Published : 20 Apr 2025, 10:53 PM
এই প্রজন্মের পাঠকের কাছে শান্তনু কায়সারের রচনাসমগ্র সহজলভ্য করতে প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ প্রকাশ করতে যাচ্ছে ‘শান্তনু কায়সার-রচনাবলি’।
খণ্ডে খণ্ডে প্রকাশিত হবে বহুমাত্রিক এই সাহিত্যিকের নির্বাচিত ও গুরুত্বপূর্ণ লেখাগুলো।
রোববার রাজধানীর পুরানা পল্টনে ‘ঐতিহ্য’ প্রকাশনা সংস্থার প্রধান কার্যালয়ে ‘শান্তনু কায়সার-রচনাবলি’ প্রকাশ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তিতে শান্তনু কায়সারের পরিবারের পক্ষে তার ছেলে মোহাম্মদ সোহেল রায়হান এবং ঐতিহ্যের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম সই করেন।
বহুমাত্রিক লেখক শান্তনু কায়সার (১৯৫০–২০১৭) প্রবন্ধ, উপন্যাস, গবেষণা, ও রাজনৈতিক-সাংস্কৃতিক লেখনির মাধ্যমে বাংলা সাহিত্যে অনন্য অবদান রেখেছেন। কিন্তু তার রচনার বড় অংশই এখন আর পাঠকের নাগালে নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে ঐতিহ্য বলেছে, শান্তনু কায়সারের রচনাবলি পাঠকদের কাছে পৌঁছে দিতে পারা তাদের জন্য এক ‘অনন্য’ বিষয়। এ উদ্যোগের মধ্য দিয়ে কেবল একজন লেখককে সম্মান জানানো হবে না, বরং বাংলা সাহিত্যের গৌরবময় উত্তরাধিকারকে সংরক্ষণেরও অংশ হয়ে উঠবে ঐতিহ্য।