Published : 15 Jan 2024, 04:52 PM
অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনও সাড়া দিচ্ছে না না ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। চাঁদে বরফশীতল রাত পার করার পর ল্যান্ডারের জেগে ওঠার সম্ভাবনা ‘প্রতি ঘণ্টায় ক্রমেই ক্ষীণ হয়ে আসছে' বলে জানিয়েছেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। তবে তারা ল্যান্ডারটিকে আবার চালু করতে চন্দ্রদিন শেষ হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। পৃথিবীর ১৪ দিনেরও বেশি সময় মিলে হয় চাঁদের একটি দিন বা রাত।
শুক্রবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছিল, নতুন চান্দ্রদিন শুরু হওয়ার পর থেকে তারা ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের সঙ্গে ফের যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। কিন্তু চাঁদ থেকে কোনো সংকেত মেলেনি।
গত অগাস্টে ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। পরে দুই সপ্তাহে এ দুটি যন্ত্র তথ্য-উপাত্ত ও ছবি সংগ্রহ করে। এরপর চাঁদে রাত শুরু হলে বিক্রম ও প্রজ্ঞানকে 'স্লিপ মোডে' রাখা হয়। ইসরোর আশা ছিল, ২২ সেপ্টেম্বর চাঁদে সূর্যের আলো পড়ামাত্রই যন্ত্র দুটির ব্যাটারি ফের চার্জ হবে এবং মডিউলগুলো সক্রিয় হয়ে উঠবে।
গত শুক্রবার ইসরো এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছিল, বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলবে। কিন্তু তখন থেকে ইসরো এ বিষয়ে আনুষ্ঠানিক আর কোনো তথ্য জানায়নি।
সোমবার সকালে ইসরোর সাবেক প্রধান এএস কিরণ কুমার বিবিসিকে বলেছেন, “প্রতিটি ঘণ্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে ল্যান্ডারের জেগে ওঠার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। ল্যান্ডার আর রোভারের বেশকিছু যন্ত্রাংশ রয়েছে। সেগুলো হয়ত চাঁদের হিমশীতল তাপমাত্রায় টিকে থাকতে পারেনি।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)