Published : 10 Jun 2025, 10:08 PM
অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি হাই স্কুলে এলোপাথারি গুলি চালিয়ে অন্তত ৯ জনকে হত্যা করা বন্দুকধারী ছিলেন সেই স্কুলেরই সাবেক ছাত্র। তার বয়স ২১ বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
গ্রাজ শহরেরই বাসিন্দা ছিলেন এই যুবক। তিনি স্কুলের লেখাপড়া শেষ করেননি বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। পুলিশ বলছে, হামলায় বন্দুকধারী দুটো আগ্রেয়াস্ত্র ব্যবহার করেছিলেন।
দুটো অস্ত্রেরই বৈধ মালিকানা ছিল তার। ছিল আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও। স্কুলে হামলার ঘটনার আগে এই যুবক পুলিশের কাছে পরিচিত ছিলেন না।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ড্রায়ার্স্যুটজেনগাসে হাই স্কুলে গুলির ঘটনা ঘটে। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রাণহানি হয় ৯ জনের। শেষে নিজেকেও গুলি করেন হামলাকারী। স্কুলের বাথরুমে পুলিশ সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ পেয়েছে।
হামলায় আহত হয়েছিলেন আরও ১২ জন। তাদের একজন পরে হাসপাতালে মারা যান। বাকি ১১ জনের চিকিৎসা এখনও চলছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মধ্য ইউরোপের দেশগুলোতে সাধারণত এমন বেপরোয়া গুলির ঘটনা দেখা যায় না। সেখানে অস্ট্রিয়ায় এমন হামলায় প্রশাসন স্তম্ভিত হয়েছে।
২১ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনও অজানা। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্টকার এক্স-এ এক পোস্টে হামলার ঘটনায় শোকপ্রকাশ করে লেখেন, “গ্রাজ়ের স্কুলের এই ঘটনা জাতীয় শোক। এই মর্মান্তিক ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।”
বিবিসি জানায়, স্কুলে হামলার এই ঘটনায় অস্ট্রিয়াজুড়ে তিনদিন শোক পালন করা হবে। বুধবার সকাল ১০ টায় দেশজুড়ে নিহতদের স্মরণে পালন করা হবে এক মিনিট নীরবতা।