Published : 08 Jun 2025, 07:26 PM
যুদ্ধবন্দি বিনিময় নিয়ে ইউক্রেইনের সঙ্গে বিবাদের মধ্যে রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেইনীয় সেনাদের মরদেহবাহী ট্রেন সীমান্তে পাঠাচ্ছে।
রুশ বার্তাসংস্থা তাসকে রোববার লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার জোরিন জানান, এক ঘণ্টার মধ্যেই ইউক্রেইনীয় সেনাদের মরদেহবাহী ট্রেন সীমান্তে পাঠাবে রাশিয়া।
তিনি এও বলেন যে, মরদেহ হস্তান্তর প্রক্রিয়া আগামী সপ্তাহ পর্যন্ত স্থগিত হতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আগের দিন শনিবার রাশিয়া অভিযোগ করেছিল যে, ইউক্রেইন হঠাৎ করেই যুদ্ধবন্দি বিনিময় ও নিহত সেনাদের মরদেহ নেওয়ার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। তবে কিইভ এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, রাশিয়ার এমন দাবি সত্য নয়।
এ সপ্তাহে তুরস্কে ইস্তাম্বুলের শান্তি আলোচনায় ইউক্রেইন এবং রাশিয়ার প্রতিনিধিরা যুদ্ধে নিহত ৬ হাজারের বেশি সেনার মৃতদেহ বিনিময় করতে রাজি হয়েছিলেন।
রুশ লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার জোরিন বলেন, এর আগে শনিবার রাশিয়ার পাঠানো কিছু ইউক্রেইনীয় সেনার মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইউক্রেইন।
ইউক্রেইন এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
সিএনএন জানায়, শনিবার ইউক্রেইন শেষ মুহূর্তে যুদ্ধবন্দি বিনিময় পিছিয়ে দিয়েছে বলে রাশিয়ার অভিযোগের কারণে দুইপক্ষের মধ্যে পরিকল্পনামাফিক যুদ্ধবন্দি বিনিময় হতে পারেনি।
বিনিময় প্রক্রিয়া অপ্রত্যাশিতভাবে পিছিয়ে যাওয়ায় যুদ্ধবন্দি এবং নিহত সেনাদের মৃতদেহ হস্তান্তর সবই সেদিন আটকে যায়। রেফ্রিজারেটর ট্রাকে পড়ে থাকে শত শত ইউক্রেইনীয় সেনার মৃতদেহ। বিনিময়স্থলে এগুলো কেউ নিতে আসেনি।
তবে ইউক্রেইন রাশিয়ার অভিযোগ অস্বীকার করে বলছে, দুই পক্ষ শনিবার গুরুতর আহত ও কম বয়সী যোদ্ধাদের বিনিময় করতে রাজি হয়েছিল। কিন্তু নিহত সেনাদের মৃতদেহ ফেরানোর বিষয়ে কোনও দিনক্ষণ স্থির করা হয়নি।
তুরস্কে শান্তি আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, “ইস্তাম্বুলের সমঝোতা ঠিকমতো মেনেই রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেইনীয় সেনাদের মরদেহ হস্তান্তরের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে গুরুতর আহত ও ২৫ বছরের কম বয়সী সেনাও পাঠানো হচ্ছে।”
তিনি জানান, “বিনিময়স্থলে ১,২১২ নিহত ইউক্রেইনীয় সেনার মরদেহ আছে। আর বাকীগুলো বিনিময়স্থলে যাওয়ার পথে আছে।”
মেদিনস্কি আরও দাবি করেন, বিনিময় প্রক্রিয়া শুরু করতে রাশিয়া আহত, গুরুতর আহত এবং কম বয়সী সেনা মিলিয়ে ৬৪০ জন সেনার প্রথম তালিকা ইউক্রেইনকে দিয়েছে।