদের একটি নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় ডুবে গিয়ে অন্তত ছয় জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা গেছে প্রায় ৫০ জনকে।
যুক্তরাজ্য ও ফ্রান্সের কোস্টগার্ড যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করে বলে জানায় কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, উদ্ধার শরণার্থীদের বেশ কয়েকজনকে একটি লাইফবোটে করে যুক্তরাজ্যের নগরী ডাভারে আনা হয়। লাইফবোট থেকে কয়েকজনকে স্ট্রেচারে করে নামানো হয়েছে। তাদের শরীরে কতটা আঘাত আছে তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সময় শনিবার ভোররাতের দিকে নৌকাটি ডুবে যায় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় মেয়র ফ্রাঙ্ক ধেহসান বলেন, শনিবার সকাল ৬টার দিকে (জিএমটি ০৪০০) বড় ধরণের উদ্ধার অভিযান পরিচালিত হয়। ওই সময়ে আরো এক ডজনের বেশি শরণার্থীবোঝাই নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করছিল।
রয়টার্সকে তিনি বলেন, “ওই সব নৌকাগুলির বেশ কয়েকটিতে গুরুতর সমস্যা ছিল। দুর্ভাগ্যজনকভাবে উপকূলীয় শহর সানগ্যাটে তারা কয়েকটি মৃতদেহ খুঁজে পায়।”
মেরিটাইম প্রিফেকচার থেকে ছয়টি মৃতদেহ খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলেছে, সেখানে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে অবস্থিত এই চ্যানেলটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত নৌপথগুলোর অন্যতম। বর্তমানে চ্যানেলটি উত্তাল রয়েছে এবং ছোট নৌকায় করে সেটি পাড়ি দেওয়ার চেষ্টা খুবই ঝুঁকিপূর্ণ।
উদ্ধারকর্মীদের সঙ্গে থাকা স্বেচ্ছাসেবক অ্যান থোরেল রয়টার্সকে টেলিফোনে বলেন, “আমরা ৫৪ জনকে উদ্ধার করেছি, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যাওয়া শুরু হলে যাত্রীরা নিজেদের জুতা খুলে নৌকার পানি ছেঁচার মরিয়া চেষ্টা করেন।
“নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল।”
একই সময়ে শরণার্থীদের আরো একটি ছোট নৌকায় সমস্যা দেখা দিয়েছিল। ওই নৌকার সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ বছর ১০ অগাস্ট পর্যন্ত ছোট ছোট নৌকায় করে প্রায় ১৬ হাজার শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে।