Published : 07 Jun 2025, 09:15 PM
ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ইহর তেরেকোভ।
শুক্রবার রাতভর রুশ বাহিনী খারকিভে ৪৮টি ড্রোন, দু’টি ক্ষেপণাস্ত্র এবং চারটি বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। এই হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাস’ আখ্যা দেন তেরেকোভ।
বৃহস্পতিবার ইউক্রেইনজুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর খারকিভে এই হামলা হল। মস্কো বলছে, ইউক্রেইনের সন্ত্রাসী হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে।
ইউক্রেইন গত রোববার রাশিয়ার সামরিক বিমান ঘাঁটিগুলোতে আকস্মিকভাবে হামলা চালায়। এরপর থেকে দু’দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে।
রাশিয়ার মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভো, রিয়াজান এবং আমুর অঞ্চলের মোট পাঁচটি সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেইন। এতে ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয় বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল।
ওই ঘটনার পর রাশিয়া জানিয়ে দিয়েছিল, তারা সঠিক সময়ে ইউক্রেইনকে জবাব দেবে। এরপর তারা ইউক্রেইনের রাজধানী কিইভে ড্রোন হামলার পর এবার অপর গুরুত্বপূর্ণ শহর খারকিভে হামলা চালাল।
রাশিয়ার সীমান্ত থেকে ইউক্রেইনের খারকিভ শহরের দূরত্ব ৩০ কিলোমিটার। রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ক্রমাগত গোলাবর্ষণের শিকার হয়েছে এই শহর।
তবে এতদিন ধরে চলমান যুদ্ধের মধ্যে গত শুক্রবারেই খারকিভে সবচেয়ে বড় হামলা হয়েছে। খারকিভের মেয়র জানিয়েছেন, রাশিয়ার এই হামলায় শহরের ১৮টি আবাসন এবং ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওদিকে, দক্ষিণ ইউক্রেইনের খেরসনেও রাশিয়া হামলা চালিয়েছে। এতে ২ জন নিহত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এর আগের রাতে ইউক্রেইনজুড়ে রাশিয়ার ৪০০ টির বেশি ড্রোন এবং প্রায় ৪০ টি ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত এবং ৮০ জন আহত হয়।