Published : 26 May 2025, 05:17 PM
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার উপকূলে আরব সাগরে তেল ও বিপজ্জনক পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ায় সেখানে সতর্কতা জারি করা হয়েছে।
বিবিসি জানায়, এমএসসি এলসা ৩ নামের জাহাজটি বিঝিনজাম বন্দর থেকে কোচির উদ্দেশ্যে যাত্রা করেছিল।
কিন্তু রোববার ভোরের দিকে কেরালার কোচি উপকূল থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে জাহাজটি কাত হয়ে ডুবে যায়।
জাহাজটিতে থাকা ৬৪০টি কন্টেইনারের মধ্যে ১৩টিতে বিপজ্জনক পণ্য ছিল। ১২টি কন্টেনারে ক্যালসিয়াম কার্বাইড ছিল। তাছাড়া, জাহাজের ট্যাঙ্কে জ্বালানি হিসাবে ৮৪ দশমিক ৪৪ মেট্রিক টন ডিজেল ছিল এবং ৩৬৭ দশমিক ১ মেট্রিক টন ফার্নেস তেল ছিল।
আশঙ্কা করা হচ্ছে, এই দুর্ঘটনার ফলে কোনও কন্টেইনার ফুটো হয়ে থাকলে সাগরের ওই স্থানে বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এর ফলে পরিবেশের ক্ষতি হতে পারে।
ভারতীয় কোস্ট গার্ডের ইন্সপেক্টর জেনারেল বিশম শর্মা বলেন, তারা ভেবেছিলেন জাহাজটি স্থির থাকবে। কিন্তু, জাহাজের ভেতরে পানি ঢুকে যাওয়ায় সেটি ডুবে যায়।
তিনি জানান, জাহাজে থাকা ২৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা নিরাপদে আছেন। ভারতীয় উপকূল রক্ষীবাহিনী গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে।
দুর্ঘটনায় পড়া জাহাজের কন্টেইনারগুলো ভেসে বেড়াচ্ছে। এতে অন্যান্য জাহাজের বিপদ হতে পারে। আবার সেগুলো উপকূলের দিকেও ভেসে আসতে পারে বলেও জানান শর্মা।
কেরালার রাজ্য বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ মানুষজনকে সতর্ক করে বলেছে, তারা যাতে পণ্যবাহী ভাসমান কন্টেইনার বা তা থেকে কোনও পদার্থ ছড়িয়ে পড়লে অথবা জাহাজটির জ্বালানি পানিতে ভাসলে তা স্পর্শ না করেন। বরং, তেমন কিছু দেখলে যেন তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়।