Published : 09 May 2025, 04:34 PM
রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট পোপ নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, প্রথম কোনো আমেরিকানের ক্যাথলিক চার্চের প্রধান হওয়া ‘দেশের জন্য বিরাট সম্মানের’।
বৃহস্পতিবার কার্ডিনালদের মহাগোপনীয় কনক্লেভে প্রিভোস্ট পোপ হিসেবে নির্বাচিত হন। ভ্যাটিকানের প্রধান হওয়ার পর তিনি ‘পোপ চতুর্দশ লিও’ নাম নেন। শিকাগোতে জন্ম নেওয়া এ পোপের পেরুর নাগরিকত্বও আছে।
তাকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেছেন, “আমেরিকা থেকে একজন পোপ পাওয়া বিরাট সম্মানের।” রিপাবলিকান এ প্রেসিডেন্ট কদিন আগে মজা করে নিজেই পোপ হতে চেয়েছিলেন।
বিবিসি জানিয়েছে, ৬৯ বছর বয়সী নতুন এ পোপ পেরুতে মিশনারির দায়িত্ব পালনে যাওয়ার আগে ফিলাডেলফিয়ার বাইরে এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।
যুক্তরাষ্ট্রে ক্যাথলিকদের সংখ্যা বিশ্বের দেশগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ; সেই দেশেরই একজন প্রথমবার ক্যাথলিক চার্চের প্রধান হওয়ায় সেখানকার রাজনীতি, সংস্কৃতি সব অঙ্গনেই দেখা যাচ্ছে উচ্ছ্বাস।
ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নতুন পোপকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লেখেন, “আমি নিশ্চিত, বিশ্বজুড়ে কোটি কোটি আমেরিকান ক্যাথলিক ও অন্যান্য খ্রিষ্টানরা চার্চের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার সফলতার জন্য প্রার্থনা করবেন।” ভ্যান্স নিজেও ২০১৯ সালে ক্যাথলিক মতবাদে দীক্ষিত হন।
সাবেক প্রেসিডেন্ট ধর্মপ্রাণ ক্যাথলিক জো বাইডেন নতুন পোপকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “হাবাস পাপাম (আমাদের একজন পোপ আছেন), ঈশ্বর ইলিনয়ের পোপ চতুর্দশ লিওর মঙ্গল করুন।”
শিকাগো থেকে রাজনৈতিক জীবন শুরু করা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা লিখেছেন, “শিকাগোর এক সন্তানকে পোপ হিসেবে দেখে আমি ও মিশেল আনন্দিত। ধর্ম নির্বিশেষে কোটি মানুষের কাছে তিনি অনুপ্রেরণার প্রতীক হবেন।”
আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে নিজের এবং স্ত্রীর কথা উল্লেখ করে বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। যুক্তরাষ্ট্রের ক্যাথলিকদের জন্য এবং বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক ও আশাব্যঞ্জক মুহূর্ত।”
নতুন পোপকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
“প্রথম আমেরিকান পোপের মাধ্যমে হোলি সি (ক্যাথলিক চার্চ) এর সাথে আমাদের স্থায়ী সম্পর্ক আরও গভীর করার জন্য যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে,” বলেছেন ক্যাথলিক মতবাদ
প্রিভোস্টের নিজ শহরে শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন অভিনন্দন জানিয়ে লিখেছেন, “অসাধারণ সব কিছুই শিকাগো থেকে আসে—এমনকি পোপও! প্রথম মার্কিন পোপ লিও চতুর্দশকে অভিনন্দন।”
আর ইলিনয় রাজ্যের গভর্নর জেবি প্রিৎসকার লিখেছেন, “পোপ লিও চতুর্দশের মাধ্যমে এক নতুন অধ্যায় শুরু হলো। এই সময়ে আমাদের দরকার সহানুভূতি, ঐক্য ও শান্তি।”