Published : 10 May 2025, 10:42 PM
জম্মু ও কাশ্মীরের মুখমন্ত্রী ওমর আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ শ্রীনগর শহরে বেশ কয়েকটি ‘বিস্ফোরণ’ শুনেছেন বলে জানিয়েছেন।
এর কয়েক মিনিট পর শ্রীনগরের বহু বাসিন্দা এক্স এ ভিডিও পোস্ট করে জানান, রাতের আকাশে আসতে থাকা ড্রোনের দিকে বিমান বিধ্বংসী কামান থেকে ট্রেসার ছোড়া হয়েছে, ভিডিওতে সেগুলো দেখা যাচ্ছে। ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর আব্দুল্লাহর পোস্টটি আসে।
পাল্টাপাল্টি আক্রমণের চার দিনের মাথায় শনিবার ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার তথ্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এক্সে নিজের পোস্টে আব্দুল্লাহ বলেন, “যুদ্ধবিরতির কী হল? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।”
এরপর ভিডিওসহ তার আরেক হালনাগাদ পোস্টে তিনি বলেন, “এটা কোনো অস্ত্রবিরতি না। শ্রীনগরের মাঝখানে থাকা এয়ার ডিফেন্স ইউনিট শুটিং শুরু করেছে।”