০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ইরান-ইসরায়েল 'পুরোপুরি' যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প

  • যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
  • ইরানের হামলার প্রতিবাদ জানিয়ে কাতার বলেছে, জবাব দেওয়ার পূর্ণ অধিকার তারা রাখে
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে কেউ হতাহত হয়নি, বলছে পেন্টাগন
  • হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
  • উত্তেজনা প্রশমনের আহ্বান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর
  • ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কোনো ভিত্তি নেই: পুতিন

24 Jun 2025, 05:15 AM

ইরান-ইসরায়েল 'পুরোপুরি' যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প

কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার ঘণ্টা কয়েক পর এক তেহরান ও তেল আবিব 'সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ' যুদ্ধবিরতি এরতে রাজি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এটি কার্যকর হলে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ১২ দিনের সংঘাতের অবসান ঘটবে।
রয়টার্স ও আল জাজিরা ট্রাম্পের ট্রুথ সোশালে করা পোস্টের বরাতে এ খবর দিয়েছে। 
তবে ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো বক্তব্য আসেনি।

সবাইকে অভিনন্দন জানিয়ে, ট্রুথ এর পোস্টে ট্রাম্প লেখেন, ২৪ ঘণ্টার মধ্যে এ যুদ্ধ বিরতি কার্যকর হবে। আনুষ্ঠানিকভাবে ইরান ১২তম ঘণ্টায় এবং ইসরায়েল ২৪তম ঘণ্টায় এ যুদ্ধ শেষ করবে।
সবকিছু ঠিকভাবে চললে ১২ দিনের এ যুদ্ধ শেষ হবে, যাকে স্বাগত জানাবে বিশ্ব।
যুদ্ধবিরতির সময় উভয় পক্ষ শান্তি বজায় রাখবে ও শ্রদ্ধাশীল থাকবে।

24 Jun 2025, 02:20 AM

ইরানে অভিযানের ‘শেষ পর্যায়ে’ ইসরায়েল, তবে সব নির্ভর করছে তেহরানের ওপর

ইসরায়েল তার ইরানবিরোধী সামরিক অভিযান শিগগিরই শেষ করতে চায় এবং সে বার্তা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির তিনজন শীর্ষ কর্মকর্তা।

তবে সবকিছু নির্ভর করছে তাদের প্রতিপক্ষ ইরানের পরবর্তী পদক্ষেপের ওপর।

আরও দুই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি নেতারা এখন এমন একটি নির্ভরযোগ্য ‘এগজিট স্ট্র্যাটেজি’ নিয়ে কাজ করছেন, যার মাধ্যমে অভিযান শেষ করা যাবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও থেমে যাবে—ফলে পাল্টা-পাল্টি হামলার চক্রে পঙ্গু হয়ে পড়ার ঝুঁকি কমবে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে, তারা তাদের কৌশলগত লক্ষ্য পূরণ করার কাছাকাছি পৌঁছে গেছে।

ইসরায়েল ইরানে হামলার সময় নিজে বেছে নিয়েছিল, কিন্তু সংঘাত কখন শেষ হবে তা তাদের ইচ্ছার ওপর হয়ত নির্ভর করবে না। তেহরান যদি লড়াই দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নেয়, তাহলে ইসরায়েল একটি ব্যয়বহুল যুদ্ধের ফাঁদে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইসরায়েলের সাবেক উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এরান লারম্যান বলেন, “আমরা এখনও সেখানে পৌঁছাইনি, তবে এটা কয়েক দিনের ব্যাপার বলেই মনে হচ্ছে।” 

তার এই বক্তব্য ইসরায়েলি কর্মকর্তাদের অবস্থানের সঙ্গেই মিলে গেছে।

সূত্র: আল জাজিরা
 

24 Jun 2025, 01:48 AM

পারমাণবিক চুক্তি নিশ্চিত করতে ইরানের হামলা ‘হজম করতে পারে যুক্তরাষ্ট্র’

আল জাজিরা মিডিয়া ইনস্টিটিউটের গবেষক লিকা মাকি মনে করেন, মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় যদি হতাহতের ঘটনা না ঘটে, তাহলে যুক্তরাষ্ট্র হয়ত ‘প্রতিশোধ’ নেবে না; তারা হয়ত সহ্য করে নেবে। 

“এর পরিবর্তে একটা পারমাণবিক চুক্তি করতে পারলে ইরানে হামলা চালানোকে ট্রাম্প প্রশাসন একটি রাজনৈতিক সাফল্যে হিসেবে দেখাতে পারবে।”

মাকি বলেন, ইরানের কাছে এখনও বিপুল পরিমাণে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং পারমাণবিক প্রযুক্তি রয়েছে। 

“ফলে দুই থেকে তিন বছরের মধ্যে ইরান আবার পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারবে। এমনকি বিশ্ব টের পাওয়ার আগে তারা একটি বোমাও বানিয়ে ফেলতে পারে।”

তিনি আরও বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনার ওপর চালানো হামলাকে যুক্তরাষ্ট্র ‘বিনিয়োগ’ হিসেবে ব্যবহার করতে চাইবে। তারা চাইবে এর মাধ্যমে  যেন একটি নতুন চুক্তি করা যায়, যে চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত বা বন্ধ করে দেবে।”

24 Jun 2025, 01:47 AM

লেবাননের প্রধানমন্ত্রী তখন দোহাগামী ফ্লাইটে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে কাতার যখন তার আকাশসীমা বন্ধ করে দেয়, তখন দোহার পথে ফ্লাইটে ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। 
বিবিসি লিখেছে, সালাম এখন বাহরাইনে আছেন বলে তার একজন উপদেষ্টা নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার আগেই কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
 

24 Jun 2025, 01:43 AM

কোনো আগ্রাসন মেনে নেবে না ইরান: খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক এক্স পোস্টে বলেছেন, ইরান কারো কোনো ক্ষতি করেনি এবং কোনো পরিস্থিতিতেই তারা কারও আগ্রাসন মেনে নেবে না।

তিনি বলেন, "ইরান কারও আগ্রাসনের কাছে মাথা নত করবে না, এটাই ইরানি জাতির যুক্তি।"

24 Jun 2025, 01:14 AM

সমন্বিত পূর্ব প্রস্তুতিতে ঘাঁটি খালি করা হয়েছিল আগেই: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন বলছে, এখন পর্যন্ত কাতারে তাদের ঘাঁটি লক্ষ্য করেই কেবল হামলা চালানো হয়েছে।

আল জাজিরা লিখেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে কোনো হতাহতের খবর নেই। ধারণা করা হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক চ্যানেলে যে ধরনের যোগাযোগ হয়েছে, তার ফলে আগেভাগেই ঘাঁটিটি খালি করা সম্ভব হয়েছে, যা ক্ষয়ক্ষতির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে।

আল উদেইদ এয়ার বেইসে হামলার আগেই সেখানে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হয়।

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র আগে থেকেই অঞ্চলজুড়ে প্রস্তুতি নিয়ে রেখেছিল। এর ফলে অন্য সব মার্কিন ঘাঁটিতেও সর্বোচ্চ সতর্কাবস্থা জারি আছে।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এখনো সতর্ক রয়েছে, তবে অন্য কোনো ঘাঁটিতে হামলার সম্ভাব্য লক্ষণ আপাতত তাদের নজরে পড়ছে না। 

24 Jun 2025, 01:07 AM

কাতারে হামলায় ইরাকের ‘উদ্বেগ’, কঠোর সমালোচনা আমিরাতের

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বেড়ে যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইরাক।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘাতের এই বৃদ্ধির ব্যাপারেই ইরাক দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে। এটি সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

অপরদিকে ইরানের এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ চার্টারের সুষ্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছে সংযুক্ত আরব আমিরাত।

এক বিবৃতিতে আরব আমিরাত বলেছে, কাতারের নিরাপত্তার জন্য হুমকি ও এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে এমন যেকোনো আক্রমণকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে আর আমিরাত।

24 Jun 2025, 12:58 AM

‘নৈরাজ্যের চক্র’ বন্ধ হওয়া জরুরি, বললেন মাক্রোঁ

চলমান উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এক এক্স পোস্টে বলেছেন, “নৈরাজ্যের চক্র’ বন্ধ করে আবারও কূটনীতির পথে ফিরে যাওয়া জরুরি।”
তার এই মন্তব্যের আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো ফ্রান্স টু টেলিভিশনকে বলেন, ক্ষেপণাস্ত্র হামলাগুলোতে যদিও কোনো প্রাণহানি হয়নি, তবুও এটি একটি ‘বিপজ্জনক উত্তেজনাকর পরিস্থিতি’ সৃষ্টি করেছে। তিনি সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান।

24 Jun 2025, 12:53 AM

এই হামলা কাতারের বিরুদ্ধে নয়, নিশানা যুক্তরাষ্ট্র: ইরান

 

কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান বলেছে, এই হামলা কোনওভাবেই কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়। হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ঘাঁটি।

ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ সোমবার এক বিবৃতিতে বলেছে, ইরান হামলা চালিয়ে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি চুরমার করে দিয়েছে। এই হামলা কাতার কিংবা দেশটির জনগণের জন্য কোনওভাবেই বিপজ্জনক নয়।
কাতারের সঙ্গে দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে আশ্বাস্ত করা হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যতগুলো বোমা ফেলেছে, কাতারের মার্কিন ঘাঁটি ধ্বংস করতেও ঠিক সেই পরিমাণ ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান।

24 Jun 2025, 12:52 AM

‘ইরান পাল্টা জবাব অব্যাহত রাখবে’

মার্কিন হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ অব্যাহত রাখবে বলে দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

তিনি বলেন, ইরানের প্রয়োজনীয় যৌক্তিকতা রয়েছে আক্রমণকারীকে শাস্তি দেওয়ার পর কূটনীতি শুরু করা। আলোচনার

পথ খুঁজলে আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধ করতে হবে।

24 Jun 2025, 12:48 AM

যুক্তরাষ্ট্র এখন কী করবে? সিচুয়েশন রুমে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সিচুয়েশন রুমে অবস্থান করছেন। জাতীয় নিরাপত্তা পরিষদের এই বৈঠক আগেই নির্ধারিত ছিল। 
হোয়াইট হাউজ বলেছে, সেখান থেকেই তারা কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
এই হামলা একেবারে অচিন্ত্যনীয় ছিল না। গত শনিবার রাতে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এমন পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা ছিলই। মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন বাহিনী আগে থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল, এমন হামলার জন্য প্রস্তুতও ছিল।
তবে ইরানের এই হামলার প্রকৃত মাত্রা কী, সেটা বুঝতে যুক্তরাষ্ট্রের কিছুটা সময় লাগবে। আর সেই তথ্য পাওয়ার পরই প্রেসিডেন্ট ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কীভাবে এর জবাব দেবেন।
এটা এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এখন বোঝা যাবে—এই সংঘাত আরও বিস্তৃত ও জটিল রূপ নেবে, নাকি এটাকে নিয়ন্ত্রণের ভেতর রাখা যাবে।
যুক্তরাষ্ট্র আশা করেছিল, তারা ইরানের পারমাণবিক স্থাপনায় একবারের একটি নিখুঁত, কৌশলগত হামলা চালিয়ে থেমে যাবে। কিন্তু ইরানের প্রতিক্রিয়া আসবেই—সেটা অনুমেয় ছিল। যুক্তরাষ্ট্র এখন কী করবে, তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।

সূত্র: বিবিসি

24 Jun 2025, 12:33 AM

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ‘অযৌক্তিক’: সৌদি আরব

কাতারে আল উদেইদ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের চালানো হামলার কঠোর সমালোচনা করেছে সৌদি আরব।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সম্পর্কের নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

“এটি আপত্তিকর বিষয়, যা যেকোনো পরিস্থিতিতেই অযৌক্তিক। সৌদি আরব ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের প্রতি সমর্থন ও অবস্থানের প্রতি জোর দিচ্ছে।”

24 Jun 2025, 12:16 AM

কাতারের মার্কিন ঘাঁটিতে কেউ হতাহত হয়নি: পেন্টাগন

কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের চালানো হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে পেন্টাগন।

পেন্টাগন বলছে, ইরান স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

মার্কিন প্রতিরক্ষা এক কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, ওই হামলা যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হননি। প্রতিরক্ষা কর্মকর্তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন।

24 Jun 2025, 12:11 AM

হরমুজ প্রণালী বন্ধ করবে ইরান? করলে বিশ্বে এর কী প্রভাব পড়বে?

পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান বিশ্বজুড়ে তেল সরবরাহের সবচেয়ে ব্যস্ত জাহাজ চলাচল পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে বলে যথেষ্টই জল্পনা তৈরি হয়েছিল।

রোববার ইরানের পার্লামেন্টের ভোটে এই প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদন করেছে এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই জলপথ ইরান বন্ধ করবে কিনা, কীভাবে তারা এটা বন্ধ করবে আর তা করলেই বা এর ফল কী হবে- উঠে আসছে সেইসব প্রশ্ন।

হরমুজ প্রণালীর সংকীর্ণ পথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। বিবিসি লিখেছে, এই প্রণালী বন্ধ করে দিলে বিশ্বের অর্থনীতিতে তা গভীর প্রভাব ফেলবে। বিঘ্নিত হবে আন্তর্জাতিক বাণিজ্য। বেড়ে যাবে তেলের দাম।

বিশ্বজুড়ে পণ্য ও সেবার দামও বেড়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি অর্থনীতির দেশ, যার মধ্যে আছে চীন, ভারত এবং জাপানও। বিশ্বে হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানির শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে এই তিন দেশও।

24 Jun 2025, 12:08 AM

সিরিয়ার প্রধান মার্কিন ঘাঁটি পূর্ণ সতর্কতায়

কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পরপরই সিরিয়ায় প্রধান মার্কিন ঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছে।
 
উত্তর-পূর্ব সিরিয়ায় কাসরাক নামে পরিচিত এ ঘাঁটিতে থাকা মার্কিন সেনারা সম্পূর্ণ সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছে সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র। 

ইরান বা ইরান-জোটবদ্ধ গোষ্ঠীগুলোর সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুত রয়েছে এ ঘাঁটি।

সিরিয়ার উত্তর-পূর্ব হাসাকাহ প্রদেশের দুটি ঘাঁটির মধ্যে একটি কাসরাক যেখানে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করছেন। 

সূত্র: আল জাজিরা

24 Jun 2025, 12:05 AM

দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনের সঙ্গে ঢাকার সব ফ্লাইট বন্ধ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার রাতে এক বার্তায় বলেছে, চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। 

“সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে আগমন ও বহির্গমনকারী সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে।

“এই পরিস্থিতিতে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময়সূচি পুনঃনির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।”

24 Jun 2025, 12:04 AM

কাতারের আকাশ বন্ধ: বিমানের দোহার ফ্লাইট নামল মাস্কাটে

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে কাতারের আকাশসীমা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। 

কাতারের দোহাগামী ফ্লাইটটি মাঝপথে জানতে পারে কাতারে ঢোকা যাবে না, এরপর সেটি ওমানের মাস্কাটে অবতরণ করেছে। সেখান থেকে জ্বালানি ভরে বিমানের ফ্লাইটটি আবার ঢাকায় ফিরবে বলে এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয়েছে। 

23 Jun 2025, 11:59 PM

সাইরেন বাজছে বাহরাইনে

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার মধ্যে বাহরাইনে জরুরি সাইরেন বাজছে বলে বিবিসি জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এক্সে এক  পোস্টে মন্ত্রণালয় ‘বিপদ না কাটা পর্যন্ত’ নাগরিকদের ভবনে আশ্রয়ে নিতে বলেছে। নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে সেখানে।

23 Jun 2025, 11:41 PM

হামলা ‘ঠেকিয়েছে’ কাতার, তীব্র নিন্দা

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার পরপরই এর তীব্র নিন্দা জানিয়েছে কাতার। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এক্স পোস্টে লিখেছেন, “এ হামলাকে আমরা কাতার রাষ্ট্রের সার্বভৌমত্ব, আকাশসীমা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি স্পষ্ট লঙ্ঘন বলে ধরে নিচ্ছি।”

তার দাবি, কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এ হামলা ঠেকিয়েছি, ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে। হামলার আগেই ওই ঘাটি থেকে সবাইকে সরিয়ে নিয়েছে।

মাজেদ আল আনসারি বলেন, আল উদেইদ ঘাঁটির সদস্যসহ কাতারের সশস্ত্র বাহিনীর সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্যদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ আগেই নেওয়া হয়েছে।

“আমরা নিশ্চিত করছি এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নির্লজ্জ এ আক্রমণের শিকার হওয়ার পর কাতারের এর জবাব দেওয়ার অধিকার রয়েছে।”

23 Jun 2025, 11:37 PM

দেশের ওপর হামলা ‘এমনি ছেড়ে দেওয়া হবে না’: ইরান

আক্রমণের পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, হোয়াইট হাউস ও তাদের মিত্রদের প্রতি ইরানের বার্তা ‘সুস্পষ্ট’।

“ইরানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার উপর কোনো আক্রমণকে ‘খামোখা ছেড়ে দেওয়া হবে না’।

23 Jun 2025, 11:15 PM

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের হামলার বদলা নিতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে বিবিসি লিখেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই হামলা চালিয়েছে। কাতার ও ইরাকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ হামলার আগেই কাতারে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে সতর্কতা জারি করেছিল দোহায় মার্কিন দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতা মেনে চলতে বলে দূতাবাস।

কাতারে আল উদেইদ ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, যেটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি। এ  ঘাঁটি লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

23 Jun 2025, 07:36 PM

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩ শিশু নিহত: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলে গত ১৩ জুন আচমকা হামলা শুরুর পর এখন পর্যন্ত তেল আবিবের ‘আগ্রাসনে’ ইরানে যতজন মারা গেছে তার মধ্যে ১৩টি শিশুও আছে বলে জানিয়েছে ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়টির জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর জানান, নিহত শিশুদির মধ্যে সবচেয়ে ছোটটির বয়স ছিল ‘মাত্র দুই মাস’।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৪ নারীও নিহত হয়েছেন, তাদের মধ্যে দু’জন গর্ভবতী ছিলেন, কেরমানপুরের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ মুখপাত্র এদিন ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে সরকারি হিসাবে কতজনের মৃত্যু হয়েছে সে সংখ্যা দেননি।

এর আগে শনিবার অন্য এক পোস্টে তিনি সংঘাত শুরুর পর মৃত্যু ৪০০ ছাড়িয়েছে বলে জানিয়েছিলেন। সেদিন তিনি আহতের সংখ্যা বলেছিলেন অন্তত ৩ হাজার ৫৬ জন।

“নিহত ও আহতদের বেশিরভাগই বেসামরিক,” বলেছিলেন তিনি।

23 Jun 2025, 07:35 PM

কাতারে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলল যুক্তরাষ্ট্র

ইসরায়েল ও ইরানের সংঘাতে সরাসরি জড়ানোর পর কাতারে নিজেদের নাগরিক নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে যুক্তরাষ্ট্র।

কাতারে মার্কিন দূতাবাস সোমবার তাদের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার এই পরামর্শ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতা মেনে চলতে বলেছে দূতাবাস।

কাতারে আল উদেইদ ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, যেটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি।


নিউজউইক জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে রোববার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে সংঘাত বৃদ্ধির আশঙ্কায় বিশ্বে নিজেদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এর পরদিন উপসাগরীয় দেশ কাতারে নিজেদের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র।

স্টেট ডিপার্টমেন্ট বলেছে, “ইরান-ইসরায়েল সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হয়েছে। আকাশপথে চলাচল সাময়িক বন্ধ হয়েছে। বিশ্বে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট।”

এর আগে কাতারে মার্কিন দূতাবাস আল-উদেইদ ঘাঁটির কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর ব্যাপারে সতর্কতা জারি করে। ঘাঁটিতে প্রবেশাধিকার সাময়িকভাবে সীমাবদ্ধ করার নির্দেশনাও দিয়েছে।

23 Jun 2025, 05:33 PM

ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কোনো ভিত্তি নেই: পুতিন

মস্কো সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চলছে তার কোনো ধরনের ভিত্তিই নেই।

সোমবার ক্রেমলিনে দুই নেতার বৈঠকের শুরুতে পুতিন এই মন্তব্য করেন বলে জানিয়েছে আল জাজিরা।

পুতিন বলেন, ইরানি জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত।

তার আগে আরাগচি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোয় পুতিনকে ধন্যবাদ দেন এবং বলেন, রাশিয়া ‘ইতিহাসের সঠিক পাশে’ রয়েছে।

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর আরাগচির এই রাশিয়া সফরের দিকে কড়া নজর রাখছে বিশ্ব।

23 Jun 2025, 05:32 PM

ইরানে মার্কিন হামলায় সার্বভৌম অধিকার লঙ্ঘিত: উত্তর কোরিয়া

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ ও ভৌগোলিক অখণ্ডতার অধিকারের মারাত্মক লঙ্ঘন অ্যাখ্যা দিয়ে এর কড়া নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

মধ্যপ্রাচ্যের এখনকার উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই ‘দায়ী’ মন্তব্য করে পিয়ংইয়ং বলেছে, পশ্চিমারা তেল আবিবের ‘অন্তহীন যুদ্ধ ও ভূখণ্ড সম্প্রসারণকে মেনে নিচ্ছে ও উৎসাহ যোগাচ্ছে।

সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বলেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

“যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের তীব্র নিন্দা জানায় উত্তর কোরিয়া, এ ঘটনা একটি সার্বভৌম দেশের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থকে নৃশংসভাবে পদদলিত করেছে।

“ন্যায়পরায়ণ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সর্বসম্মতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবাজ কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং সেগুলো প্রত্যাখ্যান করা,” এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এমনটা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা কেসিএনএ।


 

23 Jun 2025, 05:31 PM

যুদ্ধের ইতি আমরাই টানব: ইরান

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করে তেহরানের পাল্টা হামলার বৈধতা আরও বড় করে দিয়েছে বলে হুঁশিয়ার করেছেন শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র।

ইরানে ইসরায়েলের ‘আগ্রসনে’ যুক্তরাষ্ট্র যোগ দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তিনি ‘জুয়াড়ি’ অ্যাখ্যাও দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের সশস্ত্র বাহিনীর খতম আল-আনবিয়া কেন্দ্রীয় সামরিক সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেছেন, যা করেছে তার জন্য চড়া মূল্য চুকানোর জন্য প্রস্তুত থাকতে হবে যুক্তরাষ্ট্রকে।

“জুয়াড়ি ট্রাম্প, আপনি হয়তো যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই সেই যুদ্ধের ইতি টানতে যাচ্ছি,” রেকর্ডকৃত ভিডিও বিবৃতির শেষে ইংরেজিতে এমনটা বলেন জুলফাকারি।

শনিবার ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তেহরান কী করে তার জন্য বিশ্ব যখন অপেক্ষায়, তখনও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত হয়েছে।

23 Jun 2025, 05:30 PM

ইরানকেও ‘গ্রেট’ বানাতে চান ট্রাম্প

ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির শাসনব্যবস্থা বদলানো বা রেজিম চেঞ্জের সম্ভাবনা নিয়ে ফের আলাপ তুলেছেন।

“রাজনৈতিকভাবে ‘রেজিম চেঞ্জ’ এই পরিভাষা ব্যবহার করা ঠিক হয় না, কিন্তু ইরানিদের এখনকার শাসনব্যবস্থা যদি মেইক ইরান গ্রেট এগেইন না করতে পারে, তাহলে সেখানে রেজিম চেঞ্জ কেনইবা হবে না??? এমআইজিএ!!!” রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এমনটাই বলেন।

তার পোস্টের শেষে ইংরেজি বড় অক্ষরে লেখা এমআইজিএ-কে ‘মেইক ইরান গ্রেট এগেইন’ এর সংক্ষিপ্ত রূপ ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্রে তিনি ও তার সমর্থকরা প্রায়ই তাদের স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-কে সংক্ষিপ্ত করে এমএজিএ বা মাগা বলে থাকে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্প এমন এক সময়ে ইরানে শাসনব্যবস্থা বদলানোর প্রসঙ্গ তুললেন, যখন ইরানে হামলা নিয়ে তার ‘মাগা’ সমর্থকরা দ্বিধাবিভক্ত; তার প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তাও ইরানে শাসনব্যবস্থা বদলানোর লক্ষ্য ওয়াশিংটনের নেই বলে বারবার আশ্বস্ত করে যাচ্ছেন।

শনিবারই যুক্তরাষ্ট্রের পাঠানোর ৩০ হাজার পাউন্ড ওজনের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনার উপরে থাকা পাহাড়ে আছড়ে পড়েছে। কেবল ফোরদোই নয়, যুক্তরাষ্ট্র কাছাকাছি সময়ে ইরানের নাতাঞ্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায়ও আঘাত হেনেছে।

তেহরান বলেছে, তারা যে কোনো মূল্যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে।

 

23 Jun 2025, 05:11 PM

এবার ফোরদোতে হামলা ইসরায়েলের

ইরানের ফোরদা পারমাণবিক স্থাপনা ইসরায়েল হামলা চালিয়েছে।

কোম প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিবৃতির বরাতে এ তথ্য দিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা ও তাসনিম।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এতে নাগরিকদের জন্য কোনো ধরনের ঝুঁকি বা হুমকি নেই।

এর আগের দিন ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বি-টু স্টেলথ বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মধ্যে ফোরদোর ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে বড় আকারের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলা হয়।

ছবি: বিবিসি

23 Jun 2025, 01:49 PM

সাইরেন বাজছে ইসরায়েলে

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইতোমধ্যে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলে সাইরেন বাজতে শুরু করেছে।

এর কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। 

আল জাজিরা লিখেছে, গত দশ দিনে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বেশিরভাগ ক্ষতি হয়েছে মধ্য ইসরায়েলে। তবে হাইফা শহরেও বড় ধরনের ক্ষতি হয়েছে; কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি বারবার আঘাতের শিকার হয়েছে।

রোববার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও সাইরেন বাজেনি। তদন্তের পর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সেটি একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছিল।

চলমান পরিস্থিতিতে ৩০ হাজারের বেশি ইসরায়েলি ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন। কয়েকশ মানুষকে বিকল্প আশ্রয়ের সন্ধান নিতে হয়েছে। এসব জরুরি চাহিদা মেটাতে স্থানীয় কর্তৃপক্ষকে প্রতিদিন ৪০ লাখেরও বেশি ডলার খরচ করতে হচ্ছে।

সূত্র: আল জাজিরা

23 Jun 2025, 01:29 PM

‘ইরান কখনই পিছু হটবে না’

যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক নেতা। 

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ইরানের কমান্ডার ইন চিফ আমির হাতামি একটি অপারেশন রুমে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন।

তিনি বলেন, “অতীতে যুক্তরাষ্ট্র যতবারই ইরানের বিরুদ্ধে অপরাধ করেছে, তারা একটি উপযুক্ত জবাব পেয়েছে। এবারও তাই হবে।”

এদিকে ইরান সেনাবাহিনীর চিফ অব স্টাফ আবদুলরহিম মৌসভি এক বিবৃতিতে বলেছেন, “যুক্তরাষ্ট্র নিজেই তাদের সেনাদের বিরুদ্ধে ‘যেকোনো পদক্ষেপ' নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। ইরান কখনই পিছু হটবে না।“

সূত্র: বিবিসি

23 Jun 2025, 01:04 PM

জাতিসংঘের পারমাণবিক চুক্তি থেকে সরে আসবে না ইরান

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি বলেছেন, জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির (এনপিটি) ‘অঙ্গীকারবদ্ধ সদস্য’ হিসেবেই তেহরান থেকে যাবে।

ইরানের সংবাদ সংস্থা এনতেখাব লিখেছে, তাখত-রাভাঞ্চি বলেছেন, এনপিটি কাঠামোর মধ্যেই ‘শান্তিপূর্ণ উদ্দেশ্যে ও জ্বালানির চাহিদা পূরণের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম’ চালিয়ে যাবে ইরান।

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা বরাবরই অস্বীকার করেছে তেহরান। এর মধ্যে রোববার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ইরানি কূটনীতিকদের আলোচনার মধ্যেই এ হামলা চালানো হয়।

তাখত-রাভাঞ্চি বলেন, “ইরানে হামলা চলার মধ্যে আলোচনার কোনো মানে নেই। আমরা কেবল আলোচনার জন্য আলোচনা করি না।”

সূত্র: আল জাজিরা

23 Jun 2025, 12:47 PM

ইসরায়েলি হামলায় বিপ্লবী বাহিনীর ১০ জন নিহত

ইরানের ইয়াযদ প্রদেশে ইসরায়েলের হামলায় রোববার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা তাসনিম নিউজ।

এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অনির্দিষ্ট সংখ্যক সদস্য আহত হয়েছে।

ইসরায়েল বলছে, গত ১৩ জুন থেকে ইরানে তারা যে অবিরাম হামরা চালিয়ে আসছে, তাতে দুই ডজন ইরানি সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা   
 

23 Jun 2025, 12:36 PM

ইরানে ‘গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

বার্তা সংস্থা তাসনিম লিখেছে, মোসাদের একটি সাইবার দলের প্রধান মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহকে ২০২৩ সালের শেষ দিকে গ্রেপ্তার করা হয়।

গত ১৩ জুন থেকে ইরানে ইসরায়েলের আক্রমণ চলার মধ্যে অন্তত তিনজনকে গুপ্তচরবৃত্তির দায়ে ফাঁসিতে ঝুলিয়েছে তেহরান। এর মধ্যে ১৬ জুন একজনের এবং ২২ জুন অপরজনের ফাঁসি কার্যকর করা হয়।

আল জাজিরা লিখেছে, দণ্ডিতদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইরানে সন্দেহভাজনদের ফাঁসি কার্যকর প্রশ্নে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়ে প্রায়ই সমালোচনা করে থাকে মানবাধিকার সংগঠনগুলো।

23 Jun 2025, 12:19 PM

ইরানের বিমানবন্দরে হামলা ইসরায়েলের

পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
এক্স পোস্টে দেওয়া বিবৃতিতে তারা বলেছে, দূর থেকে পরিচালিত উড়োজাহাজের মাধ্যমে তারা ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করেছে।

“এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি রিফুয়েলিং প্লেন এবং ইরানি শাসকগোষ্ঠীর এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ উড়োজাহাজের ধ্বংস করেছে।”

এসব বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতা এবং ইরানি সেনাবাহিনীর বিমান শক্তির কার্যক্রম ব্যাহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

সূত্র: আল জাজিরা

23 Jun 2025, 11:57 AM

ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান মালয়েশিয়ার

বিভিন্ন দেশে ইসরায়েলি সহিংসতা মোকাবিলায় ইহুদি দেশটির ওপর চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি সাংবাদিকদের বলেছেন, “যখন তারা (ইসরায়েল) হামলা চালায় এবং ইরানের মানুষকে হত্যা করে, তখন প্রতিশোধ নেওয়া অনিবার্য। আমাদের অবস্থান ন্যায়সংগত।

“গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে, যেখানে নারী ও শিশুরাও মারা যাচ্ছে। এখন ইসরায়েল আক্রমণ করছে ইরানে, যারা পাল্টা জবাব দিতে বাধ্য হচ্ছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রসহ বহিঃশক্তি জড়িয়ে পড়ায় পরিস্থিতিকে আরও খারাপ হয়েছে।”

আনোয়ার ইব্রাহিম বলেন, “প্রশ্ন হলো, যদি ইরানকে প্রতিক্রিয়া জানাতে না দেওয়া হয়, তাহলে ইসরায়েলকে কেন এভাবে (অবিরাম) হামলা চালাতে দেওয়া হচ্ছে?”

তুরস্কের আঙ্কারায় ওইআইসির বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সঙ্গে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাজী হাসানের বৈঠকের আনোয়ার ইব্রাহিম এই প্রতিক্রিয়া জানালেন।

সূত্র: আল জাজিরা

23 Jun 2025, 11:39 AM

ইরানে বিমান হামলা ইসরায়েলের

ইরানের কের্মনশাহ প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।

দেশটির সামরিক বাহিনীর ফারসি এক্স অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, তাদের বিমান বাহিনী জঙ্গিবিমান দিয়ে হামলা শুরু করেছে।

আল জাজিরা লিখেছে, ইসরায়েলি সেনাবাহিনী ও ইসরায়েলি সরকার মার্কিন হামলার প্রভাব ও সাফল্যের দিকে মনোযোগ রেখেছে। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এখনও তাদের সব লক্ষ্য অর্জন করতে পারেনি। যদিও  সেই লক্ষ্যগুলো কী- তা তিনি খোলাসা করেননি।

নেতানিয়াহু বলেছেন, ইরানে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত বোমা হামলা অব্যাহত রাখবে ইসরায়েল।

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাফল্য দাবি করে আসছে। তবে বোমাবর্ষণ থামবে বা এই সংঘাত শেষ হতে চলেছে এমন কোনো ইঙ্গিত এখন পর্যন্ত নেই।
 

23 Jun 2025, 11:16 AM

বি-টু বোমারু বিমান ফিরেছে

ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় যে উড়োযান বোমা হামলা চালিয়েছে, সেই বি-টু স্টেলথ বোম্বার যুক্তরাষ্ট্রে ফিরেছে খবর বেরিয়েছে।

সিবিএস নিউজ লিখেছে, স্থানীয় সময় রোববার বিকালে তাদের দল মিসৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটিতে কয়েকটি বি-২ স্পিরিট বোম্বারের ফেরার ভিডিও ধারণ করে।

এর আগে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ওই ঘাঁটি থেকে সাতটি বিমান ইরানের উদ্দেশ্যে গেছে এবং ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে। এই মিশনের নাম দেওয়া হয় ‘অপারেশন মিডনাইট হ্যামার’, যা মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় বি-টু অপারেশনাল হামলা বলে জানান কেইন।

এই হামলা চালাতে বি-টু বোমারু বিমানগুলোকে একটানা ৩৭ ঘণ্টা উড়িয়ে নিয়ে যাওয়া হয়; যাওয়ার সময় আকাশপথেই সঙ্গী ট্যাংকার বিমান থেকে জ্বালানি নেয় স্টেলথ বোমারুগুলো।


23 Jun 2025, 10:51 AM

ট্রাম্পের বোমা হামলার নিন্দা পাকিস্তানের

প্রতিবেশী ইরানের পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। যদিও আগের দিন ইসলামাবাদ বলেছিল, ট্রাম্পকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত।

পাকিস্তান রোববার বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার যে নির্দেশনা দেন ট্রাম্প, তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরান সংকটের সমাধান কেবল কূটনৈতিক পথে হতে পারে।

সেদিন পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে হাজার হাজার মানুষ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদ জানান।

সূত্র: রয়টার্স
 

23 Jun 2025, 10:27 AM

যুক্তরাষ্ট্রের শহরে শহরে বিক্ষোভ

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে রোববার যুক্তরাষ্ট্রে এক ডজনের বেশি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, কিছু বিক্ষোভে শত শত মানুষ অংশ নেয়, কোনোটিতে কয়েক ডজন মানুষ দেখা গেছে। নিউ ইয়র্ক, বোস্টন, শিকাগো, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলসের মতো শহরে অনুষ্ঠিত এ কর্মসূচিকে ‘জরুরি সমাবেশ’ বলে বর্ণনা করেছেন আয়োজকরা।

একাধিক স্থানে বিক্ষোভকারীরা ইরানের পতাকা বহন করেন। কেউ কেউ সাইনবোর্ড ও ব্যানার ধরে রেখেছিলেন বা সেগুলো বেষ্টনী ও ভবনের গায়ে লাগিয়ে রাখেন, যেখানে লেখা ছিল ‘ইরানে যুদ্ধ নয়!’

ওয়াশিংটনে হোয়াইট হাউজের ফটকের বাইরে অন্তত ২০০ জন বিক্ষোভকারী প্রেসিডেন্ট ট্রাম্পের হামলার নিন্দা জানান, যাদের মধ্যে কিছু যুদ্ধবীরও ছিলেন।

৭৮ বছর বয়সী রন কারমাইকেল ভিয়েতনাম যুদ্ধে হেলিকপ্টার চালাতেন।

তার ভাষায়, “তিনি (ট্রাম্প) একজন রাজা হয়ে উঠতে চাইছেন।”

শিকাগো শহরের কেন্দ্রস্থলে দুই শতাধিক বিক্ষোভকারী দেখা গেছে। 

কিছু বিক্ষোভকারী বলেছেন, ইরানের সঙ্গে উত্তেজনা গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়াবে।

লস অ্যাঞ্জেলেসে ২৬ বছর বয়সী নার্স নুর আবদেল-হাক বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কারণেই তিনি এই বিক্ষোভে যোগ দিয়েছেন। তার পরিবারের বেশিরভাগ সদস্য গাজা বা ওয়েস্ট ব্যাংকে থাকেন। 

তিনি বলেন, “আমরা চাই না আরও হত্যা ও ধ্বংসযজ্ঞ চলুক।”

23 Jun 2025, 09:54 AM

ইসরায়েলে ফ্লাইট চলাচল সোমবার থেকে

সোমবার থেকে সীমিত পরিসরে ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছে ইসরায়েলের বেন গুইয়ন বিমানবন্দর।

দেশটির প্রধান এ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আউটগোয়িং ফ্লাইটে সর্বোচ্চ ৫০ জন যাত্রী বহন করা যাবে।

ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কারণে বড় জমায়েত এবং দরকারি নয়- এমন কর্মস্থল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনাকারী হোম ফ্রন্ট কমান্ড।

বিদেশে হাজার হাজার ইসরায়েলি আটকা পড়ায় ‘সেফ রিটার্ন’ উদ্যোগের আওতায় দিনে ২৪টির মতো ইনকামিং ফ্লাইট আসার সুযোগ দেবে ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ। এসব ফ্লাইটের বর্ধিত ধারণক্ষমতা নিয়ে পরিচালনার সুযোগ রাখা হয়েছে।

ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ধাপে ধাপে আগের অবস্থায় ফিরবে। এর অংশ হিসেবে শুরুতে সীমিত পরিসরে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র: সিএনএন

23 Jun 2025, 09:32 AM

ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ফ্রান্স

নিজেদের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে ইসরায়েলে এ৪০০এম সামরিক উড়োজাহাজ পাঠানোর কথা জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

বিদ্যমান চার্টার্ড ফ্লাইটের পরিপূরক হিসেবে সামরিক উড়োজাহাজটি পাঠানো হয়েছে। যানটি ফরাসি নাগরিকদের সাইপ্রাসে স্থানান্তর করবে।

ইসরায়েলে প্রায় আড়াই লাখ ফরাসি নাগরিক রয়েছে।

সূত্র: আল জাজিরা

23 Jun 2025, 09:23 AM

পুতিনের সঙ্গে বৈঠক করবেন আরাগচি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোতে জরুরি আলোচনায় বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আগের দিন তিনি বলেছেন,“রাশিয়া হচ্ছে ইরানের বন্ধু এবং আমরা কৌশলগত বন্ধুত্ব উপভোগ করি।”

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি হয়েছিল। রাশিয়া ওই চুক্তির অন্যতম স্বাক্ষরকারী দেশ উল্লেখ করে আব্বাস আরাগচি বলেন, “আমরা সবসময় একে অপরের সঙ্গে পরামর্শ করি এবং আমাদের অবস্থান সমন্বয় করি।”

রুশ প্রেসিডেন্টের সঙ্গে জরুরি আলোচনায় বসার তথ্য দিয়ে তিনি বলেন, “আমরা একে অপরের সঙ্গে কাজ চালিয়ে যাব।”

সূত্র: আল জাজিরা

23 Jun 2025, 09:18 AM

জাতিসংঘের পরমাণু সংস্থার জরুরি বৈঠক সোমবার

ইরান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক এ সংস্থা জানিয়েছে, ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার পরিমাণ বাড়েনি।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলার তদন্ত দাবি করে আইএইএকে চিঠি দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম। হামলার নিন্দা জানাতে আহ্বানও জানিয়েছে তেহরান।

সূত্র: বিবিসি

23 Jun 2025, 08:56 AM

তেলের দাম বেড়েছে

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর জ্বালানি বাজারে ব্যাঘাতের আশঙ্কায়ে সপ্তাহের প্রথম দিন জ্বালানি তেলের দাম বেড়েছে।

লেনদেন শুরুর সময় ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ মূল্যে পৌঁছেছে। পরে এই দাম কিছুটা কমে আসে; জিএমটি সময় ০০:৩০ নাগাদ ব্রেন্টের দাম ২.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯.২০ ডলার ও ডব্লিউটিআইয়ের দাম ২.১ শতাংশ বেড়ে ৭৫.৯৮ ডলারে দাঁড়ায়।

এমইউএফজি’র অর্থনীতিবিদরা বলেছেন যে, এই যুদ্ধের পরিণতি ও ব্যাপ্তি নিয়ে উচ্চ অনিশ্চয়তা থাকায় তেলের দাম ব্যারেলপ্রতি ১০ ডলার পর্যন্ত বাড়ার পথ প্রশস্ত করতে পারে।

ইরান বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, যার দৈনিক উৎপাদন প্রায় ৩৩ লাখের ব্যারেল। এই জ্বালানির প্রায় অর্ধেক তারা রপ্তানি করে এবং বাকিটা দেশে ব্যবহারের জন্য রাখে।

সূত্র: আল জাজিরা

23 Jun 2025, 08:42 AM

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে সতর্কতা

ইরানে হামলাকারী যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সতর্কতায় বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বব্যাপী সব আমেরিকান নাগরিককে অধিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে।”

সূত্র: বিবিসি

23 Jun 2025, 01:50 AM

হামলা চালিয়ে ইরানের ‘পারমাণবিক জ্ঞান ধ্বংস করা যাবে না’

পারমাণবিক শক্তির বিষয়ে ইরানের যে ‘জ্ঞান’, তা হামলা চালিয়ে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। 
কামালভান্দি বলেছেন, “ইরানে পারমাণবিক শিল্পের শেকড় আছে। এই শেকড় ধ্বংস করা যাবে না।
“আমরা ক্ষতির শিকার হয়েছি। কিন্তু পারমাণবিক শিল্প ক্ষতির শিকার হওয়া এবারই প্রথম নয়,” 
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও একই ধরনের কথা বলেন।
তার বক্তব্য ছিল, “ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থানীয় পারমাণবিক জ্ঞানের’ ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা ‘বোমা হামলা চালিয়ে ধ্বংস করা যাবে না’।

23 Jun 2025, 01:29 AM

ইরানে মার্কিন হামলায় আহত ১১: রেড ক্রিসেন্ট সোসাইটি

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে শনিবার রাতে যুক্তরাষ্ট্র যে বিমান হামলা চালিয়েছে, তাতে অন্তত ১১ ইরানির আহত হওয়ার খবর দিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।

হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনায় সৃষ্ট গর্ত। ছবি: মাক্সার/বিবিসি
সংস্থাটি বলেছে, আহতদের কারো অবস্থাই গুরুতর নয়। সাতজন ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
মার্কিন বোমারু বিমানের আঘাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এখনও কোনো তেজস্ক্রিয়তা শনাক্ত হয়নি বলেও দাবি করেছে সংস্থাটি।

23 Jun 2025, 12:40 AM

ইরানের হাত থেকে বোমা কেড়ে নিয়েছি: ট্রাম্প

ইরানে হামলা নিয়ে নিজ দলের কংগ্রেসম্যান থমাস ম্যাসির সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মধ্যরাতে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলার বেশ কয়েক ঘণ্টা পর এখনও মার্কিন প্রেসিডেন্ট উচ্ছ্বসিত।    

রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি এ হামলাকে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্যের জবাবে ট্রুথ সোশালে করা এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমরা গতকাল (শনিবার) এক অসাধারণ সামরিক সাফল্য অর্জন করেছি। ইরানের হাত থেকে 'বোমাটি' সরিয়ে নিয়েছি (তারা সুযোগ পেলে সেটা ব্যবহার করত)।

“কিন্তু বরাবরের মত সব প্রশংসা ও সম্মান অর্জনের পরও এই ‘হালকা ব্যক্তিত্বের’ কংগ্রেসম্যান গতরাতের উজ্জ্বল সাফল্যের বিরোধিতা করছেন।"
 

23 Jun 2025, 12:40 AM

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি নিশ্চিত করতেই শনিবার রাতে ইরানে ‘সীমিত পরিসরে’ হামলা চালানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ‘কয়েক বছর বা তারও বেশি সময়ের জন্য পিছিয়ে দিয়েছে।’
"আমরা চাই না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক।”

23 Jun 2025, 12:03 AM

হরমুজ প্রণালী বন্ধের পথে ইরান, চীনের হস্তক্ষেপ চায় যুক্তরাষ্ট্র

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ভোটে এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদন পেয়েছে।


এখন কেবল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের। ইরানের রাষ্ট্রপরিচালিত প্রেস টিভি জানিয়েছে, সর্বোচ্চ জাতীয় পরিষদকে সিদ্ধান্ত পৌঁছতে হবে রোববার রাতেই।
রয়টার্স বলছে, ইরানকে এই পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে চীনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
 

22 Jun 2025, 11:59 PM

ইরান আমাদের সঙ্গে ‘খেলেছিল’, তাই ব্যবস্থা: রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘খেলেছিল’। সে কারণেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছে।

 যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
ফক্স নিউজকে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি রাখার প্রস্তাব দিয়েছিল। কিন্ত তারা তা প্রত্যাখ্যান করেছে।
ইরানের কখনও পারমাণবিক অস্ত্র থাকা উচিত না সেকথা আবারও উল্লেখ করে রুবিও বলেন, “তারা আমাদের সঙ্গে খেলেছে। তারা আমাদের প্রস্তাবে সাড়া দেয়নি। তারা ১০ দিনের জন্য উধাও হয়ে গেছে। ফলে এর জবাবে প্রেসিডেন্টকে ব্যবস্থা নিতে হয়েছে।”

22 Jun 2025, 11:50 PM

ইরান নিয়ে ওবামাকে দুষেছিলেন ট্রাম্প, ১৩ বছর পর সামনে এল সেই পোস্ট

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দুষেছিলেন ডনাল্ড ট্রাম্প।

এখন থেকে ১৩ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ট্রাম্পের সেই ভিডিও এবার যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের পর আবার সামনে এসেছে। 

২০১১ সালের নভেম্বরে ওই পোস্টে ট্রাম্প বলেছিলেন, “আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ক্ষমতা নেই। তাই ইরানে হামলা শুরু করতে চান আমাদের প্রেসিডেন্ট (বারাক ওবামা)।”

লাইভ আপডেটে সঙ্গে আছি জাহিদুল কবির, যোগ দিয়েছেন আসাদুর রহমান 

22 Jun 2025, 09:28 PM

ট্রাম্প কখন ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন?

পেন্টাগনে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে প্রশ্ন করা হয়, ডনাল্ড ট্রাম্প ঠিক কখন ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন?
উত্তরে হেগসেথ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প সমস্যা সমাধানের জন্য শান্তি প্রক্রিয়ায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলেন।
“তিনি ইরানকে সব ধরনের সুযোগ দিয়েছিলেন। কিন্তু ইরান কেবল প্রত্যাখানের ভাষাতেই জবাব দিয়েছিল।” 
ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়ার কোনও নির্দিষ্ট মুহূর্ত ছিল না বলে হেগসেথের ভাষ্য। 
তবে তিনি বলেন, “কিন্তু এমন একটা সময় সামনে এল, যখন তিনি (ট্রাম্প) অনুভব করলেন হুমকি কমাতে ব্যবস্থা নেওয়ার এখনই সময়।”
এর আগে গত বৃহস্পতিবার হোয়াইট হাউজ এক ঘোষণায় জানিয়েছিল, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা, সেই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নেবেন দুই সপ্তাহের মধ্যে।
কিন্তু দু’সপ্তাহ তো দূর, দু’দিন যেতে না যেতেই ইরানে হামলা চালান ট্রাম্প। 

22 Jun 2025, 08:43 PM

ইরানে চলমান সংঘাত নিয়ে বাংলাদেশের উদ্বেগ

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চলমান পরিস্থিতি নিরসনে সব পক্ষকে ‘সক্রিয় ও কার্যকরী ভূমিকা’ রাখার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ওই বিবৃতি পড়ে শুনিয়ে মুখপাত্র শাহ আসিফ রহমান বলেন, “বাংলাদেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।

“এ ধরনের একটি পরিস্থিতি নাজুক অবস্থায় থাকা একটি অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিরসনে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের জন্য বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে।

“বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে গঠনমূলক আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলাই দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র টেকসই পথ।”

22 Jun 2025, 08:15 PM

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংস’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ‘হ্রাস’ এবং ‘ধ্বংস’ করার পরিকল্পনা নিয়েই শনিবার রাতের হামলা চালানো হয়।
রোববার পেন্টাগনে এক ব্রিফিং তিনি বলেন, এ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বিধ্বস্ত হয়ে গেছে বলে দাবি করেন হেগসেথ। 
এ হামলায় কেউ হতাহত হয়নি বলেও তিনি দাবি করেন। 
হেগসেথ বলেন, “অনেক প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছেন। কিন্তু ট্রাম্প ছাড়া কেউই তা বাস্তবায়ন করতে পারেননি।”

22 Jun 2025, 08:10 PM

ইরান থেকে বাংলাদেশিদের প্রথম দল ফিরতে পারে আগামী সপ্তাহে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের মধ্যে ইরানের তেহরানে থাকা বাংলাদেশিদের প্রথম দলকে আগামী সপ্তাহে ফেরানোর পরিকল্পনা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র, জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমান রোববার এক ব্রিফিংয়ে এ তথ্য দেন
তিনি বলেন, “ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত এবং দেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। 
“ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। মন্ত্রণালয় চেষ্টা করছে যে, প্রত্যাবাসনে আগ্রহী প্রথম দলটি যাতে আগামী সপ্তাহে বাংলাদেশে পৌঁছায়।”
প্রথম দফায় প্রায় একশ বাংলাদেশি ফিরতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

22 Jun 2025, 06:27 PM

একটানা ৩৭ ঘণ্টা উড়ে ইরানে যায় বি-টু বোমারু বিমান

ইরানের দুর্ভেদ্য পারমাণবিক স্থাপনা ফোরদোতে বড় ধরনের হামলা চালাতে মার্কিন বিমান বাহিনী তাদের বি-টু বোমারু বিমানগুলোকে একটানা ৩৭ ঘণ্টা উড়িয়ে নিয়ে গেছে, যাওয়ার সময় আকাশপথেই সঙ্গী ট্যাংকার বিমান থেকে জ্বালানি নিয়েছে স্টেলথ বোমারুগুলো।

বি-টু স্টেলথ স্পিরিট বোমারু বিমানগুলো পর্বতের গভীরে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ১৩৬০০ কিলোগ্রাম ওজনের পাঁচ থেকে ছয়টি জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বোমা ফেলে। এসব বাঙ্কার ব্লাস্টার বোমা সরাসরি ভূপৃষ্ঠের ৬০ মিটার গভীরে ঢুকে গিয়ে ব্যাপক বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এই বোমা ১৮ মিটার গভীর শক্তিশালী কংক্রিটের গাঁথুনিও ভেদ করার ক্ষমতাসম্পন্ন।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কোনো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এই প্রথম তাদের অস্ত্রভাণ্ডারে থাকা এ বোমা ব্যবহার করেছে।

ফোরদোর পাশাপাশি ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ দুটি কেন্দ্রে হামলা চালাতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। লক্ষ্যে নির্ভুল আঘাত হানার ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে মার্কিন ডুবোজাহাজগুলো থেকে। তবে নাতাঞ্জে দুটি জিবিইউ-৫৭ বাঙ্কার ব্লাস্টার বোমাও ফেলা হয়েছে বলে জানা গেছে।

22 Jun 2025, 06:12 PM

ইরান ও মার্কিন জনগণের সঙ্গে ট্রাম্প ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন: আরাগচি

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের জনগণ- উভয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

তিনি বলেছেন, “আমাদের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ও অবিরাম যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন; তিনি আমাদের কূটনৈতিক অঙ্গীকারের অপব্যবহার করে কেবল ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, বরং নিজের ভোটারদের প্রতারিত করেছেন।

“একজন যুদ্ধাপরাধীর মিশনে নিজেকে সমর্পণ করে ট্রাম্প মার্কিন জনগণের জীবন ও সম্পদকে ইসরায়েলি শাসনব্যবস্থার স্বার্থে ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছেন।”

সূত্র: আল জাজিরা

22 Jun 2025, 05:45 PM

যুক্তরাষ্ট্রের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলছে রাশিয়া

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের ‘নির্লজ্জ’ লঙ্ঘন বলে বর্ণনা করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “যতই যুক্তি দেখানো হোক না কেন একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত— আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের সরাসরি লঙ্ঘন।”

বিবৃতিতে বলা হয়, “আমরা আগ্রাসন বন্ধ করার আহ্বান জানাই এবং পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফেরানোর জোর প্রচেষ্টার জন্য আহ্বান জানাচ্ছি।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি সোমবার মস্কোতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে জরুরি আলোচনায় বসবেন।

সূত্র: আল জাজিরা

22 Jun 2025, 05:25 PM

ট্রাম্প শান্তির নোবেল জিততে পারবেন না: মেদভেদেভ

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান বিশ্বের বেশিরভাগ দেশের।

ইরানের হামলার পর টেলিগ্রাম চ্যানেলে তিনি বলেছেন, “ট্রাম্প- যিনি একসময় নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরেছিলেন, তিনিই এখন যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন যুদ্ধ শুরু করেছেন।

“যুক্তরাষ্ট্র এখন একটি নতুন সংঘাতে জড়িয়ে গেছে, যেখানে স্থল অভিযানের সম্ভাবনা রয়েছে। এই সাফল্য নিয়ে ট্রাম্প শান্তির নোবেল জিততে পারবেন না।”

সূত্র: আল জাজিরা

22 Jun 2025, 05:06 PM

মধ্যপ্রাচ্যে মার্কিন এয়ারলাইন্সের ঝুঁকি বাড়ছে

ফ্লাইট ঝুঁকির তথ্য সেবাদানকারী সংগঠন অপসগ্রুপের ওয়েবসাইট সেইফ এয়ারস্পেস বলছে, ইরানে যুক্তরাষ্ট্রে হামলার পর ওই অঞ্চলে মার্কিন এয়ারলাইন্সের ঝুঁকি বাড়তে পারে।

“যদিও বেসামরিক বিমান চলাচলের বিরুদ্ধে এখনো কোনো নির্দিষ্ট হুমকি দেওয়া হয়নি, তবে ইরান আগে সতর্ক করেছিল যে- তারা সরাসরি অথবা হিজবুল্লাহর মতো মিত্র গোষ্ঠীর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থে হামলা চালিয়ে প্রতিশোধ নেবে।”

সেইফ এয়ারস্পেস জানিয়েছে, এখন আকাশপথের ঝুঁকি বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।

“আমরা এই মুহূর্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে যাচ্ছি।”

22 Jun 2025, 04:39 PM

জরুরি আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের রাজধানী ইস্তানবুলে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, রোববারই তিনি মস্কো যাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার তিনি আলোচনায় বসবেন।

“রাশিয়া হচ্ছে ইরানের বন্ধু এবং আমরা কৌশলগত বন্ধুত্ব উপভোগ করি।”

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি হয়েছিল। রাশিয়া ওই চুক্তির অন্যতম স্বাক্ষরকারী দেশ উল্লেখ করে আব্বাস আরাগচি বলেন, “আমরা সবসময় একে অপরের সঙ্গে পরামর্শ করি এবং আমাদের অবস্থান সমন্বয় করি।

“আমি আগামীকাল রুশ প্রেসিডেন্টের সঙ্গে জরুরি আলোচনা করব এবং আমরা একে অপরের সঙ্গে কাজ চালিয়ে যাব।”

সূত্র: আল জাজিরা

22 Jun 2025, 04:21 PM

যুক্তরাষ্ট্রের হামলা ‘অমার্জনীয়’, জবাব দেবে ইরান: আরাগচি

ওআইসির এক সভায় যোগ দিতে তুরস্কের ইস্তানবুলে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি সেখানে সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ এবং তা ‘অমার্জনীয়’।

এক সাংবাদিক জানতে চান, হামলার পরও কূটনীতির অবকাশ রয়েছে কি না? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই মুহূর্তে নয়।

“কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখন তা সম্ভব নয়।”

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার দেশ এখন আক্রমণ, আগ্রাসনের মুখে রয়েছে এবং আত্মরক্ষার বৈধ অধিকার অনুযায়ী জবাব দিতে হবে।”

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ ও আইনের তোয়াক্কা না করা প্রশাসন এই আগ্রাসী কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য একক ও সম্পূর্ণভাবে দায়ী থাকবে।

“জাতিসংঘের এক সদস্য রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর মার্কিন সামরিক হামলা- গণহত্যাকারী (ইসরায়েলি) সরকারের সহযোগিতায় সংঘটিত হয়েছে, যা আবারও প্রমাণ করে- যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ ইরানি জনগণের প্রতি কতটা বৈরী। আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেব না।”

সূত্র: আল জাজিরা

22 Jun 2025, 03:43 PM

জঙ্গিবিমান, লঞ্চার ও ইস্পাহান বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের

পশ্চিম ইরানে সম্প্রতি চালানো হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

তারা জানিয়েছে, হামলায় খুজেস্তান প্রদেশের দেজফুল বিমানবন্দরে দুটি ইরানি এফ-ফাইভ জঙ্গিবিমান নিশানা করে তা ধ্বংস করেছে।

রোববার সকালের হামলায় ইরানের আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ছয়টি লঞ্চার ‘ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুত’ ছিল বলে ইসরায়েলের ভাষ্য।

এর আগে রাতে ২০টি ইসরায়েলি জঙ্গিবিমান ইরানের কেন্দ্রস্থলের বহু স্থাপনায় আক্রমণ চালায়। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল- অস্ত্র উৎপাদন কেন্দ্র, অস্ত্রের গুদাম এবং ইস্পাহান বিমানবন্দর।

সূত্র: আল জাজিরা

22 Jun 2025, 03:31 PM

ইসরায়েলি হামলায় ২ ইরানি আহত

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তাবরিজ শহরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ মাদানি ক্যাম্পে ইসরায়েলের হামলায় দুজন আহত হয়েছে।

আক্রমণের ভিডিও যাচাই করে আল জাজিরা লিখেছে, হামলার পরপর তাবরিজে ধোঁয়া উড়ছিল।


 

22 Jun 2025, 03:23 PM

হামলার আগে ব্রিটেনকে জানানো হয়েছিল: মন্ত্রী

যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জনেথেন রেনল্ডস জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে ব্রিটেনের কোনো সংশ্লিষ্টতা নেই। ভারত-মহাসাগরীয় অঞ্চলে তাদের যে সামরিক রয়েছে, সেই দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের জন্য কোনো অনুরোধও করেনি যুক্তরাষ্ট্র। তবে হামলার আগে তা ব্রিটেনকে জানানো হয়েছিল।

তিনি স্কাই নিউজকে বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার সকালে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন।

এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলাকে সমর্থন জানিয়ে স্টারমার বলেন, “ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না।”

সূত্র: আল জাজিরা

22 Jun 2025, 02:58 PM

বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা

ইরানে মার্কিন হামলার ঘটনায় সোমবার এশিয়ার বাজার খোলামাত্রই বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রিস্টোল এনার্জির প্রধান নির্বাহী ক্যারোল নাখলে বিবিসিকে বলেন, “যুক্তরাষ্ট্রের এই হামলা সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে এবং অনেকেই মনে করছেন এতে পরিস্থিতি আরও খারাপ হবে।”

তিনি বলেন, “এই আতঙ্কই তেলের দামে অতিরিক্ত ভূ-রাজনৈতিক প্রিমিয়াম যোগ করবে। সেই প্রিমিয়াম কত হবে তা কেউ জানে না। তবে সাধারণত ভয় যত বেশি হয়, দামও তত বেশি বাড়ে।”

গত শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেলপ্রতি ৭৭.০১ ডলারে লেনদেন শেষ হয়। এই জ্বালানির দাম গত এক মাসে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই দাম গত বছরের একই সময়ের তুলনায় এখনো কম।

বিবিসি লিখেছে, তেলের দাম বাড়লে কেবল গাড়িতে তেল ভরার খরচই বাড়ে না, সুপারমার্কেটের খাদ্যপণ্যের দামেও প্রভাব ফেলে।


 

22 Jun 2025, 02:48 PM

জাতিসংঘের পরমাণু সংস্থার জরুরি বৈঠক সোমবার

ইরান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

যুক্তরাষ্ট্রের হামলার তদন্ত দাবি করে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক এ সংস্থাকে চিঠি দিয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম।

হামলার নিন্দা জানাতে আইএইএ’র প্রতি আহ্বানও জানিয়েছে তেহরান।

এর আগে আইএইএ জানায়, ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার পরিমাণ বাড়েনি।

সূত্র: বিবিসি

22 Jun 2025, 02:27 PM

সামনের দিনগুলো আরও চ্যালেঞ্জিং হতে পারে: ইসহাক হেরজোগ

ইরানে ডনাল্ড ট্রাম্পের হামলাকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হেরজোগ।

তিনি বলেন, ট্রাম্পের বক্তব্যে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গভীর ও সাহসী মৈত্রীর প্রকাশ’ ঘটেছে।

তবে তিনি সতর্ক করে বলেন, “এই অভিযান এখনো শেষ হয়নি।

“আগামী দিনগুলো সংবেদনশীল, জটিল ও চ্যালেঞ্জিং হতে পারে।

ইসরায়েলি প্রেসিডেন্ট তার নাগরিকদের জীবনরক্ষাকারী সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সূত্র: বিবিসি
 

22 Jun 2025, 12:56 PM

ইসরায়েলের ১০ এলাকায় আঘাত ইরানের

ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইসরায়েলে প্রায় ২০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র তেল আবিব, হাইফাসহ ইসরায়েলের অন্তত ১০টি এলাকায় আঘাত হেনেছে, যাতে আহত হয়েছে ১৬ জন।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল লক্ষ্য করে ইরান থেকে ছোড়া প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা।

বন্দরনগরী হাইফাসহ ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্রাথমিক প্রতিবেদনগুলোতে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইফায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে সেখানে কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে।

ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে, উপকূলীয় এলাকা, মধ্যাঞ্চল ও তেল আবিব মেট্রোপলিটন এলাকাগুলো থেকে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর এসেছে। এসব এলাকার ভবন ও গাড়িগুলোতে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে আর তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর টিমগুলো ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

22 Jun 2025, 12:42 PM

বিপ্লবী বাহিনীর নিশানায় ইসরায়েলি বিমানবন্দর

ইসরায়েলের বেন গুইয়ন বিমানবন্দরকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

বার্তা সংস্থা তাসনিম লিখেছে, বেশ কিছু গবেষণাকেন্দ্র, সহায়তা ঘাঁটি এবং বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টারকেও নিশানা করা হয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এই হামলায় তরল ও কঠিন জ্বালানি চালিত উভয় ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

22 Jun 2025, 12:11 PM

পশ্চিম ইরানে নতুন হামলা ইসরায়েলের

পশ্চিম ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী।

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ঘণ্টা খানেক আগে সতর্কতা জারি করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এর পরপরই ইরানে আক্রমণের কথা জানাল ইসরায়েলি সামরিক বাহিনী।

ইরানের ভূখণ্ডে মিসাইল লঞ্চার নিশানা করে হামলা চালানোর কথা বলছে আইডিএফ।

সূত্র: বিবিসি

22 Jun 2025, 11:59 AM

ইরান এখন কী করবে?

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের এখন সম্ভাব্য তিনটি পথ খোলা রয়েছে বলে লিখেছে বিবিসি।

কোনো প্রতিক্রিয়া না দেখানো: তেহরান এ কৌশল নিলে আরও মার্কিন হামলা থেকে রক্ষা পেতে পারে। কূটনৈতিক পথ বেছে নিয়ে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সুযোগ রয়েছে।

তবে কোনো জবাব না দিলে ইরানকে দুর্বল দেখাতে পারে- কারণ যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তার ভয়াবহ প্রতিশোধের হুঁশিয়ারি বরাবরই দিয়ে এসেছে তেহরান। দেশটির শাসকগোষ্ঠী জনগণের ওপর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিকে আরো মার্কিন হামলার চেয়েও গুরুতর হিসেবে দেখতে পারে।

দ্রুত ও কঠোর প্রতিশোধ নেওয়া: ইরানের কাছে এখনও বিপুল সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে, যা তারা বছরের পর বছর ধরে তৈরি ও গোপন করে রেখেছে। তাদের নিশানা তালিকায় মধ্যপ্রাচ্যের প্রায় ২০টি মার্কিন ঘাঁটি রয়েছে। তারা ড্রোন ও দ্রুতগতির টর্পেডো নৌকা ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর রণতরী লক্ষ্য করে যুগপৎ হামলা চালাতে পারে।

সুবিধামতো সময়ে প্রতিশোধ: বর্তমান উত্তেজনা কমে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারে তেহরান। যখন মার্কিন ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্কতা থেকে সরে আসবে, তখন অপ্রত্যাশিত হামলা চালানোর সুযোগ মিলতে পারে এই কৌশলে।

22 Jun 2025, 11:22 AM

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব বিকল্প খোলা: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন হামলাকে ‘নির্লজ্জ’ বর্ণনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সব বিকল্প খোলা রাখছে।

তিনি এক্স পোস্টে বলেছেন, “আজকের সকালের ঘটনা চরমভাবে নিন্দনীয় এবং এর দীর্ঘস্থায়ী পরিণতি থাকবে। জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রেরই অত্যন্ত বিপজ্জনক, আইনবহির্ভূত ও অপরাধমূলক এই আচরণ নিয়ে সোচ্চার হওয়া উচিত।”

আরাগচি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হয়েও যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে।

সূত্র: বিবিসি

22 Jun 2025, 11:08 AM

ফোরদো পারমাণবিক স্থাপনা ও যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার বাস্টার’ বোমা

যুক্তরাষ্ট্রের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনা।

এই কেন্দ্রটি পাহাড়ের গভীরে অবস্থিত, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে আসছিল ইরান। ভূগর্ভে অবস্থানের কারণে এই স্থাপনা অত্যন্ত সুরক্ষিত বলে ধরা হত এতদিন।

এ ধরনের স্থাপনা ধ্বংস করতে পারে কেবল ‘বাঙ্কার বাস্টার’ বোমা, যা কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। 

এসব বোমার ওজন প্রায় ৩০ হাজার পাউন্ড। বিশেষভাবে নকশা করা এসব বোমা কংক্রিট বা পাথরের গভীর স্তর ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে।

বিবিসি লিখেছে, ফোরদোর মত জটিল ও সুরক্ষিত স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার বাস্টার’ বোমা কতটা ক্ষতি করতে পেরেছে, তা নিশ্চিতভাবে বলা কঠিন। 

তবে যুক্তরাষ্ট্রের এমন আক্রমণ যুদ্ধের বিস্তার আরো প্রসারিত হওয়ার শঙ্কা বাড়িয়েছে।

22 Jun 2025, 11:05 AM

কংগ্রেসের অনুমোদন ছাড়া হামলার নিন্দা ডেমোক্র্যাটদের

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

একে সংবিধান ও কংগ্রেসের যুদ্ধ ক্ষমতার ‘গুরুতর লঙ্ঘন’ আখ্যা দিয়ে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ বলেন, এটি স্পষ্টতই অভিশংসনের (ইমপিচমেন্ট) জন্য  পর্যাপ্ত কারণ।

তিনি এক্স পোস্টে লিখেছেন, “ট্রাম্প আবেগপ্রবণভাবে এমন যুদ্ধের সূচনা করেছেন, যা আমাদের বহু প্রজন্মকে জড়িয়ে ফেলতে পারে।”

একইভাবে মার্কিন হামলাকে ‘সংবিধানের স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়ে কংগ্রেসওম্যান রাশিদা তলেইব কংগ্রেসকে তাৎক্ষণিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

“আমরা দেখেছি, মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে চলা অন্তহীন যুদ্ধ আমাদের কোথায় নিয়ে গেছে – সবই ‘বিধ্বংসী অস্ত্র থাকার’ মিথ্যার ওপর ভিত্তি করে। আমরা আর সেই ফাঁদে পা দেব না।”

অন্যদিকে কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন চলমান পরিস্থিতিকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন।

“ট্রাম্প কংগ্রেসের অনুমতি ছাড়াই ইরানে বোমাবর্ষণ করে আমাদেরকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে অবৈধভাবে জড়িয়ে দিয়েছেন। আমরা কি কোনো শিক্ষাই নিইনি?”

সূত্র: বিবিসি

22 Jun 2025, 10:49 AM

ট্রাম্পের আহ্বানে ইরান সাড়া দেবে?

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সংক্ষিপ্ত ভাষণে তেহরানকে এবার ‘শান্তির পথে’ আসার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে হুমকি দিয়েছেন, ইরান পাল্টা জবাব দিলে আরও প্রবল হামলা চালানো হবে।

আল জাজিরা লিখেছে, এত বড় আঘাত হজম করা ইরানের পক্ষে সহজ হবে না। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাবে ‘ভয়াবহ প্রতিশোধের’ হুমকি দিয়ে আসা ইরান সরকারের গ্রহণযোগ্যতাও এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।

ইরান যদি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া নাও জানায়, ইসরায়েলে যে তারা ফের হামলা চালাবে না, সেই নিশ্চয়তা নেই। আবার যুক্তরাষ্ট্রও যে ইরানের নতুন কোনো স্থাপনায় হামলা করবে না, সেটাও বলা যাবে না।

ইরান তাদের শক্তি অনুযায়ী সীমিত পরিসরে জবাব দেওয়ার পথ বেছে নিতে পারে, যেমনটি তারা করেছিল মার্কিন হামলায় কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর। সেবার ইরাকে ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। 

তবে এ ধরনের পদক্ষেপে সংঘাত আরও বাড়ার ঝুঁকি থেকে যায়, বিশেষ করে ট্রাম্প যখন সরাসরি ইরানের ভেতরে হামলা চালিয়ে এ সংঘাতের নতুন পর্ব শুরু করে দিয়েছেন।

22 Jun 2025, 10:41 AM

নেতানিয়াহুর ‘অভিনন্দন’, ট্রাম্পের ‘ধন্যবাদ’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ইরানে হামলার সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন

তিনি বলেছেন, “অভিনন্দন, প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ন্যায়সঙ্গত ও অসাধারণ শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে নিশানা করার যে সাহসী সিদ্ধান্ত আপনি নিয়েছেন, তা ইতিহাস বদলে দেবে।”

নেতানিয়াহু বলেন, “অপারেশন রাইজিং লায়নে ইসরায়েল সত্যিই অসাধারণ কিছু করেছে। কিন্তু আজ রাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র যা করেছে, তা অতুলনীয়। এমন কিছু করেছে, যা পৃথিবীর আর কোনো দেশ করতে পারত না। ইতিহাসে লেখা থাকবে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসনব্যবস্থাকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র থেকে বঞ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প পদক্ষেপ নিয়েছিলেন।”

অন্যদিকে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তিনি একজোট হয়ে কাজ করেছেন।

তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমরা একটি দল হিসেবে কাজ করেছি। এমনভাবে আমরা কাজটা করেছি, যা সম্ভবত অতীতে কেউ কখনও করেনি। আমরা ইসরায়েলের জন্য এই ভয়াবহ হুমকি দূর করতে অনেক দূর এগিয়েছি। ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাই।”

সূত্র: আল জাজিরা

22 Jun 2025, 10:40 AM

‘ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা থাকবে’

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাদ।

তিনি এক্স পোস্টে বলেছেন, ট্রাম্প তার ‘সাহসী সিদ্ধান্তের’ জন্য ইতিহাসের পাতায় ‘সোনালি অক্ষরে’ নাম লিখেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ‘ঐতিহাসিক পদক্ষেপে’ নেতৃত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেছেন গিদেওন সাদ।

সূত্র: বিবিসি
 

22 Jun 2025, 10:36 AM

ফোরদোতে ‘গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি’, দাবি ইরানি এমপির

ইরানের কোম এলাকার এমপি মানান রাইসি বলেছেন, যুক্তরাষ্ট্র ফোরদোর ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে যে হামলা চালিয়েছে, তা কেবল উপরিভাগের ক্ষতি করেছে, গভীরে পৌঁছাতে পারেনি। 

রাইসিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাসনিম লিখেছে, “মিথ্যাবাদী মার্কিন প্রেসিডেন্টের দাবির বিপরীতে আমি সঠিক তথ্য দিচ্ছি। ফোরদো পারমাণবিক স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। বেশির ভাগ ক্ষতি হয়েছে কেবল উপরের দিকে, যা মেরামত করা সম্ভব।”

তিনি বলেন, মার্কিন হামলার পর তেজস্ক্রিয় বিকিরণের কোনো প্রমাণ পারমাণবিক কেন্দ্রের আশপাশে মেলেনি। 

সূত্র: আল জাজিরা

22 Jun 2025, 10:36 AM

যুক্তরাষ্ট্রকে ‘পরিণতি’ ভোগ করতে হবে’: হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেনের হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছেন। 

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমা হামলার পর তিনি লিখেছেন, “ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে।”

সূত্র: আল জাজিরা
 

22 Jun 2025, 10:26 AM

তেজস্ক্রিয় দূষণ ঘটেনি, বলছে ইরানের পরমাণু সংস্থা

মার্কিন হামলার পর ইরানের ফোরদো, ইস্পাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার আশপাশে বিকিরণ পর্যবেক্ষণ ও মাঠ পর্যায়ের জরিপে কোনো তেজস্ক্রিয় দূষণ বা বাসিন্দাদের জন্য ঝুঁকির প্রমাণ মেলেনি বলে জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সংস্থাটি বলেছে, “ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে অবৈধ মার্কিন হামলার পর মাঠ পর্যায়ের জরিপ ও বিকিরণ পর্যবেক্ষণ উপাত্তে কোনো ধরনের দূষণের রেকর্ড পাওয়া যায়নি।”

“এসব স্থাপনার আশপাশের বাসিন্দাদের জন্য কোনো বিপদের আশঙ্কা নেই। পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।”

সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশনও বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে কোনো তেজস্ক্রিয়া শনাক্ত হয়নি।

সূত্র: আল জাজিরা

22 Jun 2025, 10:19 AM

নাতাঞ্জ ও ইস্পাহানে হামলার কথাও নিশ্চিত করলেন ইরানি কর্মকর্তা

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম স্বীকার করেছিল, যুক্তরাষ্ট্র ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

এবার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা নাতাঞ্জ ও ইস্পাহানে হামলার খবর নিশ্চিত করেছে।

ইস্পাহানের গভর্নরের উপদেষ্টা আকবর সালেহিকে উদ্ধৃত করে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, “আমরা ইস্পাহান ও নাতাঞ্জের পারমাণবিক কেন্দ্রগুলোর আশপাশে হামলার দৃশ্য দেখেছি।”

সালেহি বলেন, ইস্পাহান ও নাতাঞ্জে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সূত্র: আল জাজিরা

22 Jun 2025, 10:01 AM

এ হামলা যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট আগ্রাসন’: হামাস

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ বলে বর্ণনা করেছে হামাস।

এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, এই হামলা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস, যাতে ১২০০ জনের প্রাণহানি ঘটে। তার পাল্টায় ইসরায়েলের সামরিক অভিযানে নারী-শিশুসহ অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনি মারা গেছে।

সূত্র: বিবিসি

22 Jun 2025, 09:55 AM

বদলা নিলে পরিণতি হবে আরও ভয়াবহ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলা চালালে ইরানের পরিণতি দ্বিগুণ খারাপ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজে বক্তৃতার পর ট্রুথ সোশাল পোস্টে তিনি লিখেছেন, “ইরান যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেয়, তাহলে আজ রাতের হামলার চেয়েও অনেক বেশি শক্তি প্রয়োগ করে জবাব দেওয়া হবে।”

সূত্র: বিবিসি


 

22 Jun 2025, 09:36 AM

যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার’ সূচনা: গুতেরেস

ইরানে মার্কিন হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা’ বর্ণনা করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “এই সংঘাতের দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বেড়ে গেছে- যার ফল সাধারণ জনগণ, এই অঞ্চল এবং পুরো বিশ্বের জন্য মারাত্মক হতে পারে।”

তিনি এক্স পোস্টে বলেন, “এই সংকটময় মুহূর্তে বিশৃঙ্খলার চক্র এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক সমাধান নেই। একমাত্র পথ কূটনীতি। একমাত্র আশা শান্তি।”

সূত্র: বিবিসি

22 Jun 2025, 09:29 AM

মার্কিন হামলার নিন্দা ইরানের আণবিক সংস্থার

তেহরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘বর্বর হামলার’ নিন্দা জানিয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থা।

সংস্থাটি অভিযোগ করেছে,  উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ‘নির্বিকার এবং এমনকি সহযোগী মনোভাব’ গ্রহণ করেছে।

ইরানের ওপর হামলার ‘নিন্দা জানাতে’ এবং ইরানের ‘ন্যায়সঙ্গত অবস্থানকে’ সমর্থন দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থা।

এই সংস্থাটি বলেছে, “শত্রুদের কূটচালের মধ্যেই ইরানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা ‘দেশের পারমাণবিক শিল্পকে এগিয়ে নিয়ে যাবেন’।”

ইরানের আণবিক শক্তি সংস্থা এও বলেছে, হামলার ঘটনায় তারা ‘প্রয়োজনীয়’ পদক্ষেপ নেবে, যার মধ্যে ‘আইনি ব্যবস্থা’ও থাকবে।

সূত্র: বিবিসি

22 Jun 2025, 09:29 AM

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ‘এক দল হয়ে কাজ করছে’

ট্রাম্প বলেন, ইরানের সাবেক সামরিক কমান্ডার কাসেম সোলেইমানির হাতে হাজারো মানুষ প্রাণ হারান।

“আমি বহু আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে- এটা আর হতে দেব না, এটা আর চলবে না।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েলের জন্য ‘ভয়াবহ হুমকি’ মোকাবেলায় তারা ‘একটি দল’ হিসেবে কাজ করছেন।

সূত্র: বিবিসি

22 Jun 2025, 09:13 AM

শান্তি না এলে আরও হামলা: ট্রাম্প

ইরানি শাসকগোষ্ঠীর উদ্দেশে ট্রাম্প বলেন, আলোচনার টেবিলে আসো, নাহলে আরও হামলা আসবে।

“তারা যদি না আসে, ভবিষ্যতে আরও ভয়াবহ হামলা হবে। এবং সেই হামলা অনেক সহজ হবে।”

ট্রাম্প বলেছেন, “হয় শান্তি, নাহলে ইরানের জন্য গত আট দিনের চেয়েও বড় ট্র্যাজেডি আসবে।”

তিনি সতর্ক করে বলেন, “মনে রাখুন, এখনো অনেক লক্ষ্য বাকি আছে। আজ রাতের লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী।

“কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, আমরা বাকি লক্ষ্যগুলোতেও নিখুঁত দক্ষতা, গতি ও শক্তি নিয়ে আঘাত হানব।”

সূত্র: বিবিসি

22 Jun 2025, 09:13 AM

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’

ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা প্রসঙ্গে ডনাল্ড ট্রাম্প বলেছেন, “বছরের পর বছর সবাই এই নামগুলো শুনেছে, তারা এই ভয়ানক ধ্বংসাত্মক প্রকল্প গড়ে তুলছিল।

“আজ রাতে আমি বিশ্বের কাছে জানাতে পারি, এই হামলাগুলো ছিল একটি অসাধারণ সামরিক সাফল্য।”

তিনি দাবি করেন, “ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।”

সূত্র: বিবিসি

22 Jun 2025, 08:56 AM

যুদ্ধ বন্ধে ইরানের সম্মত হওয়া উচিত: ট্রাম্প

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এখন ইরানের উচিত এই যুদ্ধ বন্ধে সম্মত হওয়া।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প ‘অসাধারণ মার্কিন যোদ্ধাদের’ অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, “সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে যাচ্ছে।”

ট্রাম্প তার পোস্টে লেখেন, “প্রধান টার্গেট ফোরদোতে পূর্ণমাত্রার বোমা বর্ষণ করা হয়েছে। ফোরদো আর নেই।”

ইরানের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিমও বলেছে, ‘শত্রুপক্ষের বিমান হামলায়’ ফোরদোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিবিএস নিউজ জানায়, হামলার পর যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে ইরানকে জানিয়ে দিয়েছে, এই হামলাগুলোই তাদের চূড়ান্ত পদক্ষেপ, তেহরানে সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই।

সূত্র: রয়টার্স

22 Jun 2025, 08:46 AM

ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনী ‘সফল’ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থাপনাগুলো হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান ইরানে এ হামলায় অংশ নেয়।

ইরানে ইসরায়েলের হামলার পর এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনার মধ্যে এই হামলায় যোগ দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়াল।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান ও ফোরদো—এই তিনটি মূল পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ফোরদোর ওপর ছয়টি ‘বাংকার বাস্টার’ বোমা ফেলা হয়েছে। এছাড়া অন্য দুটি স্থাপনায় ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

ফোরদো পারমাণবিক স্থাপনা। ছবি: রয়টার্স

22 Jun 2025, 08:46 AM

লাইভ শুরু!

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে আমাদের লাইভ ব্লগে স্বাগত! সঙ্গে আছি জাহিদুল কবির ও রোকন রাকিব।