Published : 22 May 2025, 05:40 PM
উত্তর কোরিয়ায় নতুন একটি যুদ্ধজাহাজ পানিতে ভাসানোর সময় ‘গুরুতর দুর্ঘটনায়’ পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।
বৃহস্পতিবারের এ ঘটনাকে ‘অপরাধ’ অ্যাখ্যা দিয়ে এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
দুর্ঘটনায় ৫ হাজার টনের ডেস্ট্রয়ারটির তলার কিছু অংশ ভেঙে যায়, যে কারণে নৌযানটি ভারসাম্য হারিয়ে ফেলে বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
কিম জাহাজটিকে পানিতে ভাসানোর এ আয়োজনে উপস্থিত ছিলেন। জুনে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে যুদ্ধজাহাজটিকে ঠিক করারও নির্দেশ দিয়েছেন তিনি।
এ দুর্ঘটনার জন্য জাহাজটির নকশার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিয়ে তিনি বলেন, “এই ঘটনা মুহূর্তের মধ্যে আমাদের জাতীয় মর্যাদা ও অহংকারকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”
ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তা জানায়নি।
পূর্বাঞ্চলীয় বন্দরনগরী চংজিনের জাহাজ নির্মাণ কারখানায় ঘটা এ কাণ্ডের জন্য কিম ‘চরম অবহেলা, দায়িত্বহীনতা এবং অবৈজ্ঞানিক কাজের পদ্ধতিকে’ দায়ী করেন। তিনি বলেন, জড়িতদের ‘দায়িত্বজ্ঞানহীন ভুলের’ বিষয়টি আগামী মাসে দলের প্লেনারি বৈঠকে উত্থাপিত হবে, সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়া দেশটির পশ্চিম উপকূলে আরেকটি নতুন ৫ হাজার টনের ডেস্ট্রয়ার প্রকাশ্যে এনেছিল। ওই যুদ্ধজাহাজটি একসঙ্গে ৭০টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বলেও সেসময় দাবি করেছিল তারা।
যুদ্ধজাহাজটিকে দেশের নৌবাহিনীর আধুনিকায়নে ‘ব্রেক থ্রু’ অ্যাখ্যা দিয়েছিলেন কিম; এটি আগামী বছরের শুরুর দিকে মোতায়েন হবে বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।