Published : 23 May 2025, 08:02 PM
লুটপাটকারীদের থেকে ত্রাণের ট্রাক পাহারায় কাজ করা অন্তত ৬ ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছেন হামাসের কর্মকর্তারা।
ইসরায়েলের ১১ সপ্তাহের অবরোধের পর মধ্যে যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে থাকা ক্ষুধার্তদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে এখনও যে নানা ধরনের সমস্যা হচ্ছে এই ঘটনা তারই প্রমাণ, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বৃহস্পতিবার কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় ১০৭টি ট্রাক প্রবেশ করেছে, যাতে ছিল ময়দা ও অন্যান্য খাদ্যসামগ্রীর পাশাপাশি ওষুধও ছিল।
তবে এসব ত্রাণ শেষ পর্যন্ত আশ্রয় শিবিরে থাকা মানুষদের কাছে পৌঁছানো এখনও বেশ কষ্টসাধ্য।
ফিলিস্তিনে ত্রাণ বিতরণে নিয়োজিত সংস্থাগুলোর একটি আমব্রেলা নেটওয়ার্ক বলেছে, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সোমবার থেকে অবরোধ কিছুটা শিথিল করার পর এখন পর্যন্ত মোট ১১৯টি ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকেছে। তবে খান ইউনিসের কাছে কিছু লোকের লুটপাটের কারণে ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ লুটপাটকারীদের মধ্যে অনেকে সশস্ত্র, বলছে তারা।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, “এই লুটপাটকারীরা শিশু ও অনাহারে থাকা পরিবারের জন্য পাঠানো খাদ্য ছিনিয়ে নিচ্ছে।”
ট্রাক পাহারার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের ওপর ইসরায়েলি হামলারও নিন্দা জানিয়েছে জোটটি।
হামাসের এক কর্মকর্তা বলছেন, নিহত ছয়জন একটি নিরাপত্তা দলের সদস্য ছিলেন যারা ত্রাণ সুরক্ষায় নিয়োজিত ছিলেন। তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, গাজায় প্রবেশ করা সহায়তার পরিমাণ এখনও প্রয়োজনের তুলনায় অনেক সীমিত। ইসরায়েলের ত্রাণ প্রবেশের অনুমতি ‘আন্তর্জাতিক চাপ এড়ানোর একটি প্রতারণামূলক কৌশল’ বলেও মন্তব্য করেছে তারা।
'আমাদের সন্তানরা ধীরে ধীরে মারা যাচ্ছে': ফিলিস্তিনি এক বাবার আর্তনাদ
ইসরায়েল 'সম্ভবত' হামাস নেতা সিনওয়ারকে হত্যা করেছে: নেতানিয়াহু
ইসরায়েল বলছে, তারা প্রায় ৩০০টি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে, কিন্তু ত্রাণ সংস্থাগুলোর দাবি, এর অনেকগুলো কেরেম শালোম সীমান্তেই আটকে আছে এবং সেগুলো এখনও ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, বৃহস্পতিবার রাতে গাজাজুড়ে আরও ৭৫টি স্থানে হামলা চালানো হয়েছে, যার মধ্যে ছিল অস্ত্র গুদাম ও রকেট লঞ্চার। ফিলিস্তিনের স্বাস্থ্য সংস্থাগুলো জানিয়েছে, এসব হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে।
মার্চের শুরুতে গাজায় অবরোধ আরোপ করে ইসরায়েল, তাদের অভিযোগ ছিল—হামাস বেসামরিকদের জন্য পাঠানো ত্রাণ আত্মসাৎ করছে।
যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের বহু যোদ্ধা ত্রাণবাহী ট্রাক পাহারা দিতে গিয়েই নিহত হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে গাজায় বন্দি করে নিয়ে যাওয়া হয় বলে ইসরায়েলের দাবি। এর পর ইসরায়েল গাজায় স্থল ও বিমান অভিযান শুরু করে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে ৫৩ হাজার ৬০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ত্রাণ সংস্থাগুলো বলছে, গাজায় এখন চরম অপুষ্টির লক্ষণ ছড়িয়ে দেখা যাচ্ছে।