Published : 16 May 2025, 08:20 PM
সংযুক্ত আরব আমিরাতে সফরকালে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধন শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
আমিরাতের (ইউএই) সঙ্গে ২০ হাজার কোটি (২০০ বিলিয়ন) ডলারের চুক্তি করেছেন তিনি। তাছাড়া, কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও সহযোগিতা জোরদার করতে রাজি হয়েছে দুই দেশ।
ট্রাম্পের সঙ্গে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের পর হোয়াইট হাউজ জানিয়েছে, আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ ১,৪৫০ কোটি (সাড়ে ১৪ বিলিয়ন) ডলারে যুক্তরাষ্ট্রের তৈরি ২৮ টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে।
এআই প্রযুক্তি নিয়েও যৌথভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র ও আমিরাত। যুক্তরাষ্ট্র-আমিরাত ‘এআই অ্যাকসেলারেশন পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক’ গড়তে রাজি হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ।
তাছাড়া, ট্রাম্পের সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্যেই আবুধাবিতে উদ্বোধন হয়েছে ‘ফাইভ-জি ডব্লু ইউএই-ইউএস এআই ক্যাম্পাস’।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির জন্য ‘ডেটা সেন্টার’ নির্মাণে বিশেষ জোর দিচ্ছে উসাগরীয় অঞ্চলের এই দেশটি। মার্কিন বাণিজ্য বিভাগ বলছে, যুক্তরাষ্ট্রের বাইরে অন্যতম বৃহত্তম সেন্টার হবে এটি।
আমিরাত সফরকালে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, “দুই দেশের সম্পর্ক আরও প্রসারিত এবং আরও ভাল হবে এ ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই।”
ওদিকে, আমিরাতের প্রেসিডেন্ট বলেন, ‘‘বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।’’
আগামী ১০ বছরে একাধিক খাতে আরব থেকে যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতিও এরই মধ্যে দিয়েছে আরব আমিরাত।
বৃহস্পতিবার ট্রাম্প আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখেন। এরপরে দুই দেশের নেতা একসঙ্গে নৈশভোজ করেন। আপাতত, দুই দেশই ‘এআই’-এর মাধ্যমে বন্ধুত্ব শক্তিশালী করার আশায় আছে।