- পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানোর কথা বলেছে ভারত।
- ছয়টি স্থানে হামলা হওয়ার কথা স্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
- ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের অন্তত ৩১ জন এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের গোলায় ১৫ জন নিহত হয়েছেন।
- কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্কে চরম অবনতি ঘটে।
- ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক দশক ধরে চলা বিদ্রোহে হাজার হাজার মানুষের প্রাণ গেছে।
- কাশ্মীরকে পুরোপুরি নিজেদের অংশ হিসেবে দাবি করে ভারত ও পাকিস্তান– দুই দেশই।
08 May 2025, 12:31 AM
ভারত পরিণাম ভোগ করবে: শেহবাজ শরিফ
ভারতের হামলায় নিহত সাত বছরের শিশু ইর্তেজা আব্বাসের জানাজায় অংশ নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে বলেছেন, “আমরা প্রতিজ্ঞা করছি, নিরপরাধ শহীদদের রক্তের বদলা আমরা নেব।”
তিনি বলেন, “গত রাতে আমরা দেখিয়েছি, আত্মরক্ষায় পাকিস্তান কীভাবে দাঁতভাঙা জবাব দিতে পারে। নিয়ন্ত্রণ রেখায় প্রায় এক ঘণ্টা তুমুল লড়াই হয়েছে। পাকিস্তানি পাইলটরা নিজেদের আকাশসীমা রক্ষা করেছেন, আর শত্রুপক্ষের বিমান ছিন্নভিন্ন হয়ে গেছে।
“গত রাতে প্রচলিত যুদ্ধেই প্রমাণ হয়েছে—পাকিস্তান বিজয়ী।”
কাশ্মীর নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে শরিফ বলেন, “আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে জম্মু ও কাশ্মীর একটি বিরোধপূর্ণ এলাকা এবং তা থেকেই যাবে যতদিন না সেখানে গণভোট হয়। ভারত যত একতরফা সিদ্ধান্তই নিক না কেন, বাস্তবতা পাল্টানো যাবে না।”
তথ্যসূত্র: আল জাজিরা
08 May 2025, 12:14 AM
ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৩১: সেনাবাহিনী
ভারতের মধ্যরাতের হামলার পর নিহতের সংখ্যা বাড়ার কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন।
এর আগে নিহতের সংখ্যা ছিল ২৬ এবং আহত ছিলেন ৪৬ জন।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 07:06 PM
উত্তেজনা বাড়লে অর্থনৈতিক সঙ্কটে পড়তে পারে পাকিস্তান
ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী সীমান্ত সংঘাতে জড়ালে পাকিস্তানের নাজুক অর্থনীতি আরও খারাপ অবস্থায় পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি’স।
প্রতিষ্ঠানটি বলছে, সংঘাতের ঝুঁকি থাকা অবস্থায় পাকিস্তানের মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়ার ইঙ্গিত এলেও ভারতের সঙ্গে সংঘাত চলতে থাকলে সেই অগ্রগতি বাধাগ্রস্ত হবে।
পাকিস্তান বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে পাওয়া ৭ বিলিয়ন ডলারের এক বেইলআউট কর্মসূচির আওতায় রয়েছে। এই সময় দীর্ঘমেয়াদি উত্তেজনা অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের চেষ্টাকে ব্যাহত করবে এবং আন্তর্জাতিক ঋণ পরিশোধের জন্য দরকারি বৈদেশিক অর্থায়নের প্রবাহেও বিঘ্ন ঘটাবে বলে আশঙ্কা করছে মুডি’স।
এই ঋণমান সংস্থা বলছে, পাকিস্তানের তুলনায় ভারতের অর্থনীতিতে সামগ্রিক প্রভাব তুলনামূলকভাবে কম হবে। তবে সামরিক খরচ বাড়লে ভারতের সরকারি বাজেটের ওপর চাপ বাড়তে পারে।
07 May 2025, 07:01 PM
কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ভারত?
মারকাজ তৈয়বা ক্যাম্প
ভারত বলছে, ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে এই ক্যাম্প। এটি লস্কর-ই-তৈয়বার সদরদপ্তর ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার সঙ্গে এ ক্যাম্পের সংযোগ রয়েছে বলে মনে করা হয়।
এই ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছিলেন আজমল কাসাব, যিনি ২০০৮ সালে মুম্বাই হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। ওই ঘটনায় ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছিল।
মারকাজ সুবহান ক্যাম্প
সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে এই ক্যাম্প। এটি সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের প্রধান দপ্তর ছিল, যেখানে সদস্য নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হত।
মেহমুনা জয়া ক্যাম্প
ভারতের হামলার লক্ষ্যবস্তুর একটি মেহমুনা জয়া ক্যাম্প। দেশটি বলছে, সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরে এ ক্যাম্পটি সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল মুজাহিদীনের। পেহেলগামে হামলার পরিকল্পনা ও হামলা চালানো হয় এই ক্যাম্প থেকে। এর আগে ২০১৬ সালে ভারতের বিমান ঘাঁটিতে হামলার সঙ্গেও এই ক্যাম্পের সংযোগ রয়েছে ভারত দাবি করেছে।
গুলপুর ক্যাম্প
সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে গুলপুর ক্যাম্প লস্কর-ই-তৈয়বার ঘাঁটি। ভারতের দাবি, কাশ্মীরের পুঞ্চ অঞ্চলে গত জুনে তীর্থযাত্রীদের ওপর একটি হামলায় নয়জনের প্রাণ গিয়েছিল। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা গুলপুর ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছিলেন। ২০০৮ সালের মুম্বাই হামলার পরিকল্পনাকারী জাকি-উর-রহমান লাখভি এ ক্যাম্পে মাঝেমধ্যে আসা-যাওয়া করতেন।
সরজল ক্যাম্প
ভারতনিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে গত মার্চে একটি হামলায় চার পুলিশ সদস্য নিহতের ঘটনায় জড়িতরা এ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছিলেন। সীমান্ত থেকে পাকিস্তানের ৬ কিলোমিটার ভেতরে এ ক্যাম্প থেকেই ওই হামলা চালানো হয়েছিল বলে ভারতের দাবি।
আব্বাস ক্যাম্প
ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১৩ কিলোমিটার দূরের এই ক্যাম্প লস্কর-ই-তৈয়বার আত্মঘাতী বোমা হামলাকারীদের ‘প্রধান কেন্দ্র’, দাবি ভারতের।
সাইয়েদেনা বেলাল ক্যাম্প
ভারত বলছে, সাইয়েদেনা বেলাল ক্যাম্প জইশ-ই-মুহাম্মদের একটি আস্তানা। অস্ত্র ও বিস্ফোরক চালনার প্রশিক্ষণ এবং সন্ত্রাসীদের টিকে থাকার যাবতীয় প্রশিক্ষণ সেখানে দেওয়া হয়।
সাওয়াই নালা ক্যাম্প
ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে সাওয়াই নালা ক্যাম্প লস্কর-ই-তৈয়বার একটি প্রশিক্ষণ আস্তানা, দাবি ভারতের।
বারনালা ক্যাম্প
ভারত বলছে, এই ক্যাম্পটি সন্ত্রাসীদের অস্ত্র পরিচালনা, বিস্ফোরক দ্রব্য বা বোমা তৈরি ও জঙ্গলে টিকে থাকার কৌশল শেখানোর কাজে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র: রয়টার্স
07 May 2025, 06:09 PM
পাকিস্তানি গোলায় ভারতে নিহত বেড়ে ১৫
কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বুধবার প্রথম প্রহরে শুরু হওয়া এই গোলাবর্ষণে আরও অন্তত ৪৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুনছ এবং টাংধারে গোলাবর্ষণের এই ঘটনা ঘটেছে।
এর আগে পাকিস্তান জানিয়েছিল, ভারতের বিমান হামলা ও সীমান্তে পাল্টা গোলাবর্ষণে তাদের অন্তত ২৬ জন নিহত হয়েছে।
দুই দেশের সেনাবাহিনীই দাবি করেছে, নিহতরা বেসামরিক নাগরিক, তাদের মধ্যে শিশুও রয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 05:54 PM
সংঘাতের ইতিহাস
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেধেছে চারবার, আর বেশিরভাগই ঘটনা ঘটেছে কাশ্মীর ঘিরে।
ভারত ভাগের কয়েক মাস পর প্রথম যুদ্ধের সূচনা হয়। পরে ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীরকে দুইভাবে বিভক্ত করে একটি যুদ্ধবিরতি হলেও দুই পক্ষ পুরো কাশ্মীরের অধিকার দাবি করতে থাকে।
১৯৬৫ সালে পাকিস্তানি বাহিনী সীমানা পেরিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ করলে স্থলে ও আকাশে যুদ্ধ শুরু হয়ে যায়।
১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ঘিরে আবার দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ভারত সে সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয় এবং নানাভাবে সহযোগিতা করে। এর ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশের উদ্ভব হয়।
১৯৯৯ সালে পাকিস্তানি বাহিনী আবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ করলে যুদ্ধ শুরু হয়। পারমাণবিক শক্তি অর্জনের পর সেবারই প্রথম দুই প্রতিবেশী দেশের মধ্যে বড় পরিসরে সংঘাত বাধে। বিষয়টি বিশ্বজুড়ে উদ্বেগের জন্ম দেয়।
২০১৬ সালে উরি হামলার পর পাকিস্তানে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালায় ভারত। ২০১৯ সালে পুলওয়ামা বোমা হামলার জেরে বালাকটের কাছে বিমান হামলা চালায়। পাকিস্তানও পাল্টা বিমান হামলায় জবাব দেয়।
কারগিল যুদ্ধের পর সেবারই দুই দেশের মধ্যে বিপজ্জনক মাত্রায় উত্তেজনা বৃদ্ধি পায়।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 05:34 PM
উত্তেজনা নিরসনে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নেওয়ার দাবি ইইউ’র
চলমান উত্তেজনা প্রশমনে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিতে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
জোটের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনৌনি সাংবাদিকদের বলেছেন, “আমরা উভয় পক্ষকে সংযত থাকতে এবং উত্তেজনা কমাতে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এই সংঘাতের দরকষাকষি, ঐকমত্য এবং স্থায়ী শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা ইউরোপীয় ইউনিয়ন পুনর্ব্যক্ত করছে।”
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো চলমান সংকট নিয়ে ভারত ও পাকিস্তানের প্রতি আলোচনার আহ্বান জানিয়েছেন।
পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আরটি এক প্রতিবেদনে বলেছে, মস্কো দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তেহরান এর আগে মধ্যস্থততা করতে চেয়েছিল।
ভারতের হামলার নিন্দা জানিয়ে তুরস্ক একে ‘উস্কানিমূলক পদক্ষেপ’ বলে বর্ণনা করেছে। বেসামরিক ব্যক্তি ও বেসামরিক অবকাঠামোকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে বলে মনে করে আঙ্কারা।
07 May 2025, 05:30 PM
পেহেলগামের বদলায় ‘অপারেশন সিঁদুর’, কেন এই নাম বেছে নিলেন মোদী?
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলায় পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে ভারতের পাল্টা আঘাতের যে নাম দেওয়া হয়েছে তা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বেছে নিয়েছেন বলে দেশটির কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন।
‘অপারেশন সিঁদুর’ নামটি ব্যাপক অর্থে প্রতীকী। হিন্দু নারীরা বিয়ের চিহ্ন হিসেবে মাথায় সিঁদুর দেয়।
গত ২২ এপ্রিল পেহেলগামে বৈসরনে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জনের প্রাণ গেছে। হামলাকারীরা সেদিন পর্যটকদের এক জায়গায় জড়ো করে, ধর্ম পরিচয় জিজ্ঞেস করার পর স্ত্রী-সন্তানদের সামনে তাদের গুলি করে হত্যা করেছে; সেদিনের ঘটনাকে স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যেই পাল্টা অভিযানের নাম রাখা হয় ‘সিঁদুর’।
এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী অভিযানের যে ছবি পোস্ট করেছে তাতে ইংরেজিতে ‘অপারেশন সিঁদুর’ লেখা হয়েছে বড় হাতের অক্ষরে। এর মধ্যে একটি ‘ও’-কে দেখানো হয়েছে সিঁদুরের কৌটা হিসেবে, যেখান থেকে খানিকটা সিঁদুর আরেকটা ‘ও’ এর উপর ছড়িয়েও পড়েছে। এর মাধ্যমে ২৫ নারীর জীবনসঙ্গীকে কেড়ে নেওয়ার চিত্র প্রতীকিভাবে হাজির করা হয়েছে।
ছবির সঙ্গে যে শিরোনাম, তাতে লেখা- ‘জাস্টিস ইজ সার্ভড। জয় হিন্দ।’
ভারতীয় কর্মকর্তারা বলছেন, পেহেলগাম হামলা বেশ কয়েকটি ‘লাল দাগ অতিক্রম করেছে’। পর্যটকদের নিশানা বানানো হয়েছে, লোকজনকে তাদের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে আলাদা করা হয়েছে এবং তারপর পরিবারের সদস্যদের সামনে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।
হামলার পর গণমাধ্যমে আসা ছবিতে নিহত ভারতীয় নৌ কর্মকর্তা লেফটেনেন্ট ভিনয় নারওয়ালের মৃতদেহের পাশে তার সদ্য বিবাহিত হিমানশি নারওয়ালের ছবি ভারতজুড়ে ছড়িয়ে পড়েছিল, ওই ছবিতে তখনও হিমানশির হাতে ছিল বিয়ের চুড়ি। ছবিটি ভারতীয়দের শোকের সাগরে ভাসিয়েছিল।
মঞ্জুনাথ রাওয়ের স্ত্রী পল্লবীকে আগের দিন শিকারাতে এক ভিডিওতে হাসতে দেখা গেছে; সেই একই পল্লবী পরদিন স্বামী গুলিবিদ্ধ হওয়ার পর সাহায্যের জন্য চিৎকার করেছিলেন।
শৈলেশ কালাঠিয়ার স্ত্রী শীতল থেকে শুরু করে বিতান অধিকারীর স্ত্রী সোহিনী, শুভম দ্বিবেদীর স্ত্রী আইশানিয়া থেকে সন্তোষ জাগদালের স্ত্রী প্রগতি—সেদিনের হামলায় জীবনসঙ্গী হারানো প্রতিটি নারীর কান্না ভারতকে কাঁদিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামকরণের ক্ষেত্রে এ চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে।
07 May 2025, 05:17 PM
হামলার সময় ‘আজাদ’ কাশ্মীরের বাসিন্দারা পালিয়েছিলেন পাহাড়ে
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের বাসিন্দারা জানিয়েছেন, দুপুর রাতে ভারত যখন ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন তারা বাড়ি থেকে দৌঁড়ে গিয়ে আশপাশের পাহাড়গুলোতে পালিয়ে ছিলেন।
তারা জানান, বিস্ফোরণে মাটি কেঁপে কেঁপে উঠছিল আর শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, তখন মসজিদের মাইকে আশ্রয় খুঁজে নিতে বলা হয়।
রাতের ওই ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে মুহাম্মদ শায়ের মীর (৪৬) বলেন, “আমরা বাইরে বের হয়ে আসি। তখন আরেকটি বিস্ফোরণ ঘটে। পুরো বাড়ি কেঁপে ওঠে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, আমরা সবাই সরে যাই, বাচ্চাদের নিয়ে উপরে চলে যাই (পাহাড়ে) ।
রয়টার্স জানিয়েছে, সূর্য ওঠার পর হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদের কাছে বহু মানুষ জড়ো হয়। মসজিদটির ছাদ ধসে গেছে ও মিনার ভেঙে পড়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।
স্থানীয় জেলা কমিশনার জানান, ধসে পড়া ওই মসজিদটির কাছে তিনজন নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চালানো ভারতীয় হামলায় মোট ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
কাশ্মীরে ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জেলাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোর থেকেই দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে মর্টার ও হালাকা অস্ত্রের গোলাগুলি শুরু হয়ে এখনও অব্যাহত আছে।
এই গোলাগুলিতে পাকিস্তানের দিকে অন্তত ছয়জন বেসামরিক নিহত হয়েছেন। ভারতীয় কাশ্মীরের পুলিশ জানিয়েছে, সেখানে অন্তত ১০ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন।
মুজাফফরাবাদে হাসপাতালগুলো চালু আছে আর সকালে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। কিন্তু স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে আর পরীক্ষা বাতিল করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
শায়ের মীর জানান, তিনি ও তার পরিবার খোলা জায়গায় চার ঘণ্টা কাটিয়েছেন। তার কিছু প্রতিবেশী আহত হয়ে হাসপাতালে গেছেন আর বাকিরা আতঙ্কিত হয়ে আছেন।
“এগুলো ভুল। চারদিকে অসহায় দরিদ্র লোকজন। আমাদের দরিদ্র মায়েরা অসুস্থ, আমাদের বোনেরা অসুস্থ। আমাদের ঘরগুলো কেঁপে উঠেছিল, দেয়ালগুলোতে ফাঁটল ধরেছে,” বলেন তিনি।
তথ্যসূত্র: রয়টার্স
07 May 2025, 05:12 PM
ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের
যুদ্ধাবস্থার মধ্যে ভারত এবং পাকিস্তান উভয় দেশকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার।
“এ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি ঘোলাটে করে এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।”
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আঞ্চলিক শান্তি, প্রগতি এবং স্থিতিশীলতার মনোভাব থেকে বাংলাদেশ আশা করছে, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কমে আসবে এবং এ অঞ্চলের মানুষের মঙ্গলের স্বার্থেই শান্তিই বজায় থাকবে।”
07 May 2025, 05:11 PM
ভারত-পাকিস্তান সংঘাত: ঢাকামুখী ৩ ফ্লাইটের পথ পরিবর্তন
ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে ঢাকামুখী তিনটি ফ্লাইটকে পথ পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
ওই ফ্লাইটগুলো কুয়েত ও তুরস্ক থেকে আসছিল বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি বলেন, “মিসাইল হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তান আকাশপথ বর্তমানে অনিরাপদ বিবেচিত হওয়ায় বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট তাদের গন্তব্য পরিবর্তন করেছে।”
এর মধ্যে তুরস্ক থেকে রওনা হওয়া টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ওমানের মাসকট বিমানবন্দরে অবতরণ করে। কুয়েত থেকে রওনা হওয়া জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটকে ঘুরিয়ে দুবাইয়ে নেওয়া হয়। একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট কুয়েতে ফিরে যায়।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল দুপুর ৩টায় বলেন, “আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই ডাইভার্টেড ফ্লাইটগুলো ঢাকায় পৌঁছাতে শুরু করেছে। এখন বিমানবন্দরের কার্যক্রম একদম স্বাভাবিকভাবে চলছে।”
07 May 2025, 04:55 PM
সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপ নেওয়ার অনুমতি দিলেন শেহবাজ
ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার দেশের সেনাবাহিনীকে ‘আত্মরক্ষার্থে’ পাল্টা পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন।
বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের সভাশেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “নিরীহ পাকিস্তানিদের প্রাণহানির বদলা নিতে সশস্ত্র বাহিনীকে উপযুক্ত পদক্ষেপ নিতে অনুমোদন দেওয়া হয়েছে।”
বিবৃতিতে বলা হয়, ‘আত্মরক্ষার্থে’ ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তান রাখে। সেটা কখন, কীভাবে হবে তা ইসলামাবাদই ঠিক করবে।
শেহবাজ বলেন, “নিরীহ পাকিস্তানিদের প্রাণহানীর প্রতিশোধ নেবে সশস্ত্র বাহিনী। দেশের সার্বভৌমত্বের এই নগ্ন লঙ্ঘনের উপযুক্ত জবাব দিতে হবে।”
07 May 2025, 04:43 PM
‘যুদ্ধ ঘোষণার শামিল’, ভারতের হামলার নিন্দা জানিয়ে বলল পাকিস্তান
পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের হামলার কড়া নিন্দা জানিয়ে একে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ অ্যাখ্যা দিয়েছে ইসলামাবাদ।
“ভারতীয় সেনাবাহিনী পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিক, বিশেষ করে নিরীহ নারী ও শিশুদের লক্ষ্য করে যে হামলা চালিয়েছে তা একটি ঘৃণ্য অপরাধ, এটি মানব আচরণের সমস্ত নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের বিধান লঙ্ঘন করেছে,” পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের সভার পর দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে বুধবার পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এ শীর্ষ কমিটির বৈঠকে দেশটির জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা, গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালক আসিম মুনির ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ডন।
বৈঠকে ভারতের হামলাকে ‘পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার নির্লজ্জ লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করা হয়।
পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে হামলা করে ভারত যেভাবে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে’ তার জন্য নয়া দিল্লিকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।
তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের এ বৈঠকে বলা হয়েছে, ‘আত্মরক্ষার্থে’ ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান। সেটা কখন, কীভাবে হবে তা ইসলামাবাদই ঠিক করবে, ‘সমুচিত পদক্ষেপ’ নিতে সশস্ত্র বাহিনীকে অনুমোদনও দেওয়া হয়েছে।
07 May 2025, 02:49 PM
২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র, ৯টি ঘাঁটি গুঁড়িয়ে ৭০ নিহত: ভারত
বুধবার প্রথম প্রহরে মাত্র ২৫ মিনিটের অভিযানে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯টি ‘জঙ্গি ঘাঁটিতে’ ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্তত ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করার দাবি করেছে ভারত।
রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চালানো হয় এই অভিযান। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে এই হামলা চালায় ‘অপারেশন সিঁদুর’ কোডনামে।
নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে যে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন, তার প্রতিক্রিয়াতেই এই আঘাত হানা হয়েছে।
ভারতের দাবি, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো পেহেলগামের হামলার জন্য দায়ী। যদিও ইসলামাবাদ বরাবরই এর সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে।
ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, “গত তিন দশকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানে জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র, রিক্রুটমেন্ট ক্যাম্প এবং লঞ্চপ্যাড গড়ে তোলা হয়েছে। এই অভিযান ছিল সেই অবকাঠামো ধ্বংস করে ভবিষ্যতের হামলা রোধের উদ্দেশ্যে।”
বিমানবাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং এই অভিযানের ছবি দেখিয়ে বলেন, “বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা লক্ষ্য নির্ধারণ করেছি। সবগুলো লক্ষ্য সফলভাবে ধ্বংস করা হয়েছে।”
তথ্যসূত্র: এনডিটিভি
07 May 2025, 02:32 PM
ভারতের হামলায় জইশ প্রধান মাসুদ আজহারের ১০ আত্মীয় নিহত
ভারতের বিমান হামলায় পাকিস্তানের বাহাওয়ালপুরে ‘সুবহান আল্লাহ’ মসজিদে বোমা পড়ে জইশ-ই-মুহাম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের ১০ জন আত্মীয় ও তার ঘনিষ্ঠ চার সহযোগী নিহত হয়েছেন বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীটি।
জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মুহাম্মদ বুধবার এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে আজহারের বড় বোন ও তার স্বামী, ভাগ্নে ও তার স্ত্রী, এক ভাতিজি এবং পরিবারের পাঁচ শিশুও রয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলায় আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা মারা গেছেন।
জইশ-ই-মুহাম্মদ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারত-শাসিত কাশ্মীরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়ে ভারতের ৪০ জন আধাসামরিক বাহিনীর সদস্যকে হত্যা করে। সেই ঘটনার পর দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 02:04 PM
ভারতে আরও সন্ত্রাসী হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্য ছিল: মিশ্রি
পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার এক সংবাদ সম্মেলনে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
তিনি বলেন, গত মাসে কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতেই ভারত এই পদক্ষেপ নিতে বাধ্য হয়।
“২২ এপ্রিলের হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিচারের মুখোমুখি করা অত্যাবশ্যক হয়ে উঠেছিল,” বলেন মিশ্রি।
তিনি দাবি করেন, আরও নতুন হামলার প্রস্তুতি নেওয়ার গোয়েন্দা তথ্যও ভারতের কাছে ছিল।
“আমাদের এই পদক্ষেপের পেছনে দুটো উদ্দেশ্য ছিল— একদিকে সন্ত্রাসবাদীদের প্রতিরোধ করা, অন্যদিকে সম্ভাব্য হামলাগুলো ঠেকানো।”
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 01:52 PM
পাকিস্তানে বিমান হামলার বিস্তারিত জানাল ভারত
পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের বিমান হামলা নিয়ে দিল্লিতে সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন দেশটির সেনাবাহিনীর দুই কর্মকর্তা।
বুধবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি ও বিমানবাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং বলেন, তাদের অভিযানের লক্ষ্য ছিল নির্দিষ্ট ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত ‘সন্ত্রাসী ঘাঁটি’। ভারতীয় বাহিনী তা ‘সফলভাবে ধ্বংস করতে’ পেরেছে।
তারা কিছু ছবিও দেখান, যেখানে ধ্বংস হওয়া স্থাপনাগুলোকে ‘সন্ত্রাসীদের ক্যাম্প’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
ব্রিফিংয়ে উঠে আসা মূল বিষয়গুলো হল–
- ভারত মোট ৯টি স্থানে বিমান হামলা চালিয়েছে, এর মধ্যে কিছু পাকিস্তানে, আর কিছু পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে।
- স্থানীয় সময় রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ২৫ মিনিটে এই অভিযান সম্পন্ন হয়।
- হামলার লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছিল বিশ্বস্ত গোয়েন্দা তথ্যর ভিত্তিতে।
- অভিযানে সবকটি লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি ভারতের।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 01:16 PM
সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্বিত: অমিত শাহ
পাকিস্তানে ভারতের বিমান হামলার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনীকে নিয়ে তিনি গর্বিত।
বুধবার এক এক্স পোস্টে তিনি লেখেন, “‘অপারেশন সিঁদুর’ আমাদের নিরীহ ভাইদের নির্মম হত্যার জবাব। পেহেলগামে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতিটি রক্তবিন্দুর মূল্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার।”
তিনি আরও বলেন, “ভারত ও ভারতবাসীর ওপর যে কোনো হামলার যথাযথ জবাব দেওয়ার দৃঢ় সংকল্প রয়েছে মোদী সরকারের। ভারত সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।”
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 01:11 PM
পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
বুধবার এক ভিডিও বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “এ পর্যন্ত আমি নিশ্চিত করে বলতে পারি, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান— এর মধ্যে তিনটি রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯— এবং একটি হেরন ড্রোন গুলি করে নামানো হয়েছে।”
সংবাদ সংস্থা রয়টার্স লিখেছে, ভারত এখনও এই দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 01:08 PM
ভারতের শার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব
পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে হামলার কঠোর প্রতিবাদ জানাতে ভারতের শার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার কথা জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ভারতের এই নির্লজ্জ আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে প্রতিষ্ঠিত নিয়মের পরিপন্থি। পাকিস্তান শত্রুতাপূর্ণ আচরণের জন্য ভারতের উদ্ভট যুক্তিগুলোকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।”
এমন ‘বেপরোয়া’ আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 01:05 PM
হতাশা প্রকাশ চীনের, উভয় পক্ষকে সংযমের আহ্বান
পাকিস্তানে ভারতের সামরিক অভিযানকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বুধবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,“আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমরা ভারত ও পাকিস্তান— উভয় পক্ষকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।”
ভারতের বিমান হামলার পর এই প্রথমবারের মত বেইজিং প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাল। চীন বরাবরই এই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 12:40 PM
ভারতের হামলা: প্রত্যক্ষদর্শীরা যা বলছেন
পাকিস্তানে ভারতের বিমান হামলার পর আতঙ্ক আর বিভ্রান্তির মধ্যে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।
পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরের বাসিন্দা মুহাম্মদ ইউনূস শাহ বিবিসিকে জানান, তাদের শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান কমপ্লেক্সে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
“প্রথম তিনটি ক্ষেপণাস্ত্র একে একে দ্রুত এসে পড়ে, আর চতুর্থটি পড়ে পাঁচ থেকে সাত মিনিট পর।”
ওই কমপ্লেক্সটিতে একটি স্কুল, কলেজ, হোস্টেল, মেডিকেল ইউনিট এবং একটি মসজিদ রয়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত এই কমপ্লেক্সটির আবাসিক এলাকাতেও কিছু পরিবার বসবাস করতেন।
ইউনূস শাহ জানান, হামলার পরপরই পুলিশ, দমকলকর্মী এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, তবে পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সেখান থেকে ‘নিরাপদ স্থানে’ চলে গেছেন।
এদিকে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিলাল মসজিদের কাছে বসবাসকারী মুহাম্মদ ওহিদ বলেন, “আমি গভীর ঘুমে ছিলাম। হঠাৎ একটা বিকট বিস্ফোরণে ঘুম ভেঙে যায়। ঘর কেঁপে উঠেছিল।”
তিনি বলেন, “আমি রাস্তায় বের হয়ে দেখি আশপাশের মানুষজন জড়ো হয়েছে। এর মধ্যেই আরও তিনটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। পুরো এলাকায় চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
ওহিদ জানান, বিস্ফোরণে নারীসহ ডজনখানেক মানুষ আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“আমি বুঝতেই পারছি না কেন আমাদের মসজিদকে টার্গেট করা হল। এটা ছিল একটি সাধারণ পাড়ার মসজিদ, যেখানে আমরা দিনে পাঁচবার নামাজ পড়তাম। কখনও কোনো সন্দেহজনক কিছু চোখে পড়েনি।”
তিনি বলেন, “এখন মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। চারদিকে এক অজানা শঙ্কা ছড়িয়ে পড়েছে।”
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 12:37 PM
পাকিস্তান ও আক্রমণকারীদের মধ্যে ‘স্পষ্ট যোগসূত্র’ রয়েছে: বিক্রম মিশ্রি
পাকিস্তানে হামলার বিষয়ে বুধবার সকালে দিল্লিতে ব্রিফ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
তিনি পেহেলগামে সন্ত্রাসী হামলার দায় দিয়েছেন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি সংগঠনকে, যাদের পাকিস্তানভিত্তিক গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা হিসেবে বর্ণনা করা হয়েছে। ভারত এই গোষ্ঠীটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
বিবিসি লিখেছে, হামলার পরপরই একটি সোশাল মিডিয়া পোস্টে টিআরএফের তরফে দায় স্বীকার করা হয়েছিল। তবে পরে সংগঠনটি দাবি করে, তাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে অ্যাকসেস থাকা কেউ ‘ভুলবশত’ এই দায় স্বীকার করেছে।
মিশ্রি বলেন, “ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলো ভারতের বিরুদ্ধে আরও হামলার পরিকল্পনা করছে।
“সুতরাং, আরও হামলা প্রতিরোধ ও প্রতিহত করার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।"
পাকিস্তানে মঙ্গলবার রাতের হামলা ‘পরিমিত’ ছিল বলে ফের মন্তব্য করেছেন তিনি।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 12:17 PM
পাকিস্তানে হামলায় সমর্থন ভারতের বিরোধীদলীয় নেতাদের
পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন ভারতের বিরোধীদলীয় নেতারা।
প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, “এই সময়ের প্রয়োজনীয়তা হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি।”
তিনি বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত মাসে হামলা হওয়ার পর থেকেই তার দল ‘সীমান্ত অতিক্রম করে চালানো সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে সশস্ত্র বাহিনী ও সরকারের সঙ্গে কোনো দ্বিধা ছাড়াই সমর্থন দিয়েছে।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) এর নেতা আসাউদ্দিন ওয়েইসি ‘পাকিস্তানের সন্ত্রাসী শিবিরে’ ভারতীয় বাহিনীর চালানো ‘সার্জিক্যাল স্ট্রাইক’কে স্বাগত জানিয়েছেন।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 11:27 AM
ভারতের বিভিন্ন রাজ্যে বেসামরিক নিরাপত্তা মহড়া
পাকিস্তানে বিমান হামলার খবরের মধ্যেই ভারতের একাধিক রাজ্যে চলছে বেসামরিক নাগরিকদের জন্য নিরাপত্তা মহড়া।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহের শুরুতে একটি নির্দেশনা জারি করে, যাতে দেশের ২৪৪টি জেলায় এই মহড়া পরিচালনার কথা বলা হয়। লক্ষ্য ছিল— ‘বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা’ কতটা কার্যকর তা যাচাই ও উন্নত করা।
নির্দেশনায় বলা হয়, ভারতে বিমান হামলার ঘটনায় সতর্কবার্তা জারি, নিয়ন্ত্রণ কক্ষ, নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা, বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ ও বেসামরিক প্রতিরক্ষা সেবাগুলো কতটা প্রস্তুত রয়েছে, তা যাচাই করতেই এই মহড়া।
সেখানে আরো বলা হয়, সম্ভাব্য শত্রু হামলার পরিস্থিতিতে সাধারণ নাগরিক ও শিক্ষার্থীরা কীভাবে নিজেদের রক্ষা করতে পারেন, সেই প্রশিক্ষণ দিতেই এই মহড়া আয়োজন।
তবে পাকিস্তান কিংবা গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার প্রসঙ্গ সেখানে আনা হয়নি।
ভারতের বার্তা সংস্থা এএনআই মঙ্গলবার কিছু ভিডিও প্রকাশ করেছে, যাতে বিভিন্ন রাজ্যে স্বেচ্ছাসেবী ও সরকারি কর্মকর্তাদের মহড়ায় অংশ নিতে দেখা যায়।
07 May 2025, 11:18 AM
সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে রাজনাথ সিংয়ের বৈঠক
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীর তিন শাখার প্রধানদের সঙ্গে কথা বলেছেন।
সামরিক এই অভিযানের বিষয়ে বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে অবহিত করার কথা রয়েছে ভারতীয় কর্মকর্তাদের।
07 May 2025, 11:11 AM
পাকিস্তানে ২৬ জন নিহত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০
ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান।
অন্যদিকে, পাকিস্তানের গোলাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।
পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা ক্রমেই বড় সহিংসতায় রূপ নিচ্ছে, যার প্রভাব পড়ছে সীমান্তের নিয়ন্ত্রণ রেখার দুই পাশের সাধারণ মানুষের ওপর।
তথ্যসূত্র: রয়টার্স
07 May 2025, 11:05 AM
পাল্টা জবাবের অধিকার পাকিস্তানের আছে, জাতিসংঘকে বলল ইসলামাবাদ
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের ‘স্পষ্ট আগ্রাসনের’ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করেছে তারা। বিষয়টি যে ‘বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে’, সে কথাও তারা বলেছে।
পাকিস্তান বলেছে, “জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে পাকিস্তান নিজস্ব পছন্দমত সময় ও স্থানে এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।”
পাক-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই ঘোষণা এল, যখন দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং কূটনৈতিক পদক্ষেপের কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 10:55 AM
দিল্লিতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বুধবার ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছাবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
এর আগে চলতি সপ্তাহেই আরাগচি ইসলামাবাদ সফর করেন, সেখানে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।
তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, সেসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, সীমান্ত সহযোগিতা এবং দুই দেশের অভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ইরান মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 10:11 AM
এ পর্যন্ত যা যা জানা গেল
- দিল্লি বলেছে, তারা পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ও পরিমিত’ হামলা চালিয়েছে।
- পাকিস্তান তাদের ভূখণ্ডে ছয়টি স্থানে হামলার কথা স্বীকার করেছে। এ ঘটনাকে বর্ণনা করেছে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে।
- পাকিস্তানে অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৩৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিনজন নিহতের ঘবর এসেছে।
- পাকিস্তান বলেছে, ‘উপযুক্ত সময় ও স্থান বেছে নিয়ে’ এই হামলার জবাব দেওয়া হবে।
- পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদের বাসিন্দারা বলেছেন, তারা গভীর রাতে বিস্ফোরণের শব্দে জেগে ওঠেন। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরেও নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
- পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ব্যাপক মাত্রা পায় গত মাসে কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর।
- পাকিস্তান ওই হামলায় সম্পৃক্ততা অস্বীকার করেছে। তবে ভারতের দাবি, তারা যে চারজনকে এই হামলায় সন্দেহ করছে, তাদের মধ্যে দুইজন পাকিস্তানের নাগরিক।
07 May 2025, 10:01 AM
কী ঘটছে?
লাইভ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আছি জাহিদুল কবির, রোকন রাকিব ও আফসার বিপুল।
07 May 2025, 09:44 AM
এই আক্রমণের ফল কী হবে? আল জাজিরার বিশ্লেষণ
07 May 2025, 09:08 AM
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত সাদা পতাকা উঠিয়েছে: তারার
ভারতের সেনাবাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে চুড়হা কমপ্লেক্সে সাদা পতাকা উত্তোলন করেছে- এমন দাবি করে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, সাদা পতাকা উত্তোলনের মাধ্যমে ভারত তাদের ‘পরাজয় স্বীকার’ করে নিয়েছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওই এলাকাটিতে পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর পোস্টগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে বলে পাকিস্তানি সামরিক কর্মকর্তারা দাবি করেছেন।
তথ্যসূত্র: জিও নিউজ
07 May 2025, 08:39 AM
রাতভর ‘অপারেশন সিঁদুর’ তদারক করেন মোদী
পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি লক্ষ্যস্থলে মঙ্গলবার রাতে ভারতীয় সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কাশ্মীরে জঙ্গি হামলার জবাবে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ এর সবশেষ অবস্থা মোদীকে প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা অবহিত করেন।
এ অভিযান শুরুর পর তিন বাহিনীর প্রধানদের সঙ্গে তার কয়েক দফা কথা হয়।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ২২ এপ্রিল পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি ভারতের।
দেশটি বিবৃতিতে বলেছে, পাকিস্তানের যেসব লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে তার মধ্যে পাঞ্জাব প্রদেশে জইশ-ই-মোহাম্মদের শক্তিকেন্দ্র বাহাওয়ালপুরও আছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, অভিযান চলাকালে নয়টি সুনির্দিষ্ট লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে, এগুলোর মধ্যে বাহাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের এবং মুরিদকেতে লস্কর-ই-তৈয়বার সদরদপ্তর রয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি।
07 May 2025, 08:27 AM
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, পাকিস্তানে স্কুল বন্ধ
ভারতের পাকিস্তান আক্রমণ এবং সীমান্তে গোলাগুলির মধ্যে দুই দেশেই কিছু অঞ্চলে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
ভারত শাসিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ এলাকায় বুধবার সব স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।
অপরদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতীয় হামলার জবাবে সামরিক প্রস্তুতির অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইসলামাবাদ।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 08:16 AM
কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের সর্বোচ্চ নিরাপত্তা কমিটির বৈঠক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি সভা ডেকেছেন বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
ভারতের আক্রমণের প্রতিক্রিয়ায় করণীয় নির্ধারণে বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় এ বৈঠক হবে।
মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পেহেলগামে জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানোর কথা বলেছে দিল্লি। এতে পাকিস্তানে অন্তত আটজন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ছয়টি স্থানে হামলার কথা স্বীকার করে দেশটি পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করে।
পাকিস্তান এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয়। প্রতিশোধ নিতে তারা পছন্দমত স্থান এবং সময় বেছে নেওয়ার কথা বলেছে।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 07:48 AM
ভারত-পাকিস্তান উত্তেজনা: পরিস্থিতি পর্যবেক্ষণে রুবিও
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সতর্ক নজর রাখছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি এখন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেছেন।
এর আগে পাকিস্তানে আক্রমণের পর মঙ্গলবার রাতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ফোনে রুবিওকে দেশের সামরিক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস।
Indian Embassy, Washington D.C: Shortly after the strikes, NSA Ajit Doval spoke with US NSA and Secretary of State Marco Rubio and briefed him on the actions taken. pic.twitter.com/Vt9UAim8Rv
— Rahul Shivshankar (@RShivshankar) May 6, 2025
এদিকে হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের এ হামলাকে হতাশাজনক হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, “এটা সত্যিই দুঃখজনক। আমি শুধু চাই, দ্রুত এই সংকটের অবসান ঘটুক।”
রুবিও লেখেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সঙ্গে একমত। তিনিও দ্রুত এই সংকটের অবসান কামনা করেন।
পাশাপাশি ভারত ও পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেছেন তিনি, যাতে শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা যায়।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 07:27 AM
ভারত-পাকিস্তানে বহু বিমানবন্দর বন্ধ, ফ্লাইট বাতিল
এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেটসহ ভারতের বেশ কয়েকটি এয়ারলাইন্স মঙ্গলবার মাঝরাতের পর থেকে ভারতের কাশ্মীর এবং রাজস্থান ও পাঞ্জাবের মত সীমান্তবর্তী রাজ্যের কিছু শহরে ফ্লাইট বাতিল করেছে।
এনডিটিভি জানিয়েছে, কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগর ও লেহ বিমানবন্দর বেসামরিক নাগরিকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর ভারতের অমৃতসর, চণ্ডীগড়, ধর্মশালা বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে।
ইন্ডিগো এয়ারলাইন্স বলেছে, পরিবর্তিত পরিস্থিতিতে এসব বিমানবন্দরের আকাশসীমা নিয়ন্ত্রিত হওয়ায় ফ্লাইট বিঘ্নিত হচ্ছে। তাতে সমস্যায় পড়ছেন যাত্রীরা।
স্পাইসজেট এক্স এ দেওয়া এক পোস্টে বলেছে, চলমান পরিস্থিতির কারণে উত্তর ভারতের কিছু অংশের বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এসব গন্তব্যে তাদের ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সময় দুপুর পর্যন্ত তারা জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোট বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করেছে।
অমৃতসর ও পাঞ্জাবের দুটি বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট দিল্লিতে ডাইভার্ট করেছে।
অপরদিকে ভারতের ক্ষেপণাস্ত্র আক্রমণের খবরের তথ্য প্রচারের পর পাকিস্তান লাহোর ও করাচির প্রধান শহরগুলোর আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দেয়।
ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি প্রধান বিমানবন্দর এ আকাশসীমার মধ্যে পড়ে। ফলে এসব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার খবর দিয়েছে ফ্লাইট রাডার।
কাতারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স সাময়িকভাবে পাকিস্তানে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
এমিরেটস, টার্কিশ কার্গো এবং সৌদিয়ার মত অন্য এয়ারলাইন্সগুলো ফ্লাইট ডাইভার্ট করেছে।
সিএনএনকে পাঠানো বিজ্ঞপ্তিতে এয়ার ফ্রান্স জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা পাকিস্তানের উপর দিয়ে ফ্লাইট চালাবে না।
জার্মান এয়ারলাইন্স লুফথানসা রয়টার্সকে বলেছে, তারাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলবে।
তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স
07 May 2025, 07:14 AM
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিহত ৩: ভারতীয় সেনাবাহিনী
ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র আক্রমণে পাকিস্তানের ছয় স্থানে অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হওয়ার তথ্য দেয় পাকিস্তানের সামরিক বাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআর।
07 May 2025, 06:58 AM
পাকিস্তানে নিহত অন্তত ৮: আইএসপিআর
ভারতের ছোড়া ২৪টি ক্ষেপণাস্ত্র ছয়টি স্থানে আঘাত হানার পর পাকিস্তানে অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআর।
পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে বলেন, সবচেয়ে বড় হামলাটি হয়েছে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের কাছে আহমেদপুর শরকিয়ায়। সেখানে একটি মসজিদ চত্বরে এক শিশুসহ পাঁচজন নিহত হন।
এছাড়া মুরিদকে শহর, শাকরগড় ও শিয়ালকোটের কাছাকাছি একটি গ্রামেও হামলা হয়।
পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলিতে হামলায় দুটি মসজিদ ধ্বংস হয়েছে এবং নিহত হয়েছে ১৬ ও ১৮ বছর বয়সী দুই কিশোর-কিশোরী।
তথ্যসূত্র: আল-জাজিরা
07 May 2025, 06:41 AM
জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই হামলা: দাবি ভারতের
পাকিস্তানে ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীগুলোর প্রধান দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী—রয়টার্সের কাছে এমন দাবি করেছে ভারতের একটি প্রতিরক্ষা সূত্র।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল বাহাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের সদর দফতর ও রিদকেতে লস্কর-ই-তৈয়বার ঘাঁটি।
এর আগে কাশ্মীরে গত ২২ এপ্রিল পর্যটকদের ওপর হামলার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি সংগঠন, যেটিকে লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন হিসেবে দেখা হয়।
07 May 2025, 06:15 AM
ভারত সীমা ছাড়িয়েছে, প্রতিশোধ নেব: পাকিস্তানের তথ্যমন্ত্রী
ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, “তারা আমাদের সহ্যসীমা অতিক্রম করেছে।"
পাল্টাপাল্টি এ হামলার বিষয়ে সামরিক বাহিনীর মুখপাত্রের আগের মন্তব্যগুলোই তিনি তুলে ধরেন। বলেন, "এ আক্রমণ অযৌক্তিক এবং পুরোপুরি অন্ধ আগ্রাসন। আমরা অবশ্যই পাল্টা হামলা চালাব...। আমাদের প্রতিশোধ হবে স্থল ও আকাশপথে।"
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 06:01 AM
ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত: পাকিস্তান
ভারতের হামলার পর থেকে মোট পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
এর আগে রয়টার্সে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছিলেন, অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী।
07 May 2025, 05:51 AM
অপারেশন সিঁদুর: এনডিটিভির খবর
07 May 2025, 05:47 AM
এক নজরে: ভারত-পাকিস্তান সংঘাত
১৯৪৭: দেশভাগের দুই মাসের মাথায় কাশ্মীর ঘিরে প্রথম যুদ্ধ। জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি, টানা হয় নিয়ন্ত্রণরেখা।
১৯৬৫: ফের কাশ্মীরে যুদ্ধ। দুই পক্ষের প্রচণ্ড লড়াইয়ের পর যুদ্ধবিরতি।
১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ভারত-পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। পাকিস্তানের পরাজয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।
১৯৮৯: ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মীর উপত্যকায় সশস্ত্র লড়াই।
১৯৯৯: কারগিলে অনুপ্রবেশ। ভারতীয় বাহিনীর জবাবে পাকিস্তান পিছু হটে।
২০০১: দিল্লির সংসদে হামলা। সীমান্তে যুদ্ধাবস্থা, কিন্তু বড় সংঘর্ষ হয়নি।
২০১৬: উরিতে সেনাঘাঁটিতে হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’।
২০১৯: পুলওয়ামা হামলা, বালাকোটে ভারতের বিমান হামলা। দু’দেশের যুদ্ধবিমানের লড়াই।
২০২৫: কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জেরে আবার উত্তেজনা। ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’, পাকিস্তান হুঁশিয়ারি দেয় পাল্টা জবাবের।
07 May 2025, 05:31 AM
বিস্ফোরণে ঘুম ভেঙে যায় মুজাফ্ফরাবাদের বাসিন্দাদের, এলাকায় আতঙ্ক
ভারত হামলা শুরু করার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফ্ফরাবাদে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা বলেছেন স্থানীয় বাসিন্দারা।
বিলাল মসজিদের পাশে এক বাড়ির বাসিন্দা মোহাম্মদ ওহিদ বলেন, “আমি গভীর ঘুমে ছিলাম, হঠাৎ বিস্ফোরণে আমার বাড়ি কেঁপে ওঠে।
“আমি দৌড়ে রাস্তায় বের হয়ে দেখি, আশেপাশের লোকজনও একইভাবে বেরিয়ে এসেছে। আমরা বুঝে ওঠার আগেই আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানে, পুরো এলাকায় আতঙ্ক আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।”
ওহিদ বলেন, তাদের এলাকায় ডজনখানেক মানুষ আহত হয়েছেন;তাদের প্রায় ২৫ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
“শিশুরা কাঁদছে, নারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। আমরা সবাই ভীত। কী করব, কিছুই বুঝতে পারছি না। মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, আর এই অনিশ্চয়তা যেন আমাদের গিলে খাচ্ছে।”
তিনি বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী উপস্থিত ছিল। কিন্তু তিনি বুঝে উঠতে পারছেন না কেন একটি মসজিদ লক্ষ্য করে হামলা চালানো হল।
“এটা একেবারে সাধারণ একটা পাড়ার মসজিদ, যেখানে আমরা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম। এখানে কখনোই কোনো সন্দেহজনক কিছু দেখিনি।”
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 05:25 AM
উত্তেজনা শুরু ২২ এপ্রিল
ভারতের কাম্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে বাড়তে চরমে ওঠে। একে অপরের বিরুদ্ধে কূটনৈতিকসহ বিভিন্ন ধরনের কঠোর পদক্ষেপ নিতে শুরু করে দেশ দুটি।
পাল্টাপাল্টি হিসেবে গত কয়দিনে নেওয়া পদক্ষেপগুলো এক নজরে–
ভ্রমণ
প্রথমে ভারত বন্ধ করে দেয় স্থল সীমান্ত। তাৎক্ষণিকভাবে সমন্বিত আটারি-ওয়াঘা সীমান্ত চেকপোস্ট বন্ধের ঘোষণা দেয়। এ পথে যারা ভারতে এসেছিলেন সেসব পাকিস্তানিদের ফেরত যেতে এক সপ্তাহ সময় বেধে দেয়। পাল্টায় পাকিস্তানও তাদের একমাত্র উন্মুক্ত স্থল সীমান্ত বন্ধ করে দেয়।
পরে একে অপরের আকাশসীমা বন্ধ করে দেয়। এক দেশে আরেক দেশের আকাশসীমায় কোনো উড়োজাহাজ চলতে না দেওয়ার ঘোষণা দেয়। ফলে উভয় দেশের এয়ারলাইন্সগুলোকে ঘুরপথ পাড়ি দিয়ে ভিন্ন গন্তব্যে যেতে হয়।
শুধু তাই নয় সমুদ্র ও নৌ পথেও একে অপরের পতাকাবাহী সব জাহাজকে তাদের বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।
ভারত এর আগে দেওয়া পাকিস্তানিদের জন্য সব ভিসা বাতিল করে এবং ফিরে যাওয়ার জন্য ৭২ ঘণ্টার কম সময় বেঁধে দেয়।
বাণিজ্য
ভারতের কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তান দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করে এবং নয়া দিল্লির সঙ্গে সব বাণিজ্য স্থগিত করে। ভারতও পাকিস্তান থেকে আসা বা দেশটির ট্রানজিট ব্যবহার করে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়।
পানি চুক্তি
ঐতিহাসিক সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। ১৯৬০ সালে নেওয়া পানি বন্টনের এ চুক্তি স্থগিতের পাশাপাশি কয়েকটি নদী থেকে পানি সরবরাহ কমিয়ে দেওয়া শু্রু করে বলে খবরে এসেছে। এ চুক্তি স্থগিতের ফলে সিন্ধু ও এর শাখা নদী ঝিলাম, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও শতদ্রু এর পানি যতটুকু যাওয়া প্রয়োজন তা যাবে না। এসব নদীর পানিকে কেন্দ্র করে জলবিদ্যুৎ ও সেচ ব্যবস্থা গড়ে তুলেছে পাকিস্তান। ফলে এসব নদীর পানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল পাকিস্তান জোরালোভাবে বলেছে, এর প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা ‘যুদ্ধের পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হবে।
কূটনীতি
প্রতিবেশী দুই দেশের রাজধানীতে অবস্থিত দূতাবাসে একে অপরের প্রতিরক্ষা উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে। দূতাবাসগুলোতে একে অপরের কর্মী সংখ্যা কমিয়ে ফেলতে বলে। হাই কমিশনের সামগ্রিক লোকবল ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
ডাক
ভারত আকাশ ও স্থলপথে পাকিস্তান থেকে আসা সব ধরনের ডাক ও পার্সেল বিনিময় স্থগিত করে।
তথ্যসূত্র: রয়টার্স
07 May 2025, 05:13 AM
দুটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ বলেছেন, অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী।
তিনি বলেন, পাকিস্তানি সেনারা এখন সম্মুখ সমরে অংশ নিচ্ছে। তবে কোথায় সেই যুদ্ধ হচ্ছে, সেই তথ্য তিনি প্রকাশ করতে চাননি।
আহমেদ শরীফ বলেন, আত্মরক্ষার অধিকার পাকিস্তানের আছে এবং সেই প্রতিরক্ষার কাজই চলছে।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 05:05 AM
দুই শিশুসহ নিহত ৭, মসজিদেও আঘাত: পাকিস্তানি সেনাবাহিনী
পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ বলেছেন, ভারতের চালানো হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুটি শিশু রয়েছে।
বিবিসিকে তিনি বলেন, হামলার আঘাতে একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে মসজিদও রয়েছে।
“এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন,” বলেন আহমেদ শরীফ।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 05:01 AM
ভারত না পাকিস্তান, সামরিক শক্তিতে কে বেশি বলবান
লন্ডনভিত্তিক ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট পর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ এর তথ্যের ভিত্তিতে ভারত-পাকিস্তানের প্রতিরক্ষা শক্তির তুলনামূলক চিত্র তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।
বাহিনীতে সদস্য
ভারতের বিভিন্ন বাহিনীতে মোট ১৪ লাখ সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সেনা বাহিনীতে ১২ লাখ ৩৭ হাজার, নৌ বাহিনীতে ৭৫ হাজার ৫০০, বিমান বাহিনীতে ১ লাখ ৪৯ হাজার ও ১৩ হাজার ৩৫০ সদস্য রয়েছে কোস্ট গার্ডে।
অপরদিকে পাকিস্তানের তিন বাহিনীতে মোট সদস্য রয়েছে ৭ লাখ। এর মধ্যে সেনা সদস্য ৫ লাখ ৬০ হাজার, বিমান বাহিনীতে ৭০ হাজার আর নৌ বাহিনীতে কাজ করছে ৩০ হাজার।
স্থল শক্তি
ভারতের অস্ত্রসম্ভারের মধ্যে কামান রয়েছে ৯ হাজার ৭৪৩টি। বিপরীতে পাকিস্তানের রয়েছে ৪ হাজার ৬১৯টি। ভারতের ট্যাংক রয়েছে ৩ হাজার ৭৪০টি, পাকিস্তানের কাছে আছে ২ হাজার ৫৩৭টি।
আকাশ শক্তি
ভারতের যুদ্ধবিমান রয়েছে ৭৩০টি। আর পাকিস্তানের বহরে রয়েছে ৪৫২টি।
নৌ শক্তি
ভারতের কাছে রয়েছে ১৬টি সাবমেরিন, ১১টি ডেস্ট্রয়ার, ১৬টি যুদ্ধজাহাজ এবং দুটি বিমানবাহী রণতরী। পাকিস্তান নৌবাহিনীর কাছে রয়েছে আটটি সাবমেরিন ও ১০টি যুদ্ধজাহাজ।
পারমাণবিক অস্ত্র
পারমাণবিক বোমার সক্ষমতার দিক থেকে প্রায় সমানে সমান দেশ দুটি। ভারতের কাছে রয়েছে ১৭২টি, বিপরীতে পাকিস্তানের আছে ১৭০টি।
কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটে। তাতে ২৬ জনের প্রায় যায়।
ওই হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে আরও অবনতি ঘটে। উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক সীমিত করে ফেলে; একে অপরের নাগরিকদের ‘বিতাড়িত’ করাসহ দ্বিপক্ষীয় নানা চুক্তিও স্থগিত হয়ে যায়। এখন বড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
07 May 2025, 04:53 AM
সর্বশক্তি দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করবে পাকিস্তান: পররাষ্ট্রমন্ত্রী
ভারতের হামলাকে ‘পাকিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
এক এক্স পোস্টে তিনি লিখেছেন, “এই হামলা আঞ্চলিক শান্তিকে ঝুঁকিতে ফেলেছে।”
তিনি বলেন, “পাকিস্তান তার “সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সকল উপায়ে প্রতিরোধ করবে।”
তথ্যসূত্র: আল জাজিরা
"Pakistan strongly condemns India's aggression, which is flagrant violation of Pakistan’s sovereignty, the UN Charter & international law. It has jeopardized regional peace. Pakistan reserves the right to respond as per Article 51 of the UN Charter. We will protect our…
— Ishaq Dar (@MIshaqDar50) May 6, 2025
07 May 2025, 04:49 AM
এটা হতাশাজনক: ট্রাম্প
পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, “এটা হতাশাজনক।”
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা ঠিক ওভাল অফিসে ঢোকার সময়ই খবরটা পেলাম।”
ট্রাম্প বলেন, “আমি মনে করছি অতীতের কিছু ঘটনার উপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তারা অনেক, অনেক যুগ ধরে একে অপরের সঙ্গে লড়াই করে আসছে।
“সঠিক করে বলা হলে, এক শতক ধরে তারা লেগে আছে বলে মনে করতে পারেন। আশা করছি এটি দ্রুতই শেষ হবে।”
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 04:43 AM
উদ্বিগ্ন জাতিসংঘ, সর্বোচ্চ সংযমের আহ্বান
ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার এক বিবৃতিতে তার মুখপাত্র বলেন, “নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।”
ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন গুতেরেস।
তথ্যসূত্র: রয়টার্স
07 May 2025, 04:38 AM
ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত: পাকিস্তান
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ এবং মুজাফ্ফরাবাদে মধ্যরাতের পর শিশুসহ তিনজন পাকিস্তানি নিহত এবং ১২ জন আহত হয়েছেন। হামলার স্থানের মধ্যে দুটি মসজিদ রয়েছে।
তিনি ভারতীয় হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ইতোমধ্যে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে।
তথ্যসূত্র: রয়টার্স
07 May 2025, 04:38 AM
জবাব দেবে পাকিস্তান: প্রধানমন্ত্রী শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেছেন, “বিশ্বাসঘাতক শত্রু পাকিস্তানের ভেতরে পাঁচটি স্থানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এই ঘৃণ্য আগ্রাসনের শাস্তি থেকে তারা রেহাই পাবে না।”
তিনি বলেন, “বিনা উসকানিতে ভারতের এই হামলার বিরুদ্ধে জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তান সংরক্ষণ করে—এবং সেই জবাব ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
“পুরো জাতি আমাদের সশস্ত্র বাহিনীর পাশে একতাবদ্ধ। আমাদের মনোবল ও সংকল্প অটুট। পাকিস্তানের সাহসী অফিসার ও সেনাদের জন্য আমাদের প্রার্থনা রইল।
“পাকিস্তানের জনগণ ও বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। শক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে যে কোনো হুমকির মোকাবিলা করে শত্রুকে পরাজিত করতে তারা সক্ষম।”
তিনি বলেন, “শত্রুকে তাদের লক্ষ্য কখনোই পূরণ করতে দেওয়া হবে না।”
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 04:33 AM
ভারত নিজেদের আকাশসীমা থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওজা আসিফ জিও টেলিভিশনকে বলেছেন, ভারত নিজেদের আকাশসীমা থেকে পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
তিনি বলেন, হামলাগুলো হয়েছে জনবহুল এলাকায়। ভারত ‘সন্ত্রাসীদের ঘাঁটিতে’ অভিযানের যে দাবি করেছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা’।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 04:28 AM
সীমান্তে গোলা ছুড়েছে পাকিস্তান, বলছে ভারত
ভারতীয় সেনাবাহিনী বলেছে, তাদের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গালিতে গোলাবর্ষণ করেছে পাকিস্তান।
এক্স-এ দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী বলেছে, তারা ‘পরিস্থিতি অনুযায়ী পরিমিত ও উপযুক্ত’ জবাব দিচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 04:28 AM
ভারতের হামলার ঘোষণার পর বিস্ফোরণের শব্দ
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফ্ফরাবাদ শহরের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রয়টার্স জানিয়েছে, পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে একাধিক প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, মুজাফ্ফরাবাদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 04:27 AM
‘অপারেশন সিঁদুর’
ভারতের নিরাপত্তাবাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘সন্ত্রাসবাদী কাঠামোতে’ হামলা চালিয়েছে তারা।
‘অপারেশন সিঁদুর’ নামে চালানো এই অভিযানে মোট ৯টি স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে বলে ভারত সরকারের ভাষ্য।
#PahalgamTerrorAttack
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 6, 2025
Justice is Served.
Jai Hind! pic.twitter.com/Aruatj6OfA
বিবৃতিতে বলা হয়, “যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও নির্দেশ দেওয়া হয়েছে, সেসব স্থাপনাই ছিল এই অভিযানের লক্ষ্য।”
বিবৃতিতে আরও বলা হয়, “কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা হয়নি। লক্ষ্যমাত্রা নির্ধারণ ও হামলা পরিচালনায় ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।”
গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর এই অভিযানের নির্দেশ দেওয়া হয় বলে ভারত সরকারের ভাষ্য।
তথ্যসূত্র: বিবিসি
India has launched #OperationSindoor, a precise and restrained response to the barbaric #PahalgamTerrorAttack that claimed 26 lives, including one Nepali citizen. Focused strikes were carried out on nine #terrorist infrastructure sites in Pakistan and Pakistan-occupied Jammu and…
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) May 6, 2025
07 May 2025, 04:22 AM
'কাপুরুষোচিত হামলার’ জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের
ভারতের আকাশসীমা থেকে চালানো ‘কাপুরুষোচিত’ হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছে পাকিস্তান।
দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, “উপযুক্ত সময় এবং স্থানে এই হামলার জবাব দেব আমরা।”
তিনি আরও বলেন, “আমাদের সব যুদ্ধবিমান আকাশে রয়েছে।”
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 04:21 AM
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত: পাকিস্তান সেনাবাহিনী
পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের তিনটি স্থানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেছেন সেনাবাহিনীর মুখপাত্র।
রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তান শাসিত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় তীব্র গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।
ভারতীয় পুলিশের দাবি, হামলায় জড়িতদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক। অন্যদিকে পাকিস্তান বলে আসছে, ওই হামলায় তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না।
তথ্যসূত্র: বিবিসি
07 May 2025, 04:20 AM
লাইভ শুরু!
পাকিস্তানে ভারতের হামলা নিয়ে আমাদের লাইভ ব্লগে স্বাগত! সঙ্গে আছি জাহিদুল কবির ও তনুশ্রী বিশ্বাস।